Andaman and Nicobar Islands: আন্দামান ও নিকোবরে বেড়াতে যাওয়ার আগে জেনে নিন সেখানকার অজানা ও গুরুত্বপূর্ণ কিছু তথ্য

গ্রীষ্মকাল বা শীতকাল, যে কোনও সময়ই পর্যটকদের কাছে আকর্ষণীয় ও স্বপ্নের গন্তব্যস্থল হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ৫০০টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপপুঞ্জ অবিশ্বাস্য ও বিস্ময়কর বিচ রয়েছে। সাদা বালি ও স্বচ্ছ নীল সমুদ্রের জল এখানকার প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে।

| Edited By: | Updated on: Jan 12, 2022 | 7:54 PM
মলদ্বীপ, বালিতে ঘুরতে তো অনেকেই যান, কিন্তু দেশের এই সুন্দর দ্বীপের কথা কতজন জানেন? এখানে অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস ও প্রকৃতির রসদ। এই দ্বীপে কেন বেড়াতে যাবেন, আর কেনই বা বারবার কীসের টানে অনেকে এই দ্বীপপুঞ্জে ঘুরতে যান, তার কয়েকটি তথ্য আপনাদের দেওয়া রইল...

মলদ্বীপ, বালিতে ঘুরতে তো অনেকেই যান, কিন্তু দেশের এই সুন্দর দ্বীপের কথা কতজন জানেন? এখানে অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস ও প্রকৃতির রসদ। এই দ্বীপে কেন বেড়াতে যাবেন, আর কেনই বা বারবার কীসের টানে অনেকে এই দ্বীপপুঞ্জে ঘুরতে যান, তার কয়েকটি তথ্য আপনাদের দেওয়া রইল...

1 / 9
হিন্দুদের দেবতা হনুমান থেকে নাম হয়েছে আন্দামানের। এটি একটি মালয় শব্দ। হন্ডুমান থেকে উদ্ভূত হয়েছে এটি। অন্যদিকে নিকোবর মানে নগ্ন মানুষের বাস।

হিন্দুদের দেবতা হনুমান থেকে নাম হয়েছে আন্দামানের। এটি একটি মালয় শব্দ। হন্ডুমান থেকে উদ্ভূত হয়েছে এটি। অন্যদিকে নিকোবর মানে নগ্ন মানুষের বাস।

2 / 9
বিশ্বের বৃহত্তম সামদ্রিক কচ্ছপের দেখা মেলে এখানে। আন্দামানের হকসবিল, গ্রিন টার্টেল ও বিশ্বের বৃহত্তম কচ্ছপ লেদারব্যাক টার্টেল দেখতে পাবেন এখানে। আন্দামানের সৈকতে ডিম পাড়তে ভিড় দেখা যায় এদের।

বিশ্বের বৃহত্তম সামদ্রিক কচ্ছপের দেখা মেলে এখানে। আন্দামানের হকসবিল, গ্রিন টার্টেল ও বিশ্বের বৃহত্তম কচ্ছপ লেদারব্যাক টার্টেল দেখতে পাবেন এখানে। আন্দামানের সৈকতে ডিম পাড়তে ভিড় দেখা যায় এদের।

3 / 9
হারমিট কাঁকড়া বা বিরগাস ল্যাটরো বিশ্বের বৃহত্তম কাঁকড়া। যা শুধুমাত্র আন্দামানেই দেখা যায়। এগুলি বেশিরভাগই অর্থোপড অর্থাত্‍ সৈকতের বালিতেই দেখা যায়। এগুলিকে কোকোনাট ক্র্যাব, ডাকাত কাঁকড়া ও তাল চোর নামে ডাকা হয়।

হারমিট কাঁকড়া বা বিরগাস ল্যাটরো বিশ্বের বৃহত্তম কাঁকড়া। যা শুধুমাত্র আন্দামানেই দেখা যায়। এগুলি বেশিরভাগই অর্থোপড অর্থাত্‍ সৈকতের বালিতেই দেখা যায়। এগুলিকে কোকোনাট ক্র্যাব, ডাকাত কাঁকড়া ও তাল চোর নামে ডাকা হয়।

4 / 9
বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন প্যালিওলিথিক উপজাতির আবাসস্থল এটি। উত্তর সেন্টিনেল দ্বীপে সেন্টিনেলিজ উপজাতি বাস করে এখানে। জানা যায় এই উপজাতিটি প্রায় ৬০ হাজারের বেশি সময় ধরে আন্দামানে বসবাস করে চলেছে। বিশ্ব থেকে বিচ্ছিন্নভাবে থাকতে পছন্দ করে তাঁরা।

বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন প্যালিওলিথিক উপজাতির আবাসস্থল এটি। উত্তর সেন্টিনেল দ্বীপে সেন্টিনেলিজ উপজাতি বাস করে এখানে। জানা যায় এই উপজাতিটি প্রায় ৬০ হাজারের বেশি সময় ধরে আন্দামানে বসবাস করে চলেছে। বিশ্ব থেকে বিচ্ছিন্নভাবে থাকতে পছন্দ করে তাঁরা।

5 / 9
এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেগিরি রয়েছে এই দ্বীপে। পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ১৩৫ কিমি দূরে অবস্থিত , জনবসতিবিবহীন ব্যারন দ্বীপ, দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। ১৭৮৭ সালে নিষ্ক্রিয় আগ্নেয়গিরিটি প্রথম অগ্ন্যুৎপাত হয়েছিল। শত বছর পর ২০১০ সালে ফের একবার অগ্ন্যুৎপাত হয়, তা ছয় মাস স্থায়ী ছিল।

এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেগিরি রয়েছে এই দ্বীপে। পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ১৩৫ কিমি দূরে অবস্থিত , জনবসতিবিবহীন ব্যারন দ্বীপ, দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। ১৭৮৭ সালে নিষ্ক্রিয় আগ্নেয়গিরিটি প্রথম অগ্ন্যুৎপাত হয়েছিল। শত বছর পর ২০১০ সালে ফের একবার অগ্ন্যুৎপাত হয়, তা ছয় মাস স্থায়ী ছিল।

6 / 9
ডুগং, সামুদ্রিক গরু। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান সামদ্রিক প্রাণী। সুন্দর দেখতে কিন্তু বিশাল ও মোটা এই সামুদ্রিক প্রাণীটি আদতে নিরীহ ও নিরামিষাসী। সমুদ্রের গভীরে ঘাসের উপর শান্তিপূর্ণ ভাবে চারণ করে। একে স্থানীরা সমুদ্রে দেবদূতও বলে থাকে।

ডুগং, সামুদ্রিক গরু। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান সামদ্রিক প্রাণী। সুন্দর দেখতে কিন্তু বিশাল ও মোটা এই সামুদ্রিক প্রাণীটি আদতে নিরীহ ও নিরামিষাসী। সমুদ্রের গভীরে ঘাসের উপর শান্তিপূর্ণ ভাবে চারণ করে। একে স্থানীরা সমুদ্রে দেবদূতও বলে থাকে।

7 / 9
আশেপাশের সমুদ্রে বাণিজ্যিকভাবে মাছ ধরার অনুমতি নেই। যারা জানেন না তাদের জন্য, এখানকার সমুদ্রের জলে ডুগং এবং বিশাল সামুদ্রিক কচ্ছপ সহ কিছু বিরল ও বিষ্ময়কর সব সামুদ্রিক প্রাণী রয়েছে।

আশেপাশের সমুদ্রে বাণিজ্যিকভাবে মাছ ধরার অনুমতি নেই। যারা জানেন না তাদের জন্য, এখানকার সমুদ্রের জলে ডুগং এবং বিশাল সামুদ্রিক কচ্ছপ সহ কিছু বিরল ও বিষ্ময়কর সব সামুদ্রিক প্রাণী রয়েছে।

8 / 9
আপনি যদি মনে করেন এখানে আন্দামানিজ বা নিকোবারিজদের মত কথা বলবেন, তা ভুল। এখানে বেশিরভাগ বাসিন্দা বাংলা ভাষায় কথা বলেন। এছাড়া হিন্দি, তামিল, তেলেগু ও মালায়লাম ভাষায় কথা বলেন।

আপনি যদি মনে করেন এখানে আন্দামানিজ বা নিকোবারিজদের মত কথা বলবেন, তা ভুল। এখানে বেশিরভাগ বাসিন্দা বাংলা ভাষায় কথা বলেন। এছাড়া হিন্দি, তামিল, তেলেগু ও মালায়লাম ভাষায় কথা বলেন।

9 / 9
Follow Us: