৮ নভেম্বর ১২ ঘণ্টার জন্য বন্ধ ছিল অন্ধ্রপ্রদেশের প্রভু বেঙ্কেটেশ্বরের মন্দিরের দ্বার। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মূলত চন্দ্রগ্রহণের জন্যই বন্ধ ছিল এই মন্দির।
সকাল ৮ টা ৪০ মিনিটে এই মন্দিরের দ্বার বন্ধ ছিল। খোলা হয়েছে সন্ধে ৭ টা ২০ মিনিটে। চন্দ্রগ্রহণের পরে শোধন সংক্রান্ত কিছু ধর্মীয় আচার পালনের পরেই দ্বার ফের উন্মুক্ত করা হবে ভক্তদের জন্য।
এই দিন দর্শনের জন্য ধার্য সমস্ত ধরনের টিকিট বাতিল করা হয়েছিল। অর্থাৎ ভিআইপি ব্রেক, শ্রীবাণী, বিশেষ প্রবেশ কোটা, স্লটেড সর্ব দর্শন টোকেন, প্রিভিলেজড দর্শনের টিকিট বাতিল হয়েছিল। এমনকী অর্জিত সেবা আচারও পালন করা হয়নি।
মন্দিরের দ্বার পুনরায় খোলার পর একমাত্র সর্বদর্শন-এর জন্য সারিতে দাঁড়িয়ে থাকা ভক্তরা বালাজির দর্শন করার অনুমতি দেওয়া হয়ছিল।
মন্দিরের ‘পোটু’ বা রন্ধনশালার কাজকর্মও বন্ধ ছিল এদিন। গ্রহণ না কাটা যাওয়া অবধি অন্নপ্রসাদম বা অন্ন প্রসাদও বিতরণ করা হয়নি।
এই সপ্তাহের প্রথম দিকে, তিরুমালা তিরুপতি দেবস্থানের পক্ষ থেকে তিরুমালা মন্দিরের সম্পদের বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। শ্বেতপত্রে ফিক্সড ডিপোজিট ও গোল্ড ডিপোজিট সম্পর্কেও উল্লেখ রয়েছে। নথি থেকে জানা যাচ্ছে তিরুমালা মন্দিরের মোট সম্পদের পরিমাণ ২.২৬ লক্ষ কোটি যার মধ্যে রয়েছে ১০ টন সোনা এবং ১৫,৩৯৩৮ কোটি নগদও।