Poila Baishakh: নববর্ষে দুই প্রধানের বারপুজো, রইল বিশেষ মুহূর্তের ছবি
Mohun Bagan-East Bengal: প্রতি বছরের মতো এ বছরও পয়লা বৈশাখে ময়দানের দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাবে বার পুজো হল। সেই উপলক্ষ্যে দুই ক্লাবের সদস্য, কর্তা এবং সমর্থকরা হাজির ছিলেন। প্রথা মেনে বার পুজো হওয়ার পর সকলে পেট পুজোও করেছেন।
Most Read Stories