Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood Actress: বয়স ৪০ ছুঁইছুঁই,যদিও এই টলি নায়িকাদের দেখে বোঝার জো নেই

Age And Fashion: এই সব নায়িকারাই তাঁদের সযত্নে মুড়ে রেখেছেন। নিয়মিত ভাবে ডায়েট আর শরীরচর্চায় নিজ্েদের বেঁধে রেখেছেন

| Edited By: | Updated on: Dec 08, 2022 | 5:54 PM
বয়স তাঁদের কাছে একটা সংখ্যা মাত্র। যত দিন যাচ্ছে ততই যেন বাড়ছে তাঁদের রূপের জেল্লা। ইনস্টাগ্রামে ছবি দেখলেই তা মালুম হয় সহজে। এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়। আমাদের টলি নায়িকাদের কথাই বলছি।

বয়স তাঁদের কাছে একটা সংখ্যা মাত্র। যত দিন যাচ্ছে ততই যেন বাড়ছে তাঁদের রূপের জেল্লা। ইনস্টাগ্রামে ছবি দেখলেই তা মালুম হয় সহজে। এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়। আমাদের টলি নায়িকাদের কথাই বলছি।

1 / 6
ভারতীয় মহিলারা সাধারণত নিজের বয়স বলতে চান না। বয়স লুকিয়ে চলতেই ভালবাসেন। কথা প্রসঙ্গে কেউ যদি বলেন যে তাঁকে বয়সের তুলনায় সুন্দর লাগছে তা শুনলে একরকম খুশিই হন তাঁরা। তবুও নিজের বয়স বলায় স্পিকটি নট। তবে দিনকাল এখন অনেক বদলেছে। সকলে ঘটা করে জন্মদিন পালন করেন।

ভারতীয় মহিলারা সাধারণত নিজের বয়স বলতে চান না। বয়স লুকিয়ে চলতেই ভালবাসেন। কথা প্রসঙ্গে কেউ যদি বলেন যে তাঁকে বয়সের তুলনায় সুন্দর লাগছে তা শুনলে একরকম খুশিই হন তাঁরা। তবুও নিজের বয়স বলায় স্পিকটি নট। তবে দিনকাল এখন অনেক বদলেছে। সকলে ঘটা করে জন্মদিন পালন করেন।

2 / 6
তাই বয়স যে লুকিয়ে চলতে হয় কিংবা মেয়েদের বয়স বলতে নেই এসব এখন তাঁরা আর মানেন না। বরং নিজেদের ভাল রাখতে জানেন। নিজেদের যত্নে রাখতে জানেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে ক্লান্তি আসে। লাবণ্য চলে যায়। এই সব স্বাভাবিক পরিবর্তন খুশি মনেই গ্রহণ করেন এখনকার মেয়েরা।

তাই বয়স যে লুকিয়ে চলতে হয় কিংবা মেয়েদের বয়স বলতে নেই এসব এখন তাঁরা আর মানেন না। বরং নিজেদের ভাল রাখতে জানেন। নিজেদের যত্নে রাখতে জানেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে ক্লান্তি আসে। লাবণ্য চলে যায়। এই সব স্বাভাবিক পরিবর্তন খুশি মনেই গ্রহণ করেন এখনকার মেয়েরা।

3 / 6
ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে তাঁরা দাপিয়ে বেড়াচ্ছেন। আজ থেকে ২০ বছর আগেও যেমন দেখতে ছিলেন এখনও ঠিক তেমনই আছেন। এঁরা হলেন রাইমা সেন, পাওলি দাম, মনামী ঘোষ, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং কোয়েল মল্লিক।

ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে তাঁরা দাপিয়ে বেড়াচ্ছেন। আজ থেকে ২০ বছর আগেও যেমন দেখতে ছিলেন এখনও ঠিক তেমনই আছেন। এঁরা হলেন রাইমা সেন, পাওলি দাম, মনামী ঘোষ, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং কোয়েল মল্লিক।

4 / 6
ইনস্টাগ্রামে তাঁদের রোজকার ছবি দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ত্বকও ঠিক আগের মতই সুন্দর। শরীরে অতিরিক্ত মেদও নেই। শাড়িতে যেমন তাঁদের সুন্দর লাগে তেমনই লাগে যে কোনও ওয়েস্টার্ন আউটফিটেও। ইদানিং কালে সকলেই বেশ ফটোশ্যুট করেন। আর দিনের পর দিন যে তাঁদের গ্ল্যামার বাড়ছে তা ছবি দেখেই বোঝা যায়।

ইনস্টাগ্রামে তাঁদের রোজকার ছবি দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ত্বকও ঠিক আগের মতই সুন্দর। শরীরে অতিরিক্ত মেদও নেই। শাড়িতে যেমন তাঁদের সুন্দর লাগে তেমনই লাগে যে কোনও ওয়েস্টার্ন আউটফিটেও। ইদানিং কালে সকলেই বেশ ফটোশ্যুট করেন। আর দিনের পর দিন যে তাঁদের গ্ল্যামার বাড়ছে তা ছবি দেখেই বোঝা যায়।

5 / 6
রাইমা সেন, পাওলি দাম, মনামী ঘোষ, স্বস্তিকা মুখোপাধ্যায়, কোয়েল মল্লিক এঁরা প্রত্যেকেই নিজ ক্ষেত্রে সুন্দর। সম্প্রতি কোয়েল তাঁর ইনস্টাগ্রামে শিমার ড্রেসে দারুণ একটি ছবি শেয়ার করেছেন। যা দেখে লজ্জা পাবে তরুণীরাও। এছাড়াও রাইমাকে দেখা গিয়েছে লিটল ব্ল্যাক ড্রেসে। ঠিক একই রকম আছেন মহানায়িকার নাতনি। শরীরে কোথাও অতিরিক্ত মেদও নেই। একই কথা প্রযোজ্য অভিনেত্রী মনামী ঘোষের ক্ষেত্রেও। তিনি যে রকম ছিলেন ঠিক সেই রকমই রয়ে গিয়েছেন।

রাইমা সেন, পাওলি দাম, মনামী ঘোষ, স্বস্তিকা মুখোপাধ্যায়, কোয়েল মল্লিক এঁরা প্রত্যেকেই নিজ ক্ষেত্রে সুন্দর। সম্প্রতি কোয়েল তাঁর ইনস্টাগ্রামে শিমার ড্রেসে দারুণ একটি ছবি শেয়ার করেছেন। যা দেখে লজ্জা পাবে তরুণীরাও। এছাড়াও রাইমাকে দেখা গিয়েছে লিটল ব্ল্যাক ড্রেসে। ঠিক একই রকম আছেন মহানায়িকার নাতনি। শরীরে কোথাও অতিরিক্ত মেদও নেই। একই কথা প্রযোজ্য অভিনেত্রী মনামী ঘোষের ক্ষেত্রেও। তিনি যে রকম ছিলেন ঠিক সেই রকমই রয়ে গিয়েছেন।

6 / 6
Follow Us: