MS Dhoni: ভ্যাকেশন মোড অন! বছর শেষে ছুটি কাটাতে কোথায় গেলেন ধোনি?
IPL 2024 Auction: আর ৬ দিন পর দুবাইতে বসবে আইপিএলের মিনি নিলামের আসর। তার আগে মরুশহরে পাড়ি দিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অবশ্য তিনি দুবাইতে একা যাননি। সঙ্গে গিয়েছেন স্ত্রী সাক্ষী সিং এবং তাঁর অন্যান্য কয়েকজন বন্ধু। দিনকয়েক আগে শোনা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনি দুবাইতে হতে চলা নিলামেও যোগ দেবেন। এ বার দেখার ছুটি কাটিয়ে ১৯ ডিসেম্বরের আগে ধোনি দেশে ফিরবেন, নাকি নিলাম টেবলে তাঁকে দেখা যাবে।
Most Read Stories