Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: ভিন্টেজ বাইক নিয়ে রাস্তায় বেরোতে ভয় পান মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনির বাইকপ্রীতি কারও অজানা নয়। সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে গিয়ে নিজের বাইক নিয়ে বলতে গিয়ে জানান, তাঁর ১০০-র বেশি বাইক রয়েছে। কিন্তু সবগুলোর অবস্থা ভালো নয়। একইসঙ্গে তিনি জানান ভিন্টেজ বাইক নিয়ে রাস্তায় বেরোতে তিনি ভয় পান। কারণ জানেন?

| Updated on: Oct 29, 2024 | 8:39 PM
ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাইক প্রেমের কথা তাঁর অনুরাগীদের অজানা নয়। তাঁর কৈলাশপতি ফার্মহাউসে প্রচুর বাইক রয়েছে। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাইক প্রেমের কথা তাঁর অনুরাগীদের অজানা নয়। তাঁর কৈলাশপতি ফার্মহাউসে প্রচুর বাইক রয়েছে। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

1 / 8
ধোনির অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, তিনি কী তাঁর সব বাইক গুলো চালান। এ বার এক অনুষ্ঠানে সে কথা জানিয়েছেন স্বয়ং মাহি। একইসঙ্গে জানিয়েছেন ভিন্টেজ বাইক নিয়ে বেরোতে তিনি ভয় পান। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

ধোনির অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, তিনি কী তাঁর সব বাইক গুলো চালান। এ বার এক অনুষ্ঠানে সে কথা জানিয়েছেন স্বয়ং মাহি। একইসঙ্গে জানিয়েছেন ভিন্টেজ বাইক নিয়ে বেরোতে তিনি ভয় পান। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

2 / 8
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের বাইক নিয়ে বলতে গিয়ে জানান, তাঁর ১০০-র বেশি বাইক রয়েছে। কিন্তু তার মধ্যে সবগুলোর অবস্থা ভালো নয়। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের বাইক নিয়ে বলতে গিয়ে জানান, তাঁর ১০০-র বেশি বাইক রয়েছে। কিন্তু তার মধ্যে সবগুলোর অবস্থা ভালো নয়। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

3 / 8
ধোনি জানান, করোনা কালে নিজের বাইকগুলোর সঙ্গে অনেক বেশি সময় কাটাতে পেরেছিলেন। এরপরই তিনি বলেন, 'যে বাইকগুলোর ব্যাপারে আমি জানি, তেমন ২৫-৩০টা বাইককে সারাই। চালানোর অবস্থায় নিয়ে আসি।' (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

ধোনি জানান, করোনা কালে নিজের বাইকগুলোর সঙ্গে অনেক বেশি সময় কাটাতে পেরেছিলেন। এরপরই তিনি বলেন, 'যে বাইকগুলোর ব্যাপারে আমি জানি, তেমন ২৫-৩০টা বাইককে সারাই। চালানোর অবস্থায় নিয়ে আসি।' (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

4 / 8
মাহির কথায়, 'সেই সময় বাইকের বিভিন্ন অংশের ডেলিভারি হচ্ছিল না। এরপর আমি যখন দেখি বাইকগুলোর ইঞ্জিন ঠিক অবস্থায় পৌঁছে গিয়েছে, সেই সময় ওগুলোর কিছু কসমেটিক বদলের কথা ভাবি।' (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

মাহির কথায়, 'সেই সময় বাইকের বিভিন্ন অংশের ডেলিভারি হচ্ছিল না। এরপর আমি যখন দেখি বাইকগুলোর ইঞ্জিন ঠিক অবস্থায় পৌঁছে গিয়েছে, সেই সময় ওগুলোর কিছু কসমেটিক বদলের কথা ভাবি।' (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

5 / 8
সিএসকের প্রাক্তন ক্যাপ্টেন ধোনি জানান, করোনার সময় তিনি বেশ কয়েকটা বাইকের ভোলবদল করেন। আর এখন তিনি প্রায় ৩৫ টার মতো বাইক চালান।  (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

সিএসকের প্রাক্তন ক্যাপ্টেন ধোনি জানান, করোনার সময় তিনি বেশ কয়েকটা বাইকের ভোলবদল করেন। আর এখন তিনি প্রায় ৩৫ টার মতো বাইক চালান। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

6 / 8
এরপরই ধোনি বলেন, 'ভিন্টেজ বাইক চালানোর খারাপ অভিজ্ঞতা হয়েছে। বেশ কয়েকবার বাইক ধাক্কা দিতে হয়েছে। তাই ভয় হয় যদি বাইক খারাপ হয়ে যায় রাস্তায় তা হলে কী করব।'(ছবি-সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

এরপরই ধোনি বলেন, 'ভিন্টেজ বাইক চালানোর খারাপ অভিজ্ঞতা হয়েছে। বেশ কয়েকবার বাইক ধাক্কা দিতে হয়েছে। তাই ভয় হয় যদি বাইক খারাপ হয়ে যায় রাস্তায় তা হলে কী করব।'(ছবি-সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

7 / 8
 মাঝে মাঝেই ধোনিকে রাঁচির রাস্তায় ভিন্টেজ বাইক নিয়ে ঘুরতে দেখা যায়। তা নিয়ে ধোনি বলেন, টযে ভিন্টেজ বাইকগুলোর অবস্থা ভালো রয়েছে, আমি সেগুলো নিয়ে মাঝে মাঝে রাস্তায় বেরোই।' (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

মাঝে মাঝেই ধোনিকে রাঁচির রাস্তায় ভিন্টেজ বাইক নিয়ে ঘুরতে দেখা যায়। তা নিয়ে ধোনি বলেন, টযে ভিন্টেজ বাইকগুলোর অবস্থা ভালো রয়েছে, আমি সেগুলো নিয়ে মাঝে মাঝে রাস্তায় বেরোই।' (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

8 / 8
Follow Us: