Bangla News » Photo gallery » THEN AND NOW, have a look at The cast of 'The Mummy' twenty three years later
The Mummy: স্পষ্ট বলিরেখা, বেড়েছে ওজনও, ২৩ বছর আগের ‘দ্য মমি’র তারকারা এখন দেখতে কেমন?
The Mummy: ২৩ বছর পর তাঁরা আজ কোথায়? দেখতেই বা কেমন এখন? তাঁদের বর্তমান ছবি দেখলে চোখে জল আসবে আপনার। তাঁদের সঙ্গে আপনিও হয়তো ঠাওর করতে পারবেন, বয়স বেড়েছে আপনারও।
সাল ১৯৯৯। মুক্তি পেয়েছিল আইকনিক ছবি 'দ্য মমি'। রহস্য-রোমঞ্চে ঘেরে ওই ছবি বিদেশে তো বটেই এ দেশেও লাভ করেছিল বিস্তর জনপ্রিয়তা। সময় থেমে থাকেনি। ২৩ বছর পর তাঁরা আজ কোথায়? দেখতেই বা কেমন এখন? তাঁদের বর্তমান ছবি দেখলে চোখে জল আসবে আপনার। তাঁদের সঙ্গে আপনিও হয়তো ঠাওর করতে পারবেন, বয়স বেড়েছে আপনারও।
1 / 8
গল্পের কেন্দ্রীয় চরিত্র ছিলেন ফ্রেঞ্চ সৈনিক ও' কর্নেল। এই চরিত্রে অভিনয় করেছিলেন ব্রেন্ডন ফ্রাসের। বয়স বেড়েছে তাঁর। বেড়েছে ওজনও। ওই ছবির পর মমির দ্বিতীয় পর্বেও দেখা গিয়েছিল তাঁকে। এর পরেও দেখা গিয়েছে নানা ছবিতে। এর মধ্যে রয়েছে 'বিড্যাজেলড', 'জার্নি টু দু সেন্টার অব দ্য আর্থ' ছবি। আসন্ন 'ব্যাটগার্ল' ছবিতে তাঁকে দেখা যাবে ভিলেন চরিত্রে।
2 / 8
মিষ্টি হাসি, মায়াবী চোখ-- যাঁর প্রেমে পাগল ছিল খোদ মমিও সেই এভেলিনকে মনে আছে নিশ্চয়ই? বয়স বাড়লেও তিনি আজও সুন্দরী। আজও একই রকম। অভিনয় তিনি ছাড়েননি। অভিনয়ও তাঁকে ছেড়ে যায়নি। পেয়েছেন অস্কারের মতো পুরস্কারও। 'দ্য কনস্ট্যান্ট গার্ডেনার' ছবিতে শ্রেষ্ঠ সহ অভিনেত্রী হয়েছিলেন তিনি।
3 / 8
এ ছাড়াও অভিনয় করেছেন 'অ্যাবাউট অ্যা বয়', 'কন্সটেনটাইন' সহ আরও বেশ কিছু ছবিতে। কেরিয়ার তাঁর বেশ সফল। মমির দুই পর্বেই দেখা গিয়েছিল তাঁকে। কর্নেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। মনে পড়েছে আন্দাজ করা যায়?
4 / 8
এভেলিনকে মনে থাকলে তাঁর ভাইকেও মনে থাকার কথা। প্রতিটি ছবিতেই কমিক রিলিফের প্রয়োজন। ওই ছবিতেও এভালিনের অনস্ক্রিন ভাই অর্থাৎ জনাথন ছিলেন সেই রকমই একটি চরিত্র। তাঁর আসল নাম জন হানা। এর পর তাঁর অভিনয় কেরিয়ার তরতর করে এগিয়েই চলেছে। অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। 'ট্র্যান্সপ্ল্যান্ট'-এ জুড বিশপ তিনিই।
5 / 8
নায়ক-নায়িকাদের সঙ্গে তো আলাপ হল, ভিলেনই বা পিছিয়ে থাকবেন কেন? সুঠাম শরীর, খাটো পোশাকের সেই 'মমি' ওরফে ইমহোটেপ এখন কী করেন? 'আলিয়াস', 'সাইকি', 'বোনস', 'দ্য ব্ল্যাকলিস্ট' থেকে শুরু করে অসংখ্য টিভি শো'য়ে অভিনয় করেছেন তিনি। শুধু টিভি শো'ই নয়। সিনেমা জগতেও তাঁর অনায়াস যাতায়াত। এর মধ্যে রয়েছে 'এজেন্ট কোডি ব্যাঙ্কস' , 'ব্লাড ডায়মন্ড' , 'শার্ক কিলার' সহ একাধিক ছবি।
6 / 8
ইমহোটেপের প্রেমিকা আনাকসুনামুন কে মনে আছে? যার শরীরে বারংবার প্রাণের সঞ্চার করতে ব্যর্থ হয়েছিলেন ইমহোটেপ? বৃদ্ধ হয়েছেন তিনিও। যদিও চালিয়ে গিয়েছেন অভিনয়। 'মাইন্ডহান্টারস' থেকে শুরু করে 'লিটল হিরোজ', 'দ্য কার্স অব লা লরোনা'তে দেখা গিয়েছে তাঁকে।
7 / 8
কথায় বলে অতি লোভে তাঁতি নষ্ট। তাই হয়েছিল বেনি গ্যাবরের। ছবিতে দেখা গিয়েছিল ফারাওয়ের ধন সম্পদ নয়ে পালাতে গিয়ে এক ধরনের পোকার কামড়ে মৃত্যু হয় তাঁর। তবে বাস্তব জীবনে তিনি রয়েছেন বেশ ভালই। সফল কেরিয়ারের সঙ্গেও বয়স বেড়েছে অনেকটাই। মুখে স্পষ্ট হয়েছে বলিরেখা।