Bus Trip: সোলো ট্রিপে যাবেন ভাবছেন? বাসে করে ভ্রমণের সুযোগ পেতে পারেন এই রুটগুলিতে
একটা সময় ছিল, যখন ভারত ভ্রমণের জন্য সবাই লোকাল বাসকেই বেছে নিত। খরচও সীমিত, তার ওপর স্থানীয় লোকেদের সঙ্গে স্থানীয় এলাকা অন্বেষণ করার সুযোগ। হাল ফ্যাশনে এই বাসে ঘুরতে যাওয়ার বিষয়টাও কমে গিয়েছে। তবুও ভারতে এমন কিছু ডেস্টিনেশন রয়েছে যেখানে আপনি স্থানীয় বাসে করে বেড়াতে গেলে এক অন্য অভিজ্ঞতা লাভ করতে পারবেন।
Most Read Stories