Bus Trip: সোলো ট্রিপে যাবেন ভাবছেন? বাসে করে ভ্রমণের সুযোগ পেতে পারেন এই রুটগুলিতে

একটা সময় ছিল, যখন ভারত ভ্রমণের জন্য সবাই লোকাল বাসকেই বেছে নিত। খরচও সীমিত, তার ওপর স্থানীয় লোকেদের সঙ্গে স্থানীয় এলাকা অন্বেষণ করার সুযোগ। হাল ফ্যাশনে এই বাসে ঘুরতে যাওয়ার বিষয়টাও কমে গিয়েছে। তবুও ভারতে এমন কিছু ডেস্টিনেশন রয়েছে যেখানে আপনি স্থানীয় বাসে করে বেড়াতে গেলে এক অন্য অভিজ্ঞতা লাভ করতে পারবেন।

1/5
একটা সময় ছিল, যখন ভারত ভ্রমণের জন্য সবাই লোকাল বাসকেই বেছে নিত। খরচও সীমিত, তার ওপর স্থানীয় লোকেদের সঙ্গে স্থানীয় এলাকা অন্বেষণ করার সুযোগ। হাল ফ্যাশনে এই বাসে ঘুরতে যাওয়ার বিষয়টাও কমে গিয়েছে। তবুও ভারতে এমন কিছু ডেস্টিনেশন রয়েছে যেখানে আপনি স্থানীয় বাসে করে বেড়াতে গেলে এক অন্য অভিজ্ঞতা লাভ করতে পারবেন।
একটা সময় ছিল, যখন ভারত ভ্রমণের জন্য সবাই লোকাল বাসকেই বেছে নিত। খরচও সীমিত, তার ওপর স্থানীয় লোকেদের সঙ্গে স্থানীয় এলাকা অন্বেষণ করার সুযোগ। হাল ফ্যাশনে এই বাসে ঘুরতে যাওয়ার বিষয়টাও কমে গিয়েছে। তবুও ভারতে এমন কিছু ডেস্টিনেশন রয়েছে যেখানে আপনি স্থানীয় বাসে করে বেড়াতে গেলে এক অন্য অভিজ্ঞতা লাভ করতে পারবেন।
2/5
দিল্লি থেকে মানালি: দিল্লি থেকে মানালি বাসে করে পৌছাতে সময় লাগে ১২ ঘণ্টা। সমতল থেকে পাহাড়ি এলাকায় বাসে করে পৌঁছানোর সেরা অভিজ্ঞতা আপনি এই রুটেই পাবেন।
দিল্লি থেকে মানালি: দিল্লি থেকে মানালি বাসে করে পৌছাতে সময় লাগে ১২ ঘণ্টা। সমতল থেকে পাহাড়ি এলাকায় বাসে করে পৌঁছানোর সেরা অভিজ্ঞতা আপনি এই রুটেই পাবেন।
3/5
মুম্বাই থেকে গোয়া: আপনি নিশ্চয়ই 'বম্বে টু গোয়া' সিনেমাটা দেখেছেন? যদিও এই বাস ট্রিপ তার থেকেও বেশি আকর্ষণীয়। এক রাজ্যের মধ্যে হলেও মুম্বাই থেকে বাসে করে গোয়া পৌঁছাতে সময় লাগে ১৪ ঘণ্টা।
মুম্বাই থেকে গোয়া: আপনি নিশ্চয়ই 'বম্বে টু গোয়া' সিনেমাটা দেখেছেন? যদিও এই বাস ট্রিপ তার থেকেও বেশি আকর্ষণীয়। এক রাজ্যের মধ্যে হলেও মুম্বাই থেকে বাসে করে গোয়া পৌঁছাতে সময় লাগে ১৪ ঘণ্টা।
4/5
কলকাতা থেকে দার্জিলিং: বাড়ির আশেপাশে ছুটি কাটানোর পাহাড়ি জায়গা বলতে দার্জিলিং। ট্রেনের টিকিট না পেলে ধর্মতলা থেকে বাসে চেপেই পৌঁছে যেতে পারেন নিউ জলপাইগুড়ি। তবে কলকাতা থেকে বাসে করে দার্জিলিং পৌঁছাতে ১৩ ঘণ্টার কাছাকাছি সময় লাগে।
কলকাতা থেকে দার্জিলিং: বাড়ির আশেপাশে ছুটি কাটানোর পাহাড়ি জায়গা বলতে দার্জিলিং। ট্রেনের টিকিট না পেলে ধর্মতলা থেকে বাসে চেপেই পৌঁছে যেতে পারেন নিউ জলপাইগুড়ি। তবে কলকাতা থেকে বাসে করে দার্জিলিং পৌঁছাতে ১৩ ঘণ্টার কাছাকাছি সময় লাগে।
5/5
বাঙ্গালুরু থেকে উটি: ভারতের কোস্টাল এলাকায় বাসে করে ঘুরতে চান? তাহলে ব্যাঙ্গালুরু থেকে বাসে করে পৌঁছে যান উটি। যেমন মনোরম পরিবেশ, তেমনই এই রাস্তায় ট্রাফিক কম। তাই মাত্র ৯ ঘণ্টার মধ্যেই ব্যাঙ্গালুরু থেকে আপনি উটি পৌঁছে যাবেন।
বাঙ্গালুরু থেকে উটি: ভারতের কোস্টাল এলাকায় বাসে করে ঘুরতে চান? তাহলে ব্যাঙ্গালুরু থেকে বাসে করে পৌঁছে যান উটি। যেমন মনোরম পরিবেশ, তেমনই এই রাস্তায় ট্রাফিক কম। তাই মাত্র ৯ ঘণ্টার মধ্যেই ব্যাঙ্গালুরু থেকে আপনি উটি পৌঁছে যাবেন।

Click on your DTH Provider to Add TV9 Bangla