AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Street Food: জানেন কি কোনগুলি ওড়িশার জনপ্রিয় স্ট্রিট ফুড?

ভারতের প্রত্যেকটি রাজ্যের নিজস্ব কিছু বৈত্রিচ্য রয়েছে। এই যেমন পোশাক, ভাষা কিংবা সংস্কৃতি- সব কিছুতেই প্রকাশ পায় নিজস্বতা। আরেকটি বিষয় হল ভারতের খাবার, যা প্রত্যেক রাজ্যে যেমন আলাদা তেমনই সুস্বাদু। এরকমই একটি রাজ্য হল ওড়িশা, যেখানে আধুনিকতা, আধ্যাত্মিকতা এবং সাবেকিয়ানার সাথে মিশে গেছে খাবার। চলুন দেখে নেওয়া যাক এই রাজ্যের স্ট্রিট ফুডের ছবি...

| Edited By: | Updated on: Aug 24, 2021 | 5:44 PM
Share
দই বড়া আলুরদম: মশলাদার দইয়ে ভেজানো বিউলির ডালের বড়া। তার সাথে স্পেশাল আলুরদম। সঙ্গে পুদিনার চাটনি, কাঁচা পেঁয়াজ, ধনে পাতা, গাজর, বিট, নারকেল, কাঁচালঙ্কা এবং ঝুরিভাজা দিয়ে পরিবেশন করা হয় দহি বড়া আলুরদম। বিশেষত ভুবনেশ্বরের রাস্তায় এই খাবারের দোকান সর্বত্রই চোখে পড়বে।

দই বড়া আলুরদম: মশলাদার দইয়ে ভেজানো বিউলির ডালের বড়া। তার সাথে স্পেশাল আলুরদম। সঙ্গে পুদিনার চাটনি, কাঁচা পেঁয়াজ, ধনে পাতা, গাজর, বিট, নারকেল, কাঁচালঙ্কা এবং ঝুরিভাজা দিয়ে পরিবেশন করা হয় দহি বড়া আলুরদম। বিশেষত ভুবনেশ্বরের রাস্তায় এই খাবারের দোকান সর্বত্রই চোখে পড়বে।

1 / 7
বড়া: চায়ের সাথে জলখাবারে এখানে পাওয়া যায় মুচমুচে বড়া। বিউলির ডাল অথবা খোসাসুদ্ধ মুগ ডাল বেটে ছাঁকা তেলে ভাজা হয় বড়া। তার সাথে থাকে টক, ঝাল, মিষ্টি চাটনি।

বড়া: চায়ের সাথে জলখাবারে এখানে পাওয়া যায় মুচমুচে বড়া। বিউলির ডাল অথবা খোসাসুদ্ধ মুগ ডাল বেটে ছাঁকা তেলে ভাজা হয় বড়া। তার সাথে থাকে টক, ঝাল, মিষ্টি চাটনি।

2 / 7
ফুচকা: ফুচকার বিষয়ে ভারতের সব রাজ্যই বেশ জনপ্রিয়। নামের তফাৎ হলেও দেশবাসীর কাছে সবচেয়ে প্রিয় স্ট্রিট ফুড একেই বলা চলে। তবে, ওড়িশাতে ফুচকাকে বলে গুপছুপ।

ফুচকা: ফুচকার বিষয়ে ভারতের সব রাজ্যই বেশ জনপ্রিয়। নামের তফাৎ হলেও দেশবাসীর কাছে সবচেয়ে প্রিয় স্ট্রিট ফুড একেই বলা চলে। তবে, ওড়িশাতে ফুচকাকে বলে গুপছুপ।

3 / 7
পোখাল ভাত: পোখাল ভাতের হচ্ছে ওড়িয়াদের একটি ঐতিহ্যবাহী খাবার। দইয়ের সাথে এই এই ভাত খাওয়া হয়। সঙ্গে থাকে বড়ি ছ্যাঁচা, আলু বা অন্য কোনও ভাজা, আলু সিদ্ধ, মাছ ভাজা, কাঁচালঙ্কা, কাঁচা পেঁয়াজ, আচার ইত্যাদি। মূলত বাঙালিদের পান্তা ভাতই হল ওড়িশার পোখাল ভাত।

পোখাল ভাত: পোখাল ভাতের হচ্ছে ওড়িয়াদের একটি ঐতিহ্যবাহী খাবার। দইয়ের সাথে এই এই ভাত খাওয়া হয়। সঙ্গে থাকে বড়ি ছ্যাঁচা, আলু বা অন্য কোনও ভাজা, আলু সিদ্ধ, মাছ ভাজা, কাঁচালঙ্কা, কাঁচা পেঁয়াজ, আচার ইত্যাদি। মূলত বাঙালিদের পান্তা ভাতই হল ওড়িশার পোখাল ভাত।

4 / 7
দালমা: এই রাজ্যের আরেকটি ঐতিহ্যবাহী খাবার হল দালমা। অড়হর ডাল দিয়ে তৈরি হয় দালমা, তার সাথে সবজি হিসাবে দেওয়া হয় সজনে ডাটা, কুমড়ো, বেগুন, আলু ইত্যাদি। থাকে বিশেষ মশলাও।

দালমা: এই রাজ্যের আরেকটি ঐতিহ্যবাহী খাবার হল দালমা। অড়হর ডাল দিয়ে তৈরি হয় দালমা, তার সাথে সবজি হিসাবে দেওয়া হয় সজনে ডাটা, কুমড়ো, বেগুন, আলু ইত্যাদি। থাকে বিশেষ মশলাও।

5 / 7
ছেনা পোড়ো: এই রাজ্যের ঐতিহ্যবাহী মিষ্টি হল ছেনা পোড়ো। এই ছেনা পোড়ো বা পোড়া আপনি ভারতের আর কোনও শহরে খুঁজে পাবেন না। ছানাকে তৈরি করে তা চিনি, কিশমিশ, কাজু, রিকোটা চিস এবং দুধের সাথে মিশিয়ে তৈরি হয় ছেনা পোড়ো।

ছেনা পোড়ো: এই রাজ্যের ঐতিহ্যবাহী মিষ্টি হল ছেনা পোড়ো। এই ছেনা পোড়ো বা পোড়া আপনি ভারতের আর কোনও শহরে খুঁজে পাবেন না। ছানাকে তৈরি করে তা চিনি, কিশমিশ, কাজু, রিকোটা চিস এবং দুধের সাথে মিশিয়ে তৈরি হয় ছেনা পোড়ো।

6 / 7
রাবড়ি লস্যি: ওড়িশার আরও একটি জনপ্রিয় মিষ্টি বা পানীয় হল রাবড়ি লস্যি। রাবড়ি লস্যি অন্যান্য সব লস্যির থেকে স্বাদে আলাদা হয়। এক গ্লাস খেয়েও আপনার মন ভরবে না এই রাবড়ি লস্যিতে।

রাবড়ি লস্যি: ওড়িশার আরও একটি জনপ্রিয় মিষ্টি বা পানীয় হল রাবড়ি লস্যি। রাবড়ি লস্যি অন্যান্য সব লস্যির থেকে স্বাদে আলাদা হয়। এক গ্লাস খেয়েও আপনার মন ভরবে না এই রাবড়ি লস্যিতে।

7 / 7