Clothes Maintenance: জামা কাপড়কে অনেকদিন ধরে একইরকম রাখার জন্য এই টিপসগুলো মেনে চলুন…

জামা-কাপড় যত্ন সহকারে ব্যবহার না করলে খুব বেশিদিন টেকানো যায় না। জামা-কাপড় পরি অনেকেই জানি না সঠিকভাবে জামা-কাপড়ের যত্ন নিতে। এবার জেনে নিই দীর্ঘদিন জামা-কাপড় যাতে টিকে থাকে সেই টিপসগুলো।

| Edited By: | Updated on: Dec 29, 2021 | 12:13 PM
অনেক জামা-কাপড়ই কাচার পরে সঙ্গে সঙ্গে নিঙড়ানো উচিত না। এতে কাপড়ের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ জল ঝরানোর পরে তা টান টান করে দড়িতে মেলে দিলেই ভাল।

অনেক জামা-কাপড়ই কাচার পরে সঙ্গে সঙ্গে নিঙড়ানো উচিত না। এতে কাপড়ের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ জল ঝরানোর পরে তা টান টান করে দড়িতে মেলে দিলেই ভাল।

1 / 6
জামা-কাপড় ইস্ত্রির সময়ে খেয়াল রাখুন যাতে ইস্ত্রির তাপমাত্রা খুব বেশি না হয়। এতে জামা-কাপড়ের সেলাই পুড়ে যেতে পারে।

জামা-কাপড় ইস্ত্রির সময়ে খেয়াল রাখুন যাতে ইস্ত্রির তাপমাত্রা খুব বেশি না হয়। এতে জামা-কাপড়ের সেলাই পুড়ে যেতে পারে।

2 / 6
অনেক সময়ে ব্রাশ দিয়ে জামা-কাপড় পরিষ্কার করার সময়ে অতিরিক্ত বলপ্রয়োগে কাপড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ব্রাশের বদলে হাতে কাপড় কাচাই শ্রেয়।

অনেক সময়ে ব্রাশ দিয়ে জামা-কাপড় পরিষ্কার করার সময়ে অতিরিক্ত বলপ্রয়োগে কাপড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ব্রাশের বদলে হাতে কাপড় কাচাই শ্রেয়।

3 / 6
আপনার জামা-কাপড় একটি টপ লোড ওয়াশিং মেশিনে কাচাকাচি করতে পারেন। এতে অত্যন্ত যত্ন সহকারে জামা-কাপড় পরিষ্কার করা যাবে।

আপনার জামা-কাপড় একটি টপ লোড ওয়াশিং মেশিনে কাচাকাচি করতে পারেন। এতে অত্যন্ত যত্ন সহকারে জামা-কাপড় পরিষ্কার করা যাবে।

4 / 6
জামা-কাপড় কাচার পরে ঠিকমতো ইস্ত্রি না করলে সেগুলোর মসৃণতা কমে যায়। অর্থাৎ, নতুন অবস্থায় জামা-কাপড় যত মসৃণ থাকে, ঠিক মতো যত্ন না নেওয়ার ফলে মসৃণতা তাড়াতাড়ি হ্রাস পায়।

জামা-কাপড় কাচার পরে ঠিকমতো ইস্ত্রি না করলে সেগুলোর মসৃণতা কমে যায়। অর্থাৎ, নতুন অবস্থায় জামা-কাপড় যত মসৃণ থাকে, ঠিক মতো যত্ন না নেওয়ার ফলে মসৃণতা তাড়াতাড়ি হ্রাস পায়।

5 / 6
ডিটারজেন্ট ব্যবহার করলে অনেক সময়ে কাপড়ে রুক্ষতা চলে আসে। তাই শ্যাম্পু দিয়ে জামা পরিস্কার করুন। এতে সুগন্ধও যেমন বেরবে, সেরকম জামাকাপড় চট করে রুক্ষও হবে না।

ডিটারজেন্ট ব্যবহার করলে অনেক সময়ে কাপড়ে রুক্ষতা চলে আসে। তাই শ্যাম্পু দিয়ে জামা পরিস্কার করুন। এতে সুগন্ধও যেমন বেরবে, সেরকম জামাকাপড় চট করে রুক্ষও হবে না।

6 / 6
Follow Us: