Premier League: পরিবর্ত হিসেবে নেমে সনের হ্যাটট্রিক, হ্যারিদের দাপুটে জয়

লেস্টার সিটির বিরুদ্ধে ইপিএলের ম্যাচে শনিরাতে নেমেছিল টটেনহ্যাম হটস্পার। ঘরের মাঠে দাপুটে জয় পেয়েছেন হ্যারি কেনরা। ৮ গোলের থ্রিলারের সাক্ষী থেকেছে গ্যালারিভর্তি দর্শকরা। বিশেষ পাওনা পরিবর্ত হিসেবে নামা সন হিউং মিনের হ্যাটট্রিক। ৬-২ ব্যবধানে জিতে মাঠ ছেড়েছেন হ্যারিরা। ইপিএলের ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম।

| Edited By: | Updated on: Sep 18, 2022 | 10:23 AM
লেস্টার সিটির (Leicester City) বিরুদ্ধে ইপিএলের ম্যাচে শনিরাতে নেমেছিল টটেনহ্যাম হটস্পার (Tottenham Hotspur)। ঘরের মাঠে দাপুটে জয় পেয়েছেন হ্যারি কেনরা। ৮ গোলের থ্রিলারের সাক্ষী থেকেছে গ্যালারিভর্তি দর্শকরা। বিশেষ পাওনা পরিবর্ত হিসেবে নামা সন হিউং মিনের হ্যাটট্রিক। ৬-২ ব্যবধানে জিতে মাঠ ছেড়েছেন হ্যারিরা। ইপিএলের ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম। (ছবি-টটেনহ্যাম হটস্পার টুইটার)

লেস্টার সিটির (Leicester City) বিরুদ্ধে ইপিএলের ম্যাচে শনিরাতে নেমেছিল টটেনহ্যাম হটস্পার (Tottenham Hotspur)। ঘরের মাঠে দাপুটে জয় পেয়েছেন হ্যারি কেনরা। ৮ গোলের থ্রিলারের সাক্ষী থেকেছে গ্যালারিভর্তি দর্শকরা। বিশেষ পাওনা পরিবর্ত হিসেবে নামা সন হিউং মিনের হ্যাটট্রিক। ৬-২ ব্যবধানে জিতে মাঠ ছেড়েছেন হ্যারিরা। ইপিএলের ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম। (ছবি-টটেনহ্যাম হটস্পার টুইটার)

1 / 7
টটেনহ্যামের ঘরের মাঠে ইপিএলের ম্যাচে ৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে লেস্টারকে এগিয়ে দেন ইয়োরি তিয়েলেমানস (Youri Tielemans)। (ছবি-টুইটার)

টটেনহ্যামের ঘরের মাঠে ইপিএলের ম্যাচে ৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে লেস্টারকে এগিয়ে দেন ইয়োরি তিয়েলেমানস (Youri Tielemans)। (ছবি-টুইটার)

2 / 7
এর ঠিক দুই মিনিট পর সমতায় ফেরে টটেনহ্যাম। ৮ মিনিটের মাথায় কুলুসেভস্কির পাস থেকে গোল করে টটেনহ্যামকে সমতায় ফেরান হ্যারি কেন (Harry Kane)। (ছবি-টটেনহ্যাম হটস্পার টুইটার)

এর ঠিক দুই মিনিট পর সমতায় ফেরে টটেনহ্যাম। ৮ মিনিটের মাথায় কুলুসেভস্কির পাস থেকে গোল করে টটেনহ্যামকে সমতায় ফেরান হ্যারি কেন (Harry Kane)। (ছবি-টটেনহ্যাম হটস্পার টুইটার)

3 / 7
২১ মিনিটের মাথায় টটেনহ্যামকে এগিয়ে দেন ইভান পেরিসিকের নিখুঁত পাস থেকে হেডে গোল করে কন্তের দলকে এগিয়ে দেন এরিক ডায়ার। (ছবি-টটেনহ্যাম হটস্পার টুইটার)

২১ মিনিটের মাথায় টটেনহ্যামকে এগিয়ে দেন ইভান পেরিসিকের নিখুঁত পাস থেকে হেডে গোল করে কন্তের দলকে এগিয়ে দেন এরিক ডায়ার। (ছবি-টটেনহ্যাম হটস্পার টুইটার)

4 / 7
প্রথমার্ধ শেষ হওয়ার আগে ফের সমতা ফেরায় লেস্টার। ৪১ মিনিটের মাথায় টিমোথি কাস্টেনের পাস থেকে বিপক্ষের জাল কাঁপান জেমস ম্যাডিসন (James Maddison)। (ছবি-টুইটার)

প্রথমার্ধ শেষ হওয়ার আগে ফের সমতা ফেরায় লেস্টার। ৪১ মিনিটের মাথায় টিমোথি কাস্টেনের পাস থেকে বিপক্ষের জাল কাঁপান জেমস ম্যাডিসন (James Maddison)। (ছবি-টুইটার)

5 / 7
 ৪৭ মিনিটে ফের এগিয়ে যায় টটেনহ্যাম। রদ্রিগো বেন্টানকুর (Rodrigo Bentancur) স্কোরলাইন ৩-২ করেন।  (ছবি-টটেনহ্যাম হটস্পার টুইটার)

৪৭ মিনিটে ফের এগিয়ে যায় টটেনহ্যাম। রদ্রিগো বেন্টানকুর (Rodrigo Bentancur) স্কোরলাইন ৩-২ করেন। (ছবি-টটেনহ্যাম হটস্পার টুইটার)

6 / 7
এরপর রিচার্লিসনের বদলি হিসেবে নামা দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং মিন (Son Heung-min) ১৩ মিনিটের মধ্যে ৩ খানা গোল করেন। তাঁর তিনটি গোল এসেছে যথাক্রমে ৭৩ মিনিট, ৮৪ মিনিট ও ৮৬ মিনিটে। সনের করা তিনটি গোলের মধ্যে দুটি গোলে অ্যাসিস্ট করেছেন হ্যারি কেন ও পিয়েরে এমিল হজবিয়ার্গ। (ছবি-টটেনহ্যাম হটস্পার টুইটার)

এরপর রিচার্লিসনের বদলি হিসেবে নামা দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং মিন (Son Heung-min) ১৩ মিনিটের মধ্যে ৩ খানা গোল করেন। তাঁর তিনটি গোল এসেছে যথাক্রমে ৭৩ মিনিট, ৮৪ মিনিট ও ৮৬ মিনিটে। সনের করা তিনটি গোলের মধ্যে দুটি গোলে অ্যাসিস্ট করেছেন হ্যারি কেন ও পিয়েরে এমিল হজবিয়ার্গ। (ছবি-টটেনহ্যাম হটস্পার টুইটার)

7 / 7
Follow Us: