দীর্ঘ ১২ বছর পর রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তন হতে চলেছে বিরাট কোহলির। বর্ডার গাভাসকর ট্রফির পর থেকেই শোনা যাচ্ছিল রঞ্জিতে ফিরবেন কোহলি। (ছবি-পিটিআই)
২৩ জানুয়ারি থেকে ছিল রঞ্জি ট্রফির ষষ্ঠ রাউন্ডের ম্যাচ। সেখানে সৌরাষ্ট্রের বিরুদ্ধে নেমেছিলেন ঋষভ পন্থ। কিন্তু দুই ইনিংসে ১ ও ১৭ রান করেন পন্থ। এ বার দেখার বিরাটের রঞ্জি কামব্যাক কেমন হয়। (ছবি-পিটিআই)
রঞ্জিতে ভালো পারফর্ম করার জন্য অনুশীলন শুরু করে দিয়েছেন বিরাট কোহলি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি রঞ্জি টিমের সদস্যদের সঙ্গে প্র্যাক্টিস করছেন কোহলি। (ছবি-পিটিআই)
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দিল্লি টিমের জার্সিতে বিরাট কোহলির নানা ছবি। কখনও তাঁকে দেখা গিয়েছে দিল্লি টিমের ক্রিকেটারদের সঙ্গে গোল করে ফুটবল খেলতে। (ছবি-পিটিআই)
দিল্লি টিমের কোচ সরণদীপ সিংয়ের সঙ্গে পিচ পর্যবেক্ষণ করতেও দেখা যায় ভারতের প্রাক্তন অধিনায়ককে। দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে যেহেতু বিরাটকে দেখা যাবে, তাই তাঁকে নিয়ে অনুরাগীদের আগ্রহ উত্তোরত্তর বাড়ছে। (ছবি-পিটিআই)
রেলওয়েজ়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে দিল্লির পরবর্তী ম্যাচ। যা শুরু হবে ৩০ জানুয়ারি। সেখানেই অ্যাকশনে দেখা যাবে বিরাট কোহলিকে। (ছবি-পিটিআই)
টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী দিল্লি রঞ্জি টিমের অনুশীলনে বিরাট যোগ দেওয়ার পর সতীর্থদের সঙ্গে হালকা ফুটবল খেলে সকলের সঙ্গে কথাবার্তা বলেন। এরপর নিজের ব্যাটিং কিট ঠিক করে নেটে যান। (ছবি-পিটিআই)
স্পিনারদের বিরুদ্ধে অনুশীলন করতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। যে স্পিনাররা বিরাটকে নেটে বোলিং করেছেন তাঁরা হলেন - সুমিত মাথুর, হর্ষ ত্যাগী ও শিবম শর্মা। এ ছাড়া নভদীপ সাইনিও বল করেছেন বিরাটকে। রঞ্জিতে খেলার পর বিরাট ভারতীয় টিমের সঙ্গে যোগ দেবেন ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে। ওই সিরিজ শেষ হলে তাঁকে খেলতে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। (ছবি-পিটিআই)