Mukesh Kumar: দাদার শালিতে মজল মন, মুকেশের প্রেমকাহিনি ফাঁস

Mukesh Kumar Love Story: বিয়ের তারিখ আগে থেকে ঠিক ছিল। তাই সেই নির্ধারিত দিনেই দীর্ঘদিনের বান্ধবী দিব্যা সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন মুকেশ কুমার। ওডিআই বিশ্বকাপের পর দেশের মাটিতে হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলার সুযোগ পেয়েছিলেন মুকেশ কুমার। সিরিজের প্রথম ২ ম্যাচের পর বাড়ি ফিরে গিয়েছিলেন মুকেশ। বিয়ের পর আবার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগে জাতীয় দলের ডিউটিতে ফেরেন মুকেশ। সিরিজ জয়ের পর মুকেশের রিসেপশন হয়েছে। সেখানেই তিনি জানিয়েছেন তাঁর প্রেমকাহিনি।

| Edited By: | Updated on: Dec 05, 2023 | 5:51 PM
দীর্ঘদিনের বান্ধবী দিব্যা সিংয়ের (Divya Singh) সঙ্গে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ২৮ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মুকেশ কুমার (Mukesh Kumar)। অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথে বিয়ের জন্য ছুটি নিয়ে মুকেশ কুমার দেশে ফিরেছিলেন।

দীর্ঘদিনের বান্ধবী দিব্যা সিংয়ের (Divya Singh) সঙ্গে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ২৮ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মুকেশ কুমার (Mukesh Kumar)। অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথে বিয়ের জন্য ছুটি নিয়ে মুকেশ কুমার দেশে ফিরেছিলেন।

1 / 8
বিয়ের পরই তড়িঘড়ি মুকেশ জাতীয় দলের ডিউটিতে ফেরেন। নভেম্বরের শেষে বিহারের ছাপরার বাসিন্দা দিব্যা সিংয়ের সঙ্গে নতুন জীবনের ইনিংস শুরু করলেও ওই সময় মুকেশ কুমারের রিসেপশন হয়নি।

বিয়ের পরই তড়িঘড়ি মুকেশ জাতীয় দলের ডিউটিতে ফেরেন। নভেম্বরের শেষে বিহারের ছাপরার বাসিন্দা দিব্যা সিংয়ের সঙ্গে নতুন জীবনের ইনিংস শুরু করলেও ওই সময় মুকেশ কুমারের রিসেপশন হয়নি।

2 / 8
এ বার বিহারের সদরব্লকের কাকরকুণ্ড গ্রামে মুকেশ কুমার ও দিব্যা সিংয়ের এলাহি রিসেপশন হল। আর সেখানেই মুকেশ কুমার শুনিয়েছেন তাঁর প্রেমের গল্প।

এ বার বিহারের সদরব্লকের কাকরকুণ্ড গ্রামে মুকেশ কুমার ও দিব্যা সিংয়ের এলাহি রিসেপশন হল। আর সেখানেই মুকেশ কুমার শুনিয়েছেন তাঁর প্রেমের গল্প।

3 / 8
ঠিক কীভাবে দিব্যা সিংয়ের প্রেমে পড়েছিলেন মুকেশ কুমার? রিসেপশনের দিন মিডিয়াকে মুকেশ কুমার জানান, দিব্যাকে প্রথম দেখেই প্রেমে পড়েছিলেন মুকেশ। তখন শুরু হয়েছিল তাঁর জীবনের প্রথম ইনিংস। মুকেশের কথায়, যাঁর সঙ্গে প্রেম করেছেন, তাঁকেই বিয়ে করে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন তিনি।

ঠিক কীভাবে দিব্যা সিংয়ের প্রেমে পড়েছিলেন মুকেশ কুমার? রিসেপশনের দিন মিডিয়াকে মুকেশ কুমার জানান, দিব্যাকে প্রথম দেখেই প্রেমে পড়েছিলেন মুকেশ। তখন শুরু হয়েছিল তাঁর জীবনের প্রথম ইনিংস। মুকেশের কথায়, যাঁর সঙ্গে প্রেম করেছেন, তাঁকেই বিয়ে করে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন তিনি।

4 / 8
৪ বছর ধরে দিব্যা সিংয়ের সঙ্গে প্রেম করার পর মুকেশ কুমার জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। ভারতের পেসার মুকেশ কুমারের পূর্বপরিচিত দিব্যা সিং।

৪ বছর ধরে দিব্যা সিংয়ের সঙ্গে প্রেম করার পর মুকেশ কুমার জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। ভারতের পেসার মুকেশ কুমারের পূর্বপরিচিত দিব্যা সিং।

5 / 8
আসলে বিহারের দিব্যা সিং ভারতের পেসার মুকেশ কুমারের দাদার শাল্যিকা। এক পারিবারিক অনুষ্ঠানে দাদার শাল্যিকার সঙ্গে প্রথম আলাপ হয় মুকেশের।

আসলে বিহারের দিব্যা সিং ভারতের পেসার মুকেশ কুমারের দাদার শাল্যিকা। এক পারিবারিক অনুষ্ঠানে দাদার শাল্যিকার সঙ্গে প্রথম আলাপ হয় মুকেশের।

6 / 8
ধীরে ধীরে মুকেশ ও দিব্যার বন্ধুত্ব হয়। তা থেকে প্রেম। এ বার সেই প্রেমই পরিণতি পেল। মুকেশ বেজায় খুশি। প্রিয় মানুষকে জীবনসঙ্গী করতে পারায়।

ধীরে ধীরে মুকেশ ও দিব্যার বন্ধুত্ব হয়। তা থেকে প্রেম। এ বার সেই প্রেমই পরিণতি পেল। মুকেশ বেজায় খুশি। প্রিয় মানুষকে জীবনসঙ্গী করতে পারায়।

7 / 8
ধুমধাম করে মুকেশ ও দিব্যার বিয়ে এবং রিসেপশন হয়েছে। নেটদুনিয়ায় মুকেশের হলদি থেকে বিয়ে, রিসেপশন এবং বিয়ের পর এক মন্দিরে পুজো দিতে যাওয়ার ছবি-ভিডিয়ো ভাইরাল হয়েছে।

ধুমধাম করে মুকেশ ও দিব্যার বিয়ে এবং রিসেপশন হয়েছে। নেটদুনিয়ায় মুকেশের হলদি থেকে বিয়ে, রিসেপশন এবং বিয়ের পর এক মন্দিরে পুজো দিতে যাওয়ার ছবি-ভিডিয়ো ভাইরাল হয়েছে।

8 / 8
Follow Us: