AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tiger Woods: বেড়াতে নিয়ে যাওয়ার লোভ দেখিয়ে প্রাক্তন বান্ধবীকে বাড়িছাড়া করলেন টাইগার!

গলফ কিংবদন্তি টাইগার উডস বরাবরই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের কেন্দ্রে থাকেন। দুই সন্তানের পিতা টাইগার ফের শিরোনামে একই কারণে। চালাকি করে তাঁর প্রাক্তন গার্লফ্রেন্ডকে সম্প্রতি বাড়ি থেকে বের করে দিয়েছেন তিনি। পাল্টা টাইগারের বিরুদ্ধে ৩০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন ওই মহিলা।

| Edited By: | Updated on: Mar 12, 2023 | 8:45 AM
Share
ছয়বছর ধরে এরিকা হারমানের সঙ্গে সম্পর্কে ছিলেন টাইগার উডস। ফ্লোরিডার হোবে সাউন্ডে টাইগারের বিলাসবহুল বাড়িতে দীর্ঘ ছয়বছর ধরে বাস এরিকার। ২০২২ সালের অক্টোবর মাসে এরিকা ও টাইগারের সুখের সম্পর্কে ভাঙন ধরে। এর কারণ স্পষ্ট না হলেও এরিকার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন টাইগার। ব্রেক আপ হয়ে গেলেও টাইগারের বাড়ি ছাড়তে চাননি এরিকা। সম্পর্ক ভেঙে যাওয়ার পরও পাঁচ মাস ধরে বাস করছিলেন একই বাড়িতে। (ছবি:ইনস্টাগ্রাম)

ছয়বছর ধরে এরিকা হারমানের সঙ্গে সম্পর্কে ছিলেন টাইগার উডস। ফ্লোরিডার হোবে সাউন্ডে টাইগারের বিলাসবহুল বাড়িতে দীর্ঘ ছয়বছর ধরে বাস এরিকার। ২০২২ সালের অক্টোবর মাসে এরিকা ও টাইগারের সুখের সম্পর্কে ভাঙন ধরে। এর কারণ স্পষ্ট না হলেও এরিকার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন টাইগার। ব্রেক আপ হয়ে গেলেও টাইগারের বাড়ি ছাড়তে চাননি এরিকা। সম্পর্ক ভেঙে যাওয়ার পরও পাঁচ মাস ধরে বাস করছিলেন একই বাড়িতে। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 8
প্রাক্তনকে বাড়ি থেকে তাড়াতে পরিকল্পনা নেন টাইগার। বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে ব্যাগপত্র নিয়ে এরিকাকে বিমানবন্দরে যেতে বলে উডসের লোকজন। সেইমতো স্যুটকেস নিয়ে বিমানবন্দরে নামতেই এরিকার কাছে আসেন উডসের আইনজীবী। তিনি জানিয়ে দেন, উডসের বাড়িতে আর ঢুকতে পারবেন না এরিকা! সেখানে শুধু উডস ও তাঁর দুই সন্তানের থাকার অধিকার আছে, আর কারও নেই।  (ছবি:ইনস্টাগ্রাম)

প্রাক্তনকে বাড়ি থেকে তাড়াতে পরিকল্পনা নেন টাইগার। বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে ব্যাগপত্র নিয়ে এরিকাকে বিমানবন্দরে যেতে বলে উডসের লোকজন। সেইমতো স্যুটকেস নিয়ে বিমানবন্দরে নামতেই এরিকার কাছে আসেন উডসের আইনজীবী। তিনি জানিয়ে দেন, উডসের বাড়িতে আর ঢুকতে পারবেন না এরিকা! সেখানে শুধু উডস ও তাঁর দুই সন্তানের থাকার অধিকার আছে, আর কারও নেই। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 8
টাইগার উডসের ট্রফির সংখ্যার সঙ্গে পাল্লা দিতে পারে তাঁর বান্ধবীর সংখ্যা। ৪৭ বছরের উডসের এখনও পর্যন্ত প্রকাশ্যে ১১ জন বান্ধবীকে দেখা গিয়েছে। ১৯৯০-এর শেষ এবং ২০০০ সালের শুরুর দিকে উডসের হাত ধরে ঘুরতে দেখা যেত আইনের ছাত্রী সুন্দরী জোয়ানাকে। সেই সম্পর্কও শেষ হয়েছিল তিক্ততায়। অভিযোগ, জোয়ানার সঙ্গে টু টাইমিং করছিলেন উডস।(ছবি:ইনস্টাগ্রাম)

টাইগার উডসের ট্রফির সংখ্যার সঙ্গে পাল্লা দিতে পারে তাঁর বান্ধবীর সংখ্যা। ৪৭ বছরের উডসের এখনও পর্যন্ত প্রকাশ্যে ১১ জন বান্ধবীকে দেখা গিয়েছে। ১৯৯০-এর শেষ এবং ২০০০ সালের শুরুর দিকে উডসের হাত ধরে ঘুরতে দেখা যেত আইনের ছাত্রী সুন্দরী জোয়ানাকে। সেই সম্পর্কও শেষ হয়েছিল তিক্ততায়। অভিযোগ, জোয়ানার সঙ্গে টু টাইমিং করছিলেন উডস।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 8
জোয়ানার সঙ্গে সম্পর্কে থাকাকালীন এলিন নর্ডিগ্রিনের সঙ্গেও ডেট করছিলেন উডস। সুইডিশ গলফার জেসপার পারনেভিকের বাচ্চার দেখভাল করতেন এলিন। তাঁর ভাগ্য খুলে যায় টাইগারের সঙ্গে দেখা হওয়ার পর। ২০০৯ সালে বার্বাডোজে এলিনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন টাইগার। যদিও ক্যাসানোভা টাইপের উডসের সঙ্গে বেশিদিন ঘর করতে পারেননি এলিন। কিছুদিনের মধ্যেই ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের জন্য ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হয় প্রথম স্ত্রীকে। (ছবি:ইনস্টাগ্রাম)

জোয়ানার সঙ্গে সম্পর্কে থাকাকালীন এলিন নর্ডিগ্রিনের সঙ্গেও ডেট করছিলেন উডস। সুইডিশ গলফার জেসপার পারনেভিকের বাচ্চার দেখভাল করতেন এলিন। তাঁর ভাগ্য খুলে যায় টাইগারের সঙ্গে দেখা হওয়ার পর। ২০০৯ সালে বার্বাডোজে এলিনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন টাইগার। যদিও ক্যাসানোভা টাইপের উডসের সঙ্গে বেশিদিন ঘর করতে পারেননি এলিন। কিছুদিনের মধ্যেই ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের জন্য ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হয় প্রথম স্ত্রীকে। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 8
টিভি স্টার এবং প্লে বয় মডেল লরেডানা জোলির সঙ্গে শুধুমাত্র শারীরিক সম্পর্ক ছিল উডসের। ২০০৬ সালে ২০০৮ সাল পর্যন্ত চলেছিল উডসের এই অ্যাডভেঞ্চার। লরেডানার দাবি, উডস তাঁর সঙ্গে থ্রিসাম করতে ভালোবাসতেন। সবসময় যৌনগন্ধী মেসেজ ও ছবি পাঠাতেন। (ছবি:ইনস্টাগ্রাম)

টিভি স্টার এবং প্লে বয় মডেল লরেডানা জোলির সঙ্গে শুধুমাত্র শারীরিক সম্পর্ক ছিল উডসের। ২০০৬ সালে ২০০৮ সাল পর্যন্ত চলেছিল উডসের এই অ্যাডভেঞ্চার। লরেডানার দাবি, উডস তাঁর সঙ্গে থ্রিসাম করতে ভালোবাসতেন। সবসময় যৌনগন্ধী মেসেজ ও ছবি পাঠাতেন। (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 8
 নাইট ক্লাবের হোস্টেস ব়্যাচেল উচিটেলের সঙ্গে ২০০৯ সালে লাস ভেগাসে পরিচয় হয় উডসের। দু'জনে কিছুদিন ধরে ডেট করেছিলেন। (ছবি:ইনস্টাগ্রাম)

নাইট ক্লাবের হোস্টেস ব়্যাচেল উচিটেলের সঙ্গে ২০০৯ সালে লাস ভেগাসে পরিচয় হয় উডসের। দু'জনে কিছুদিন ধরে ডেট করেছিলেন। (ছবি:ইনস্টাগ্রাম)

6 / 8
লঁজারি মডেল জেমি জুঙ্গারস ১৮ মাস ধরে উডসের সঙ্গে সম্পর্কে ছিলেন। ২০০৬ সালে উডসের বাবা মারা যাওয়ার পর জেমির কাঁধ পেয়েছিলেন গলফ তারকা। শোনা যায়, টাইগারের সঙ্গে সম্পর্ক জেমির জীবন বিপর্যস্ত করে দিয়েছিল। তিনি একবার আত্মঘাতী হওয়ার চেষ্টাও করেছিলেন। (ছবি:ইনস্টাগ্রাম)

লঁজারি মডেল জেমি জুঙ্গারস ১৮ মাস ধরে উডসের সঙ্গে সম্পর্কে ছিলেন। ২০০৬ সালে উডসের বাবা মারা যাওয়ার পর জেমির কাঁধ পেয়েছিলেন গলফ তারকা। শোনা যায়, টাইগারের সঙ্গে সম্পর্ক জেমির জীবন বিপর্যস্ত করে দিয়েছিল। তিনি একবার আত্মঘাতী হওয়ার চেষ্টাও করেছিলেন। (ছবি:ইনস্টাগ্রাম)

7 / 8
পর্নস্টার হোলি স্যাম্পসন দাবি করেছিলেন, ৪৫ মিনিট ধরে উডস এবং আরও দুই পুরুষের সঙ্গে এক বিছানায় কাটান তিনি। গোটা সময়টা ধরে উডসের হাসি নাকি থামছিলই না।  (ছবি:ইনস্টাগ্রাম)

পর্নস্টার হোলি স্যাম্পসন দাবি করেছিলেন, ৪৫ মিনিট ধরে উডস এবং আরও দুই পুরুষের সঙ্গে এক বিছানায় কাটান তিনি। গোটা সময়টা ধরে উডসের হাসি নাকি থামছিলই না। (ছবি:ইনস্টাগ্রাম)

8 / 8
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?