Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঐশ্বর্য-মাধুরী… বিরাট-সচিনদের প্রিয় অভিনেত্রীর তালিকায় রয়েছেন যাঁরা

Favourite actress of Indian Cricketers: ক্রিকেট আর বলিউডের মেলবন্ধন বহু বছরের। এই প্রসঙ্গ উঠলেই মনে পড়ে মনসুর আলি খান পতৌদি আর শর্মিলা ঠাকুরের জুটির কথা। তারপর থেকে প্রচুর ক্রিকেট ও বলিউডের পাওয়ার কাপল পাওয়া গিয়েছে। তালিকায় অবশ্যই এগিয়ে রাখতে হয় বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে। এই তালিকাটা ছোট্ট নয়। রূপোলি পর্দার তারকাদের নিজেদের ঘরণী বানিয়েছেন এমন অনেক ক্রিকেটার রয়েছেন। আর তাঁদের প্রিয় অভিনেত্রী কারা?

| Updated on: Dec 28, 2023 | 8:00 AM
ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) প্রিয় অভিনেত্রী 'ধক ধক গার্ল'। এটা বলার পর আলাদা করে ৯০এর দশকের ডিভা মাধুরী দীক্ষিতের সঙ্গে পরিচয় করানোর প্রয়োজন পড়ে না। অনেকেট হার্ট থ্রব মাধুরী রয়েছেন মাস্টার ব্লাস্টারের মনেও।

ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) প্রিয় অভিনেত্রী 'ধক ধক গার্ল'। এটা বলার পর আলাদা করে ৯০এর দশকের ডিভা মাধুরী দীক্ষিতের সঙ্গে পরিচয় করানোর প্রয়োজন পড়ে না। অনেকেট হার্ট থ্রব মাধুরী রয়েছেন মাস্টার ব্লাস্টারের মনেও।

1 / 7
দেশ-বিদেশে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। বলিউড ডিভা অনুষ্কা শর্মা তাঁর স্ত্রী। অনুষ্কারও প্রচুর অনুরাগী রয়েছেন। স্ত্রী অভিনেত্রী, বিরাট তাঁর অভিনয়ের প্রশংসাও করেন। কিন্তু তাঁর প্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন।

দেশ-বিদেশে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। বলিউড ডিভা অনুষ্কা শর্মা তাঁর স্ত্রী। অনুষ্কারও প্রচুর অনুরাগী রয়েছেন। স্ত্রী অভিনেত্রী, বিরাট তাঁর অভিনয়ের প্রশংসাও করেন। কিন্তু তাঁর প্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন।

2 / 7
টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) ছয় ছক্কা আজীবন মনে রাখবে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। তাঁর স্ত্রী হ্যাজেল কিচও অভিনেত্রী। কিন্তু যুবির প্রিয় অভিনেত্রী হলেন কাজল দেবগণ।

টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) ছয় ছক্কা আজীবন মনে রাখবে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। তাঁর স্ত্রী হ্যাজেল কিচও অভিনেত্রী। কিন্তু যুবির প্রিয় অভিনেত্রী হলেন কাজল দেবগণ।

3 / 7
বিরাটের পছন্দের অভিনেত্রী ঐশ্বর্য, সচিনের প্রিয় অভিনেত্রী মাধুরী আর ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আবার রূপোলি পর্দায় করিনা কাপুর খানকে দেখতে পছন্দ করেন।

বিরাটের পছন্দের অভিনেত্রী ঐশ্বর্য, সচিনের প্রিয় অভিনেত্রী মাধুরী আর ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আবার রূপোলি পর্দায় করিনা কাপুর খানকে দেখতে পছন্দ করেন।

4 / 7
 'টিপ টিপ বরসা পানি'... এই গান বললেই ভেসে ওঠে রবিনা ট্যান্ডনের ছবি। ওই গানে ভেজা শরীরে রবিনার নাচ এখনও দর্শকদের পাগল করার ক্ষমতা রাখে। ভারতীয় কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) প্রিয় অভিনেত্রী হলেন সেই রবিনা ট্যান্ডন।

'টিপ টিপ বরসা পানি'... এই গান বললেই ভেসে ওঠে রবিনা ট্যান্ডনের ছবি। ওই গানে ভেজা শরীরে রবিনার নাচ এখনও দর্শকদের পাগল করার ক্ষমতা রাখে। ভারতীয় কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) প্রিয় অভিনেত্রী হলেন সেই রবিনা ট্যান্ডন।

5 / 7
বিরাট কোহলির মতো লোকেশ রাহুলের (KL Rahul) স্ত্রী-ও অভিনেত্রী। আথিয়া শেট্টি অভিনয়ের সঙ্গে যুক্ত থাকার পরও লোকেশ রাহুলের প্রিয় অভিনেত্রী তিনি নন। রিপোর্ট অনুযায়ী, ভারতের উইকেটকিপার ব্যাটার রাহুলের প্রিয় অভিনেত্রী হলেন শ্রদ্ধা কাপুর।

বিরাট কোহলির মতো লোকেশ রাহুলের (KL Rahul) স্ত্রী-ও অভিনেত্রী। আথিয়া শেট্টি অভিনয়ের সঙ্গে যুক্ত থাকার পরও লোকেশ রাহুলের প্রিয় অভিনেত্রী তিনি নন। রিপোর্ট অনুযায়ী, ভারতের উইকেটকিপার ব্যাটার রাহুলের প্রিয় অভিনেত্রী হলেন শ্রদ্ধা কাপুর।

6 / 7
ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিংয়ের (Harbhajan Singh) স্ত্রী গীতা বসরাও ছিলেন অভিনেত্রী। অবশ্য বিয়ের পর তিনি আর সিনে জগতের সঙ্গে যুক্ত নন। রিপোর্ট বলছে ভাজ্জির প্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে।

ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিংয়ের (Harbhajan Singh) স্ত্রী গীতা বসরাও ছিলেন অভিনেত্রী। অবশ্য বিয়ের পর তিনি আর সিনে জগতের সঙ্গে যুক্ত নন। রিপোর্ট বলছে ভাজ্জির প্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে।

7 / 7
Follow Us: