Jenni Hermoso: হুবহু মেসির মতো! বিশ্বকাপ ট্রফি নিয়ে ঘুমোলেন জেনি হার্মোসো
FIFA Women's World Cup 2023: ২০ অগস্ট দিনটা স্বর্ণাক্ষরে লিখে রাখবে স্পেনের ফুটবল প্রেমীরা। এই প্রথম বার মেয়েদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল স্পেন। প্রথম বার টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল স্পেন। তাতে ইংল্যান্ডকে ১-০ হারিয়ে বিশ্ব জয় করেছে স্পেন। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার খুশিতে ট্রফি কোনওভাবেই হাতছাড়া করতে নারাজ স্পেনের ফুটবলার জেনি হার্মোসো। তাই তিনি বেছে নিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির পন্থা।
Most Read Stories