Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Carlos Alcaraz: ঘাসের কোর্টেই শুধু নয়, কুড়িতেই প্রেমের কোর্টে ফুল ফোটাচ্ছেন উইম্বলডনজয়ী কার্লোস আলকারাজ

Carlos Alcaraz-Maria Gonzalez: এ বারের উইম্বলডনে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ। এই প্রথম বার ঘাসের কোর্টে জিতলেন আলকারাজ। কিন্তু বছর ২০-র কার্লোস আলকারাজ শুধু ঘাসের কোর্টেই নয়, প্রেমের কোর্টেও ফুল ফোটাচ্ছেন। তাঁর বান্ধবীকে চেনেন?

| Edited By: | Updated on: Jul 18, 2023 | 9:00 AM
ঘাসের কোর্টে নোভাক জকোভিচকে হারিয়ে ২০২৩ সালে উইম্বলডন ট্রফি ছিনিয়ে নিয়েছেন স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। (ছবি-কার্লোস আলকারাজ টুইটার)

ঘাসের কোর্টে নোভাক জকোভিচকে হারিয়ে ২০২৩ সালে উইম্বলডন ট্রফি ছিনিয়ে নিয়েছেন স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। (ছবি-কার্লোস আলকারাজ টুইটার)

1 / 8
উইম্বলডন জিতে এখন লাইমলাইটে আলকারাজ। একইসঙ্গে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খোঁজ শুরু হয়ে গিয়েছে। বিশেষ খোঁজ চলছে উইম্বলডনজয়ী কার্লোস আলকারাজের বান্ধবীকে নিয়ে। (ছবি-মারিয়া গঞ্জালেজ ইন্সটাগ্রাম)

উইম্বলডন জিতে এখন লাইমলাইটে আলকারাজ। একইসঙ্গে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খোঁজ শুরু হয়ে গিয়েছে। বিশেষ খোঁজ চলছে উইম্বলডনজয়ী কার্লোস আলকারাজের বান্ধবীকে নিয়ে। (ছবি-মারিয়া গঞ্জালেজ ইন্সটাগ্রাম)

2 / 8
একাধিক ব্রিটিশ সংবাদ ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, কার্লোস আলকারাজের বান্ধবী হল তাঁর দেশেরই এক টেনিস প্লেয়ার। (ছবি-মারিয়া গঞ্জালেজ ইন্সটাগ্রাম)

একাধিক ব্রিটিশ সংবাদ ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, কার্লোস আলকারাজের বান্ধবী হল তাঁর দেশেরই এক টেনিস প্লেয়ার। (ছবি-মারিয়া গঞ্জালেজ ইন্সটাগ্রাম)

3 / 8
মাত্র ২০ বছর বয়সে ২টি গ্র্যান্ড স্লামের মালিক কার্লোস আলকারাজ। তিনি এখনও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কিছু বলেননি। কিন্তু জানা গিয়েছে স্পেনের মারিয়া গঞ্জালেজের সঙ্গে (Maria Gonzalez) প্রেম করছেন আলকারাজ। (ছবি-মারিয়া গঞ্জালেজ ইন্সটাগ্রাম)

মাত্র ২০ বছর বয়সে ২টি গ্র্যান্ড স্লামের মালিক কার্লোস আলকারাজ। তিনি এখনও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কিছু বলেননি। কিন্তু জানা গিয়েছে স্পেনের মারিয়া গঞ্জালেজের সঙ্গে (Maria Gonzalez) প্রেম করছেন আলকারাজ। (ছবি-মারিয়া গঞ্জালেজ ইন্সটাগ্রাম)

4 / 8
স্পেনের মার্সিয়ায় জন্ম আলকারাজের বান্ধবী মারিয়ার। মার্সিয়ার ক্লাবের হয়ে টেনিস খেলেন মারিয়া। (ছবি-মারিয়া গঞ্জালেজ ইন্সটাগ্রাম)

স্পেনের মার্সিয়ায় জন্ম আলকারাজের বান্ধবী মারিয়ার। মার্সিয়ার ক্লাবের হয়ে টেনিস খেলেন মারিয়া। (ছবি-মারিয়া গঞ্জালেজ ইন্সটাগ্রাম)

5 / 8
আসলে কার্লোস আলকারাজ আর মারিয়া গঞ্জালেজের প্রেমের গুঞ্জন শুরু হয়েছে এক ইন্সটাগ্রাম স্টোরি থেকে। (ছবি-মারিয়া গঞ্জালেজ ইন্সটাগ্রাম)

আসলে কার্লোস আলকারাজ আর মারিয়া গঞ্জালেজের প্রেমের গুঞ্জন শুরু হয়েছে এক ইন্সটাগ্রাম স্টোরি থেকে। (ছবি-মারিয়া গঞ্জালেজ ইন্সটাগ্রাম)

6 / 8
কার্লোস আলকারাজ তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে মারিয়াকে চুমু খাওয়ার এক ছবি শেয়ার করেছিলেন। ব্যস এরপর থেকেই অনেকে বলাবলি শুরু করেছেন মারিয়া প্রেম করছেন। (ছবি-মারিয়া গঞ্জালেজ ইন্সটাগ্রাম)

কার্লোস আলকারাজ তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে মারিয়াকে চুমু খাওয়ার এক ছবি শেয়ার করেছিলেন। ব্যস এরপর থেকেই অনেকে বলাবলি শুরু করেছেন মারিয়া প্রেম করছেন। (ছবি-মারিয়া গঞ্জালেজ ইন্সটাগ্রাম)

7 / 8
ইন্সটাগ্রামে মারিয়ার ফলোয়ার্স ১৩ হাজারের মতো। কার্লোস ও তিনি আদৌ একে অপরকে ডেট করছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে ২০-র কার্লোস এখন থেকেই তরুণীদের মনে ঝড় তুলতে শুরু করেছেন এ কথা বলাই যায়। (ছবি-মারিয়া গঞ্জালেজ ইন্সটাগ্রাম)

ইন্সটাগ্রামে মারিয়ার ফলোয়ার্স ১৩ হাজারের মতো। কার্লোস ও তিনি আদৌ একে অপরকে ডেট করছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে ২০-র কার্লোস এখন থেকেই তরুণীদের মনে ঝড় তুলতে শুরু করেছেন এ কথা বলাই যায়। (ছবি-মারিয়া গঞ্জালেজ ইন্সটাগ্রাম)

8 / 8
Follow Us: