MS Dhoni: ভ্যাকেশন মোড অন! বছর শেষে ছুটি কাটাতে কোথায় গেলেন ধোনি?

IPL 2024 Auction: আর ৬ দিন পর দুবাইতে বসবে আইপিএলের মিনি নিলামের আসর। তার আগে মরুশহরে পাড়ি দিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অবশ্য তিনি দুবাইতে একা যাননি। সঙ্গে গিয়েছেন স্ত্রী সাক্ষী সিং এবং তাঁর অন্যান্য কয়েকজন বন্ধু। দিনকয়েক আগে শোনা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনি দুবাইতে হতে চলা নিলামেও যোগ দেবেন। এ বার দেখার ছুটি কাটিয়ে ১৯ ডিসেম্বরের আগে ধোনি দেশে ফিরবেন, নাকি নিলাম টেবলে তাঁকে দেখা যাবে।

| Edited By: | Updated on: Dec 12, 2023 | 7:44 PM
 ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বরাবর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে থাকেন। তাঁর অনুরাগীদের সংখ্যা অগনিত। ধোনি কখন কী করেন, কোথায় যান প্রতিমুহূর্তে সেই সময় আপডেট চলে আসে নেটদুনিয়ায়। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বরাবর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে থাকেন। তাঁর অনুরাগীদের সংখ্যা অগনিত। ধোনি কখন কী করেন, কোথায় যান প্রতিমুহূর্তে সেই সময় আপডেট চলে আসে নেটদুনিয়ায়। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

1 / 8
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মহেন্দ্র সিং ধোনির কয়েকটি ছবি ভাইরাল। যেখানে দেখা গিয়েছে একটি বিমানের মধ্যে রয়েছেন তিনি, সাক্ষী ও তাঁর কয়েকজন বন্ধু। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মহেন্দ্র সিং ধোনির কয়েকটি ছবি ভাইরাল। যেখানে দেখা গিয়েছে একটি বিমানের মধ্যে রয়েছেন তিনি, সাক্ষী ও তাঁর কয়েকজন বন্ধু। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

2 / 8
ধোনির স্ত্রী সাক্ষী তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে এই ছবি শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে তিনি লেখেন, 'হ্যাপি হলিডে'। ছবিতে বেশ হাসিমুখে দেখা যায় ধোনি-সাক্ষী ও তাঁদের বন্ধুদের।  (ছবি-সাক্ষী সিং ইনস্টাগ্রাম স্টোরি)

ধোনির স্ত্রী সাক্ষী তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে এই ছবি শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে তিনি লেখেন, 'হ্যাপি হলিডে'। ছবিতে বেশ হাসিমুখে দেখা যায় ধোনি-সাক্ষী ও তাঁদের বন্ধুদের। (ছবি-সাক্ষী সিং ইনস্টাগ্রাম স্টোরি)

3 / 8
ধোনিপত্নী সাক্ষী ইন্সটাগ্রামে জানিয়েছেন, তাঁদের হলিডে ডেস্টিনেশন কোথায়। আসলে ধোনি-সাক্ষীরা দুবাইতে গিয়েছেন। সেখানকার রাস্তার এক ছবি শেয়ার করে লিখেছেন, 'ব্যাক এগেইন।' (ছবি-সাক্ষী সিং ইনস্টাগ্রাম স্টোরি)

ধোনিপত্নী সাক্ষী ইন্সটাগ্রামে জানিয়েছেন, তাঁদের হলিডে ডেস্টিনেশন কোথায়। আসলে ধোনি-সাক্ষীরা দুবাইতে গিয়েছেন। সেখানকার রাস্তার এক ছবি শেয়ার করে লিখেছেন, 'ব্যাক এগেইন।' (ছবি-সাক্ষী সিং ইনস্টাগ্রাম স্টোরি)

4 / 8
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আগামী কয়েকদিনের ঠিকানা দুবাইয়ের পাম জুমেইরাহ। এটি সংযুক্ত আরব আমিরশাহীর একটি কৃত্রিম দ্বীপপুঞ্জ। সাক্ষী তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে হোটেলের একটি ঝলকের সঙ্গে এই জায়গাটির নাম তুলে ধরেছেন। (ছবি-সাক্ষী সিং ইনস্টাগ্রাম স্টোরি)

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আগামী কয়েকদিনের ঠিকানা দুবাইয়ের পাম জুমেইরাহ। এটি সংযুক্ত আরব আমিরশাহীর একটি কৃত্রিম দ্বীপপুঞ্জ। সাক্ষী তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে হোটেলের একটি ঝলকের সঙ্গে এই জায়গাটির নাম তুলে ধরেছেন। (ছবি-সাক্ষী সিং ইনস্টাগ্রাম স্টোরি)

5 / 8
দুবাইয়ের পাম জুমেইরাহের এক জনপ্রিয় রেস্তোরাঁ সুশিসাম্বা। সেখানে নৈশভোজের জন্য গিয়েছিলেন ধোনি-সাক্ষী এবং তাঁদের বন্ধুরা। তার ঝলকও মিলেছে সাক্ষীর ইন্সটাগ্রাম স্টোরিতে। (ছবি-সাক্ষী সিং ইনস্টাগ্রাম স্টোরি)

দুবাইয়ের পাম জুমেইরাহের এক জনপ্রিয় রেস্তোরাঁ সুশিসাম্বা। সেখানে নৈশভোজের জন্য গিয়েছিলেন ধোনি-সাক্ষী এবং তাঁদের বন্ধুরা। তার ঝলকও মিলেছে সাক্ষীর ইন্সটাগ্রাম স্টোরিতে। (ছবি-সাক্ষী সিং ইনস্টাগ্রাম স্টোরি)

6 / 8
সোশ্যাল মিডিয়া মারফত জানা গিয়েছে দুবাইতে বন্ধুর জন্মদিন পালনের জন্য গিয়েছেন ধোনি। আইপিএল-২০২৪ মরসুম শুরু হওয়ার আগের সময়টা নিজের মতো করে উপভোগ করছেন ধোনি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

সোশ্যাল মিডিয়া মারফত জানা গিয়েছে দুবাইতে বন্ধুর জন্মদিন পালনের জন্য গিয়েছেন ধোনি। আইপিএল-২০২৪ মরসুম শুরু হওয়ার আগের সময়টা নিজের মতো করে উপভোগ করছেন ধোনি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

7 / 8
সময়-সুযোগ পেলেই দুবাইতে চলে যান ধোনি। আপাতত ধোনি নিজেকে আইপিএল-২০২৪ এর জন্য নিজেকে তৈরি করছেন। তার মাঝে সময় পেলে ঘুরতে বেড়িয়ে পড়ছেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

সময়-সুযোগ পেলেই দুবাইতে চলে যান ধোনি। আপাতত ধোনি নিজেকে আইপিএল-২০২৪ এর জন্য নিজেকে তৈরি করছেন। তার মাঝে সময় পেলে ঘুরতে বেড়িয়ে পড়ছেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

8 / 8
Follow Us: