Inter Miami: নতুন বছরে পুরনো বন্ধুর সঙ্গে মায়ামিতে খেলবেন মেসি

Lionel Messi-Luiz Suarez: আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির টানে ইন্টার মায়ামিতে (Inter Miami) এক এক করে আসছেন তারকারা। মেসির প্রাক্তন বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ যোগ দিলেন ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামিতে। ফলে নতুন বছরে আরও এক পুরনো বন্ধুর সঙ্গে খেলতে দেখা যাবে লিওনেল মেসিকে।

| Edited By: | Updated on: Dec 24, 2023 | 7:30 AM
লিওনেল মেসির (Lionel Messi) দেখানো পথে হেঁটে মেজর লিগ সকারের দিকে ঝুঁকছেন একাধিক ফুটবলার। মেসির ক্লাব ইন্টার মায়ামিতে এ বার দেখা যাবে উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজকে (Luiz Suarez)।  (ছবি- সোশ্যাল মিডিয়া X)

লিওনেল মেসির (Lionel Messi) দেখানো পথে হেঁটে মেজর লিগ সকারের দিকে ঝুঁকছেন একাধিক ফুটবলার। মেসির ক্লাব ইন্টার মায়ামিতে এ বার দেখা যাবে উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজকে (Luiz Suarez)। (ছবি- সোশ্যাল মিডিয়া X)

1 / 8
গত কয়েকদিন ধরে বার বার শোনা যাচ্ছিল, মায়ামিতে যোগ দিতে চলেছেন মেসির সতীর্থ। ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব গ্রেমিও থেকে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লুইস সুয়ারেজ।  (ছবি- সোশ্যাল মিডিয়া X)

গত কয়েকদিন ধরে বার বার শোনা যাচ্ছিল, মায়ামিতে যোগ দিতে চলেছেন মেসির সতীর্থ। ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব গ্রেমিও থেকে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লুইস সুয়ারেজ। (ছবি- সোশ্যাল মিডিয়া X)

2 / 8
ইতিমধ্যেই লিওনেল মেসির টানে তাঁর প্রাক্তন বার্সেলোনা সতীর্থ জর্ডি আলবা ও সের্জিও বুস্কেতস যোগ দিয়েছেন ডেভিড বেকহ্যামের ইন্টার মায়ামিতে। এ বার উরুগুয়ের বিশ্বকাপারকে দলে নিল মায়ামি।  (ছবি- সোশ্যাল মিডিয়া X)

ইতিমধ্যেই লিওনেল মেসির টানে তাঁর প্রাক্তন বার্সেলোনা সতীর্থ জর্ডি আলবা ও সের্জিও বুস্কেতস যোগ দিয়েছেন ডেভিড বেকহ্যামের ইন্টার মায়ামিতে। এ বার উরুগুয়ের বিশ্বকাপারকে দলে নিল মায়ামি। (ছবি- সোশ্যাল মিডিয়া X)

3 / 8
ক্যাম্প ন্যু-তে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ একসঙ্গে ছয় বছর (২০১৪-১৯) খেলেছিলেন। ইউরোপিয়ান ফুটবলে রাজ করতেন তাঁরা। ২০২০ সালে বার্সেলোনা ছাড়েন সুয়ারেজ।  (ছবি- সোশ্যাল মিডিয়া X)

ক্যাম্প ন্যু-তে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ একসঙ্গে ছয় বছর (২০১৪-১৯) খেলেছিলেন। ইউরোপিয়ান ফুটবলে রাজ করতেন তাঁরা। ২০২০ সালে বার্সেলোনা ছাড়েন সুয়ারেজ। (ছবি- সোশ্যাল মিডিয়া X)

4 / 8
৩৬ বছর বয়সী লুইস সুয়ারেজকে ২০২৪ সালের মেজর লিগ সকারে খেলতে দেখা যাবে। উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ এক বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। (ছবি- সোশ্যাল মিডিয়া X)

৩৬ বছর বয়সী লুইস সুয়ারেজকে ২০২৪ সালের মেজর লিগ সকারে খেলতে দেখা যাবে। উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ এক বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। (ছবি- সোশ্যাল মিডিয়া X)

5 / 8
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়ে সুয়ারেজ জানান, তিনি ইন্টার মায়ামিতে নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য তৈরি। (ছবি- সোশ্যাল মিডিয়া X)

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়ে সুয়ারেজ জানান, তিনি ইন্টার মায়ামিতে নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য তৈরি। (ছবি- সোশ্যাল মিডিয়া X)

6 / 8
লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজকে একসঙ্গে মাঠে দেখা যেতে পারে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। সেই ম্যাচে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের।  (ছবি- সোশ্যাল মিডিয়া X)

লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজকে একসঙ্গে মাঠে দেখা যেতে পারে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। সেই ম্যাচে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের। (ছবি- সোশ্যাল মিডিয়া X)

7 / 8
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ খেলেছিলেন। ওই সময় সুয়ারেজের সঙ্গে দারুণ বন্ধুত্ব তৈরি হয় লিওনেল মেসির। এ বার ফের কাঁধে কাঁধ মিলিয়ে মেসি-সুয়ারেজের দলকে জেতানের পালা। (ছবি- সোশ্যাল মিডিয়া X)

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ খেলেছিলেন। ওই সময় সুয়ারেজের সঙ্গে দারুণ বন্ধুত্ব তৈরি হয় লিওনেল মেসির। এ বার ফের কাঁধে কাঁধ মিলিয়ে মেসি-সুয়ারেজের দলকে জেতানের পালা। (ছবি- সোশ্যাল মিডিয়া X)

8 / 8
Follow Us: