Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ruturaj Gaikwad : ‘পিচ থেকে বিয়ের পিঁড়ি’, উৎকর্ষার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু ঋতুরাজের

Ruturaj Gaikwad-Utkarsha Pawar : সাতপাকে বাঁধা পড়লেন সিএসকের তারকা ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও মহারাষ্ট্র মহিলা দলের ক্রিকেটার উৎকর্ষা পাওয়ার। ৩ জুন, অর্থাৎ শনিবার মহাবালেশ্বরের একটি রিসর্টে জীবনের নতুন ইনিংস শুরু করলেন ঋতু ও উৎকর্ষা। তাঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

| Edited By: | Updated on: Jun 04, 2023 | 8:33 AM
অবশেষে এল সেই দিন। ৩ জুন, শনিবার সিএসকের তারকা ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ও মহারাষ্ট্র মহিলা দলের ক্রিকেটার উৎকর্ষা পাওয়ারের (Utkarsha Pawar) চারহাত এক হল। (ছবি-ঋতুরাজ গায়কোয়াড় ইন্সটাগ্রাম)

অবশেষে এল সেই দিন। ৩ জুন, শনিবার সিএসকের তারকা ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ও মহারাষ্ট্র মহিলা দলের ক্রিকেটার উৎকর্ষা পাওয়ারের (Utkarsha Pawar) চারহাত এক হল। (ছবি-ঋতুরাজ গায়কোয়াড় ইন্সটাগ্রাম)

1 / 8
মহাবালেশ্বরের একটি রিসর্টে জীবনের নতুন ইনিংস শুরু করলেন ঋতু ও উৎকর্ষা। ভারতীয় ক্রিকেটের নয়া 'পাওয়ার কাপল'-এর বিয়ের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। (ছবি-ঋতুরাজ গায়কোয়াড় ইন্সটাগ্রাম)

মহাবালেশ্বরের একটি রিসর্টে জীবনের নতুন ইনিংস শুরু করলেন ঋতু ও উৎকর্ষা। ভারতীয় ক্রিকেটের নয়া 'পাওয়ার কাপল'-এর বিয়ের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। (ছবি-ঋতুরাজ গায়কোয়াড় ইন্সটাগ্রাম)

2 / 8
বিয়ের পর ইনস্টাগ্রামে জীবনের বিশেষ মুহূর্তের একাধিক ছবি পোস্ট করে ঋতুরাজ লেখেন, 'পিচ থেকে বিয়ের পিঁড়ি, আমাদের যাত্রা শুরু হল।' একইসঙ্গে ঋতু ‘#whatamatch’ ও লিখেছিলেন। সঙ্গে ছিল একটি ব্যাট এবং বলের ইমোজি। (ছবি-ঋতুরাজ গায়কোয়াড় ইন্সটাগ্রাম)

বিয়ের পর ইনস্টাগ্রামে জীবনের বিশেষ মুহূর্তের একাধিক ছবি পোস্ট করে ঋতুরাজ লেখেন, 'পিচ থেকে বিয়ের পিঁড়ি, আমাদের যাত্রা শুরু হল।' একইসঙ্গে ঋতু ‘#whatamatch’ ও লিখেছিলেন। সঙ্গে ছিল একটি ব্যাট এবং বলের ইমোজি। (ছবি-ঋতুরাজ গায়কোয়াড় ইন্সটাগ্রাম)

3 / 8
ইন্সটাগ্রামে ঋতুরাজের বিয়ের ছবি শেয়ার করা ওই পোস্টটিতে শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, দেবদত্ত পাড়িক্কাল, রশিদ খান, দীপক চাহার, অর্শদীপ সিংরা শুভেচ্ছাবার্তা দিয়েছেন। (ছবি-ঋতুরাজ গায়কোয়াড় ইন্সটাগ্রাম)

ইন্সটাগ্রামে ঋতুরাজের বিয়ের ছবি শেয়ার করা ওই পোস্টটিতে শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, দেবদত্ত পাড়িক্কাল, রশিদ খান, দীপক চাহার, অর্শদীপ সিংরা শুভেচ্ছাবার্তা দিয়েছেন। (ছবি-ঋতুরাজ গায়কোয়াড় ইন্সটাগ্রাম)

4 / 8
মহারাষ্ট্রের চিরাচরিত প্রথা মেনে বিয়ে করেছেন ঋতুরাজ ও উৎকর্ষা। তাঁরা বিয়েতে টুইনিং পোশাক পরেছিলেন। বিয়ের সময় সবুজ রঙের শাড়ি পরেছিলেন উৎকর্ষা। হালকা ক্রিম রঙের কুর্তা পরেছিলেন ঋতুরাজ। তাঁর পাগড়ি ছিল সবুজ রঙের। (ছবি-ঋতুরাজ গায়কোয়াড় ইন্সটাগ্রাম)

মহারাষ্ট্রের চিরাচরিত প্রথা মেনে বিয়ে করেছেন ঋতুরাজ ও উৎকর্ষা। তাঁরা বিয়েতে টুইনিং পোশাক পরেছিলেন। বিয়ের সময় সবুজ রঙের শাড়ি পরেছিলেন উৎকর্ষা। হালকা ক্রিম রঙের কুর্তা পরেছিলেন ঋতুরাজ। তাঁর পাগড়ি ছিল সবুজ রঙের। (ছবি-ঋতুরাজ গায়কোয়াড় ইন্সটাগ্রাম)

5 / 8
ঋতুরাজ ও উৎকর্ষাকে ফটোশুটের সময় সাদা পোশাকে দেখা গিয়েছে। ঋতুরাজ জানিয়েছেন তাঁর পোশাক ডিজাইন করেছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রা। আর উৎকর্ষার পোশাক Pallod Creations এর তৈরি। (ছবি-ঋতুরাজ গায়কোয়াড় ইন্সটাগ্রাম)

ঋতুরাজ ও উৎকর্ষাকে ফটোশুটের সময় সাদা পোশাকে দেখা গিয়েছে। ঋতুরাজ জানিয়েছেন তাঁর পোশাক ডিজাইন করেছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রা। আর উৎকর্ষার পোশাক Pallod Creations এর তৈরি। (ছবি-ঋতুরাজ গায়কোয়াড় ইন্সটাগ্রাম)

6 / 8
ঋতুরাজ ব্যাটার আর উৎকর্ষা অলরাউন্ডার। তাই এই ভারতীয় ক্রিকেটের নতুন পাওয়ার কাপলকে নিয়ে জোর চর্চা চলছে। (ছবি-ঋতুরাজ গায়কোয়াড় ইন্সটাগ্রাম)

ঋতুরাজ ব্যাটার আর উৎকর্ষা অলরাউন্ডার। তাই এই ভারতীয় ক্রিকেটের নতুন পাওয়ার কাপলকে নিয়ে জোর চর্চা চলছে। (ছবি-ঋতুরাজ গায়কোয়াড় ইন্সটাগ্রাম)

7 / 8
ঋতুরাজ ও উৎকর্ষার বিয়েতে সস্ত্রীক হাজির হয়েছিলেন শিবম দুবে। সোশ্যাল মিডিয়ায় ঋতু ও উৎকর্ষার সঙ্গে ছবি পোস্ট করে শিবম শুভেচ্ছাবার্তাও দিয়েছেন। (ছবি-শিবম দুবে ইন্সটাগ্রাম)

ঋতুরাজ ও উৎকর্ষার বিয়েতে সস্ত্রীক হাজির হয়েছিলেন শিবম দুবে। সোশ্যাল মিডিয়ায় ঋতু ও উৎকর্ষার সঙ্গে ছবি পোস্ট করে শিবম শুভেচ্ছাবার্তাও দিয়েছেন। (ছবি-শিবম দুবে ইন্সটাগ্রাম)

8 / 8
Follow Us:
নয়া এপিক নম্বর, বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর
নয়া এপিক নম্বর, বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর
'বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল', কেন বললেন বিজেপির রাজ্য সভাপতি?
'বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল', কেন বললেন বিজেপির রাজ্য সভাপতি?
৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
"আমার কাছে রোগী আগে", দশদিনের 'বেডরেস্ট' ছাড়া কিছু ভাবতেই পারছেন না
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
বুদ্ধদেবকে 'শাসকশ্রেণীর বিশ্বস্ত কুকুর' হিসেবে কটাক্ষ!
বুদ্ধদেবকে 'শাসকশ্রেণীর বিশ্বস্ত কুকুর' হিসেবে কটাক্ষ!
হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!
হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!
ভূত ধরতে গিয়ে কেলেঙ্কারি, কাউন্সিলরকে ঘিরে ধরল মৃত ভোটাররা!
ভূত ধরতে গিয়ে কেলেঙ্কারি, কাউন্সিলরকে ঘিরে ধরল মৃত ভোটাররা!
হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে শুধু মহাদেবের!
হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে শুধু মহাদেবের!