Ganesh Chaturthi 2023: বাড়িতে এলেন গণপতি বাপ্পা, পুজোয় মগ্ন সচিন-মায়াঙ্ক-শিখররা
Indian cricketers celebrating Ganesh Chaturthi: গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি মরিয়া... পঞ্জিকা অনুযায়ী, আজ ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হল দেশের অন্যতম বড় উত্সব ও হিন্দুদের অন্য়তম মহা উত্সব গণেশ চতুর্থী। আজ থেকে আগামী দশদিন (২৯ সেপ্টেম্বর অবধি) ধরে চলবে গণেশ চতুর্থী। ভারতের একাধিক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা নিজের বাড়িতে গণেশ চতুর্থী পালন করছেন। সোশ্যাল মিডিয়ায় সচিন তেন্ডুলকর থেকে মায়াঙ্ক আগরওয়াল বাড়িতে গণেশ পুজোর ছবি তুলে ধরেছেন।
Most Read Stories