Calcutta Football League: লিগের ম্যাচে চরম অব্যবস্থার শিকার খিদিরপুর, আইএফএর বিরুদ্ধে ক্ষোভ

Kidderpore FC: কলকাতা লিগে চরম অব্যবস্থার শিকার খিদিরপুর ফুটবল ক্লাব। চুঁচুড়ায় ইস্টার্ন রেলের বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়ে পর্যাপ্ত ড্রেসিংরুম না পাওয়ার অভিযোগ খিদিরপুরের। স্থানীয় এক ক্লাবের গুমটি ঘর দেওয়া হয় খিদিরপুরকে।

| Edited By: | Updated on: Aug 20, 2023 | 3:32 PM
চলতি কলকাতা লিগে চরম অব্যবস্থার শিকার খিদিরপুর ফুটবল ক্লাব (Kidderpore FC)। এমন পরিস্থিতি একেবারেই কাম্য নয়। (ছবি-খিদিরপুর ফুটবল ক্লাব)

চলতি কলকাতা লিগে চরম অব্যবস্থার শিকার খিদিরপুর ফুটবল ক্লাব (Kidderpore FC)। এমন পরিস্থিতি একেবারেই কাম্য নয়। (ছবি-খিদিরপুর ফুটবল ক্লাব)

1 / 7
কলকাতা লিগে চুঁচুড়ায় ইস্টার্ন রেলের বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়ে পর্যাপ্ত ড্রেসিংরুম না পাওয়ার অভিযোগ খিদিরপুরের। স্থানীয় এক ক্লাবের গুমটি ঘর দেওয়া হয় খিদিরপুরকে। (ছবি-খিদিরপুর ফুটবল ক্লাব)

কলকাতা লিগে চুঁচুড়ায় ইস্টার্ন রেলের বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়ে পর্যাপ্ত ড্রেসিংরুম না পাওয়ার অভিযোগ খিদিরপুরের। স্থানীয় এক ক্লাবের গুমটি ঘর দেওয়া হয় খিদিরপুরকে। (ছবি-খিদিরপুর ফুটবল ক্লাব)

2 / 7
বড় দলের খেলা থাকলে পর্যাপ্ত ড্রেসিংরুমের ব্যবস্থা থাকে। কিন্তু ছোট দলের ম্যাচ থাকলে তেমন সুযোগ সুবিধা দেওয়া হয় না। বিভিন্ন ক্লাব প্রায়শই এমন অভিযোগ জানিয়ে থাকে। (ছবি-খিদিরপুর ফুটবল ক্লাব)

বড় দলের খেলা থাকলে পর্যাপ্ত ড্রেসিংরুমের ব্যবস্থা থাকে। কিন্তু ছোট দলের ম্যাচ থাকলে তেমন সুযোগ সুবিধা দেওয়া হয় না। বিভিন্ন ক্লাব প্রায়শই এমন অভিযোগ জানিয়ে থাকে। (ছবি-খিদিরপুর ফুটবল ক্লাব)

3 / 7
কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে তেমনই অব্যবস্থার শিকার খিদিরপুর ফুটবল ক্লাব। (ছবি-খিদিরপুর ফুটবল ক্লাব)

কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে তেমনই অব্যবস্থার শিকার খিদিরপুর ফুটবল ক্লাব। (ছবি-খিদিরপুর ফুটবল ক্লাব)

4 / 7
বাধ্য হয়ে একপ্রকার খোলা আকাশের নীচেই পোশাক পাল্টান খিদিরপুর ফুটবল ক্লাবের ফুটবলাররা। (ছবি-খিদিরপুর ফুটবল ক্লাব)

বাধ্য হয়ে একপ্রকার খোলা আকাশের নীচেই পোশাক পাল্টান খিদিরপুর ফুটবল ক্লাবের ফুটবলাররা। (ছবি-খিদিরপুর ফুটবল ক্লাব)

5 / 7
অন্যদিকে ইস্টার্ন রেলের জন্য দেওয়া হয় পর্যাপ্ত মানের ড্রেসিংরুম। অভিযোগ খিদিরপুরের। এর ফলে আইএফএর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন খিদিরপুর কর্তা অমিতাভ বিশ্বাস। (ছবি-খিদিরপুর ফুটবল ক্লাব)

অন্যদিকে ইস্টার্ন রেলের জন্য দেওয়া হয় পর্যাপ্ত মানের ড্রেসিংরুম। অভিযোগ খিদিরপুরের। এর ফলে আইএফএর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন খিদিরপুর কর্তা অমিতাভ বিশ্বাস। (ছবি-খিদিরপুর ফুটবল ক্লাব)

6 / 7
কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের বি গ্রুপের পয়েন্ট টেবলের তৃতীয় স্থানে থাকা খিদিরপুর ক্লাব ৯ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট পেয়েছে। (ছবি-খিদিরপুর ফুটবল ক্লাব)

কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের বি গ্রুপের পয়েন্ট টেবলের তৃতীয় স্থানে থাকা খিদিরপুর ক্লাব ৯ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট পেয়েছে। (ছবি-খিদিরপুর ফুটবল ক্লাব)

7 / 7
Follow Us: