Makeup Tips: এই উপায়ে লিপস্টিক পরুন, রাত জেগে ঠাকুর দেখলেও উঠবে না ঠোঁটের রঙ

Lipstick: প্যান্ডেল হপিংয়ের মাঝে যদি লিপস্টিক উঠে যা তাহলে পুজোর সাজটাই মাটি হয়ে যাবে। এমন উপায়ে লিপস্টিক পরুন, যাতে দীর্ঘক্ষণ স্থায়ী হয়।

| Edited By: | Updated on: Oct 01, 2022 | 12:07 PM
প্যান্ডেল হপিংয়ের মাঝে যদি লিপস্টিক উঠে যা তাহলে পুজোর সাজটাই মাটি হয়ে যাবে। হ্যান্ডে যতই আপনি লিপস্টিক রেখে দিন, ভিড়ের মাঝে দাঁড়িয়ে লিপস্টিক পরা বেশ ঝক্কির কাজ। তার চেয়ে এমন উপায়ে লিপস্টিক পরুন, যাতে সারারাত জেগে ঠাকুর দেখলেও উঠবে না ঠোঁটের রঙ।

প্যান্ডেল হপিংয়ের মাঝে যদি লিপস্টিক উঠে যা তাহলে পুজোর সাজটাই মাটি হয়ে যাবে। হ্যান্ডে যতই আপনি লিপস্টিক রেখে দিন, ভিড়ের মাঝে দাঁড়িয়ে লিপস্টিক পরা বেশ ঝক্কির কাজ। তার চেয়ে এমন উপায়ে লিপস্টিক পরুন, যাতে সারারাত জেগে ঠাকুর দেখলেও উঠবে না ঠোঁটের রঙ।

1 / 6
ঠোঁটের আর্দ্রতা কমে গেলে লিপস্টিক তাড়াতাড়ি উঠে যায়। তাই ঠোঁটের সারা বছর যত্ন নিতে হবে। ঠোঁটকে কখনও শুষ্ক রাখবেন না। প্রয়োজনে লিপ বাম ব্যবহার করুন। এছাড়াও মেকআপ শুরু আগে কিছু কৌশল মেনে চলুন।

ঠোঁটের আর্দ্রতা কমে গেলে লিপস্টিক তাড়াতাড়ি উঠে যায়। তাই ঠোঁটের সারা বছর যত্ন নিতে হবে। ঠোঁটকে কখনও শুষ্ক রাখবেন না। প্রয়োজনে লিপ বাম ব্যবহার করুন। এছাড়াও মেকআপ শুরু আগে কিছু কৌশল মেনে চলুন।

2 / 6
দীর্ঘক্ষণ লিপস্টিক তাজা রাখার জন্য কিছু নিয়ম আপনাকে মানতেই হবে। সরাসরি ঠোঁটে লিপস্টিক পরবেন না। ঠোঁটের যত্ন নিন আগে। ঠোঁট এক্সফোলিয়েট করে নিন। এতে ঠোঁটের মৃত কোষ দূর হয়ে যাবে। চিনি ও লেবুর রস মিশিয়ে স্ক্রাব বানিয়ে ব্যবহার করুন।

দীর্ঘক্ষণ লিপস্টিক তাজা রাখার জন্য কিছু নিয়ম আপনাকে মানতেই হবে। সরাসরি ঠোঁটে লিপস্টিক পরবেন না। ঠোঁটের যত্ন নিন আগে। ঠোঁট এক্সফোলিয়েট করে নিন। এতে ঠোঁটের মৃত কোষ দূর হয়ে যাবে। চিনি ও লেবুর রস মিশিয়ে স্ক্রাব বানিয়ে ব্যবহার করুন।

3 / 6
লিপস্টিক পরার আগে লিপ প্রাইমার ব্যবহার করুন। এটি আপনার ঠোঁটের রঙকে দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করবে। লিপ প্রাইমার না থাকলে আপনি মেকআপ প্রাইমারও ব্যবহার করতে পারেন। এতে লিপস্টিক চটজলদি উঠবে না।

লিপস্টিক পরার আগে লিপ প্রাইমার ব্যবহার করুন। এটি আপনার ঠোঁটের রঙকে দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করবে। লিপ প্রাইমার না থাকলে আপনি মেকআপ প্রাইমারও ব্যবহার করতে পারেন। এতে লিপস্টিক চটজলদি উঠবে না।

4 / 6
আপনার ঠোঁট যদি অতিরিক্ত শুষ্ক হয় তাহলে লিপস্টিক লাগানোর ১০ মিনিট আগে লিপ বাম লাগান। আর যদি লিপ বাম ব্যবহারের প্রয়োজন না পড়ে তাহলে প্রাইমার ব্যবহারের পর সরাসরি লিপ লাইনার দিয়ে ঠোঁটে এঁকে নিন। এই উপায়ে সহজে লিপস্টিক স্মাজ করবে না।

আপনার ঠোঁট যদি অতিরিক্ত শুষ্ক হয় তাহলে লিপস্টিক লাগানোর ১০ মিনিট আগে লিপ বাম লাগান। আর যদি লিপ বাম ব্যবহারের প্রয়োজন না পড়ে তাহলে প্রাইমার ব্যবহারের পর সরাসরি লিপ লাইনার দিয়ে ঠোঁটে এঁকে নিন। এই উপায়ে সহজে লিপস্টিক স্মাজ করবে না।

5 / 6
ক্রিমি টেক্সচারের বদলে ম্যাট ফিনিশ লিপস্টিক বেছে নিন। ম্যাট লিপস্টিকের আগে লিপ বাম ব্যবহার করতে পারেন। আর যদি ক্রিমি টেক্সচারের লিপস্টিক পরেন তাহলে লুজ পাউডার ব্যবহার করে লিপস্টিক সেট করে নিন। এতে ঘেঁটে যাবে না আপনার ঠোঁটের রঙ।

ক্রিমি টেক্সচারের বদলে ম্যাট ফিনিশ লিপস্টিক বেছে নিন। ম্যাট লিপস্টিকের আগে লিপ বাম ব্যবহার করতে পারেন। আর যদি ক্রিমি টেক্সচারের লিপস্টিক পরেন তাহলে লুজ পাউডার ব্যবহার করে লিপস্টিক সেট করে নিন। এতে ঘেঁটে যাবে না আপনার ঠোঁটের রঙ।

6 / 6
Follow Us: