Srijan Bhattacharya: ‘সুশান্ত ঘোষই হয়ত কাউকে জুটিয়ে এনে বলেছিলেন ছবি তোলার মতো চালাবি, গুলি যেন না বের হয়’
Srijan Bhattacharya: সিপিএম নেতা মনে করেন এই ঘটনার ইচ্ছাকৃত ভাবেও ঘটানো হতে পারে। তিনি বলেন, "এমনও আমি রুল আউট করছি না। তবে হতেই পারে সুশান্ত ঘোষই কাউকে জুটিয়ে এনে বলেছিলেন, ছবি তোলার মতো করে চালাবি। কিন্তু গুলি যেন না বের হয়। এতে একটু ওঁর দর বাড়বে। তৃণমূলের সাংগঠনিক রদবদল আছে। আবার সত্যিই হয়ত এর পিছনে অন্য কেউ আছে।"
কলকাতা: কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করার চেষ্টার ঘটনায় তোলপাড় হচ্ছে রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার হয়েছে তিনজন। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন সিপিআইএম-এর রাজ্য কমিটির সদস্য সৃজন ভট্টাচার্য। তাঁর বক্তব্য, হয় এই ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়েছে, নয়ত সুশান্ত দলে নিজের দর বাড়াতেই এই ঘটনা ঘটিয়েছেন।
রবিবার টিভি ৯ বাংলা-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৃজন বলেন, “বাইপাসের এই ফাঁকা এলাকায় কে জমি দখল করে ফ্ল্যাট বানাবে সেই বাড়-বাড়ন্ত চরমে পৌঁছেছে তৃণমূল আমলে। সুশান্ত ঘোষের ঘটনা দুঃখজনক। হতেই পারে তৃণমূলের নিজস্ব গোষ্ঠী দ্বন্দ্বের ফলে জমি নিয়ে দখলদারি সেই কারণে এই ঘটনা। যতই সুশান্ত ঘোষ এখন বলুন, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই এই সেই বলুন। কিন্তু তৃণমূল কংগ্রেসের কায়েমী স্বার্থ জড়িয়ে আছে।”
সিপিএম নেতা মনে করেন এই ঘটনার ইচ্ছাকৃত ভাবেও ঘটানো হতে পারে। তিনি বলেন, “এমনও আমি রুল আউট করছি না। তবে হতেই পারে সুশান্ত ঘোষই কাউকে জুটিয়ে এনে বলেছিলেন, ছবি তোলার মতো করে চালাবি। কিন্তু গুলি যেন না বের হয়। এতে একটু ওঁর দর বাড়বে। তৃণমূলের সাংগঠনিক রদবদল আছে। আবার সত্যিই হয়ত এর পিছনে অন্য কেউ আছে।”