Virat Kohli: ৫,৫৯৭ দিন পার… যে কারণে আজও গর্ববোধ করেন বিরাট কোহলি
Virat Kohli on Indian Jersey: দেশের মাটিতে নয়, ২০০৮ সালের ১৮ অগস্ট ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জার্সি গায়ে চাপিয়ে খেলার সুযোগ পেয়েছিলেন বিরাট কোহলি। তার বছর দু'য়েক পর দেশের হয়ে টি-টোয়েন্টিতে ডেবিউ হয় বিরাট কোহলির। সাদা জার্সিতে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে বিরাটের লেগেছিল আরও একটা বছর। কোহলির দেশের হয়ে খেলার স্বপ্নপূরণ হওয়ার পর ৫,৫৯৭ দিন পার হয়েছে। বিরাট কোহলি জানিয়েছেন, নীল জার্সি আজও গর্বের সঙ্গে তিনি পরেন।
Most Read Stories