Sachin and Arjun Tendulkar: কোটিপতি লিগের বাবা-ছেলে জুটি, আইপিএল পেল দ্বিতীয় তেন্ডুলকর
Mumbai Indians, IPL 2023: বাবার পথ অনুসরণ করে বছর তিনেক আগে মুম্বই ইন্ডিয়ান্স দলে নাম লিখিয়েছিলেন Arjun Tendulkar। তারপর যেন অনন্ত অপেক্ষা। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে অর্জুনকে খেলতে দেখার অপেক্ষার অবসান ঘটেছে ২০২৩ সালের ১৬ এপ্রিল। আইপিএলে মুম্বইয়ের হয়ে সচিনের অভিষেকের পাক্কা ১৫ বছর ২ দিন পর মুম্বইয়ের হয়ে অর্জুন নামলেন মাঠে। সচিন প্রথম বার এমআই-এর হয়ে খেলেছিলেন ২০০৮ সালের ১৪ এপ্রিল।
Most Read Stories