AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Star Performer : সেঞ্চুরিয়ান ভেঙ্কটেশ আইয়ার, নজর কাড়লেন ‘হিট’মায়ার

IPL 2023 : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শনি ও রবিবার ডাবল হেডার থাকে। এ সপ্তাহেও তাই ছিল। দু'দিনে চারটি ম্য়াচ। এ চারটির মধ্যে সেরা ম্যাচ বেছে নেওয়া কঠিন। কিন্তু এই চার ম্য়াচে নজরকাড়া পারফরম্যান্স বেছে নেওয়া যেতেই পারে!

| Edited By: | Updated on: Apr 17, 2023 | 7:30 AM
Share
শনি ও রবিবার আইপিএলে ডাবল হেডার ম্যাচ। এই দু-দিনের খেলা শেষে সেরা তারকা নিঃসন্দেহে ভেঙ্কটেশ আইয়ার। কলকাতা নাইট রাইডার্স শেষ অবধি জিততে না পারলেও প্রাপ্তি ভেঙ্কটেশের শতরান। কেকেআরের দ্বিতীয় সেঞ্চুরিয়ান হলেন ভেঙ্কি। (ছবি : আইপিএল)

শনি ও রবিবার আইপিএলে ডাবল হেডার ম্যাচ। এই দু-দিনের খেলা শেষে সেরা তারকা নিঃসন্দেহে ভেঙ্কটেশ আইয়ার। কলকাতা নাইট রাইডার্স শেষ অবধি জিততে না পারলেও প্রাপ্তি ভেঙ্কটেশের শতরান। কেকেআরের দ্বিতীয় সেঞ্চুরিয়ান হলেন ভেঙ্কি। (ছবি : আইপিএল)

1 / 7
রবিবার রাতের ম্যাচে অনবদ্য পারফরম্য়ান্স শিমরন হেটমায়ারের। পাওয়ার প্লে-তে ভরাডুবি এবং সঞ্জু স্যামসনের আউটে বেকায়দায় ছিল রাজস্থান রয়্যালস। দুর্দান্ত ইনিংসে ম্যাচ জেতান শিমরন হেটমায়ার। (ছবি : আইপিএল)

রবিবার রাতের ম্যাচে অনবদ্য পারফরম্য়ান্স শিমরন হেটমায়ারের। পাওয়ার প্লে-তে ভরাডুবি এবং সঞ্জু স্যামসনের আউটে বেকায়দায় ছিল রাজস্থান রয়্যালস। দুর্দান্ত ইনিংসে ম্যাচ জেতান শিমরন হেটমায়ার। (ছবি : আইপিএল)

2 / 7
রবি রাতে গুজরাট টাইটান্স হারলেও অনবদ্য বোলিং মহম্মদ সামির। ভালো ছন্দেই রয়েছেন। রাজস্থানের বিরুদ্ধেও দুর্দান্ত। মাত্র ২৫ রানে ৩ উইকেট নেন সামি। (ছবি : আইপিএল)

রবি রাতে গুজরাট টাইটান্স হারলেও অনবদ্য বোলিং মহম্মদ সামির। ভালো ছন্দেই রয়েছেন। রাজস্থানের বিরুদ্ধেও দুর্দান্ত। মাত্র ২৫ রানে ৩ উইকেট নেন সামি। (ছবি : আইপিএল)

3 / 7
কেরিয়ারের প্রথম আইপিএল। অবশেষে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অভিষেক হয় আফগান তরুণ বাঁ হাতি রিস্ট স্পিনার নুর আহমেদের। প্রথম ওভারে ১৩ রান দিলেও বিধ্বংসী মেজাজে থাকা সঞ্জু স্যামসনের উইকেট নেন নুর। ম্যাচের পরিপ্রেক্ষিতে বড় ইমপ্য়াক্ট। যদিও গুজরাট শেষ অবধি জিততে পারেনি। (ছবি : আইপিএল)

কেরিয়ারের প্রথম আইপিএল। অবশেষে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অভিষেক হয় আফগান তরুণ বাঁ হাতি রিস্ট স্পিনার নুর আহমেদের। প্রথম ওভারে ১৩ রান দিলেও বিধ্বংসী মেজাজে থাকা সঞ্জু স্যামসনের উইকেট নেন নুর। ম্যাচের পরিপ্রেক্ষিতে বড় ইমপ্য়াক্ট। যদিও গুজরাট শেষ অবধি জিততে পারেনি। (ছবি : আইপিএল)

4 / 7
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে গোল্ডেন ডাকের হ্যাটট্রিক। আইপিএলেও প্রথম তিন ম্যাচের মধ্যে এক বার গোল্ডেন ডাক। অবশেষে রানে ফিরলেন সূর্যকুমার যাদব। কেকেআরের বিরুদ্ধে ২৫ বলে ৪৩ রানের ইনিংস। (ছবি : আইপিএল)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে গোল্ডেন ডাকের হ্যাটট্রিক। আইপিএলেও প্রথম তিন ম্যাচের মধ্যে এক বার গোল্ডেন ডাক। অবশেষে রানে ফিরলেন সূর্যকুমার যাদব। কেকেআরের বিরুদ্ধে ২৫ বলে ৪৩ রানের ইনিংস। (ছবি : আইপিএল)

5 / 7
শনিবার লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংস ম্যাচও রুদ্ধশ্বাস হয়। শেষ অবধি জেতে পঞ্জাব। তবে অভিষেকেই নজর কাড়েন লখনউ সুপার জায়ান্টসের পেসার যুধবীর সিং। ৩ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট। (ছবি : আইপিএল)

শনিবার লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংস ম্যাচও রুদ্ধশ্বাস হয়। শেষ অবধি জেতে পঞ্জাব। তবে অভিষেকেই নজর কাড়েন লখনউ সুপার জায়ান্টসের পেসার যুধবীর সিং। ৩ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট। (ছবি : আইপিএল)

6 / 7
ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে আইপিএল অভিষেক আরসিবি পেসার বিজয়কুমার বিশাখের। প্রথম ম্যাচেই নজর কাড়লেন। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট নেন বিশাখ। (ছবি : আইপিএল)

ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে আইপিএল অভিষেক আরসিবি পেসার বিজয়কুমার বিশাখের। প্রথম ম্যাচেই নজর কাড়লেন। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট নেন বিশাখ। (ছবি : আইপিএল)

7 / 7