Most 90s in Cricket: আনলাকি ‘৯০’! ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি মিস…
Indian Cricket Stats: বীরেন্দ্র সেওয়াগের নিয়মটাই যেন ঠিক ছিল, তাই না! ৯৪ হোক বা ১৯৪। স্টেপ আউট করতে পিছপা হতেন না। এর কারণও ব্য়াখ্যা করেছিলেন। সেঞ্চুরি কিংবা ডাবল সেঞ্চুরি পূর্ণ করতে যত বেশি ডেলিভারি খেলবেন, আউট হওয়ার সম্ভাবনাও ততই বাড়বে। তার চেয়ে যদি একটা ছয় মারেন, দুটো সম্ভাবনাই রয়েছে। হয় ছয়ে সেঞ্চুরি পূর্ণ হবে নয়তো আউট হবেন। এক বলেই ফয়সালা। দেখে নেওয়া যাক আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ৯০-র ঘরে কারা আউট হয়েছেন।
Most Read Stories