Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Onam 2021: উত্‍সবে মেতেছে ‘ঈশ্বরের আপন দেশ’! কোথায় পাবেন সেই আনন্দের অনুভূতি, দেখুন ছবিতে…

আপনার যদি ভ্রমণের নেশা থাকে, তাহলে কোন দেশে কোথায় কী উত্‍সব চলে, কোথায় কখন গেলে পয়সা উসুল হবে, সেই তথ্য থাকে আপনার পকেটে। তাই ওনাম উত্‍সবে কেরালা ভ্রমণ যে সবচেয়ে সুখকর ও আনন্দদায়ক হবে, তা বলাই বাহুল্য।

| Edited By: | Updated on: Aug 21, 2021 | 2:22 PM
আনন্দ, জনসমাবেশ, ভরপুর খাওয়া-দাওয়া, মজা-হুল্লোড়- ওনাম উত্‍সবে মাতোয়ারা কেরালা এখন প্রকৃতির মাঝে সবচেয়ে রঙিন দেশ।ঈশ্বরের আপন দেশে ১০দিন ব্যাপী চলে প্রচুর উদ্দীপনা, প্রাণশক্তি ও উত্‍সাহ। চলে প্রতিযোগিতাও।

আনন্দ, জনসমাবেশ, ভরপুর খাওয়া-দাওয়া, মজা-হুল্লোড়- ওনাম উত্‍সবে মাতোয়ারা কেরালা এখন প্রকৃতির মাঝে সবচেয়ে রঙিন দেশ।ঈশ্বরের আপন দেশে ১০দিন ব্যাপী চলে প্রচুর উদ্দীপনা, প্রাণশক্তি ও উত্‍সাহ। চলে প্রতিযোগিতাও।

1 / 7
১২ অগস্ট থেকে শুরু হয়েছে ওনাম উত্‍সব। শেষ হবে আগামী ২৩ অগস্ট। শুধু মজা-আনন্দই নয়, এই সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রথমদিন থেকেই শুরু নানারকম ক্রীড়া প্রতিযোগিতা। ২১ অগস্ট সব প্রতিযোগিতার শেষদিন। কয়েকটি জায়গায় গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা চলে, যা সারা ভারতে জনপ্রিয় ও আকর্ষণীয়।

১২ অগস্ট থেকে শুরু হয়েছে ওনাম উত্‍সব। শেষ হবে আগামী ২৩ অগস্ট। শুধু মজা-আনন্দই নয়, এই সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রথমদিন থেকেই শুরু নানারকম ক্রীড়া প্রতিযোগিতা। ২১ অগস্ট সব প্রতিযোগিতার শেষদিন। কয়েকটি জায়গায় গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা চলে, যা সারা ভারতে জনপ্রিয় ও আকর্ষণীয়।

2 / 7
মহামারির মধ্যেও মানুষ উত্‍সবে মেতে উঠেছেন। তবে এই কঠিন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ারই নির্দেশ দেওয়া হয়েছে। তাই কোভিড-বিধি নিয়ম মানলে তবেই মিলবে বিভিন্ন জায়গায় ভ্রমণের অনুমতি।

মহামারির মধ্যেও মানুষ উত্‍সবে মেতে উঠেছেন। তবে এই কঠিন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ারই নির্দেশ দেওয়া হয়েছে। তাই কোভিড-বিধি নিয়ম মানলে তবেই মিলবে বিভিন্ন জায়গায় ভ্রমণের অনুমতি।

3 / 7
তিরুবনন্তপুরম- কেরালার রাজধানী। ওনাম উত্‍সবের অন্যতম সেরা জায়গা। উত্‍সব মুখর এই শহরের মধ্যে ২০টি জায়গায় নৃত্য প্রতিযোগিতা, মঞ্চাভিনয়, পুকালাম বিষয়বস্তু, হস্তশিল্প পরিবেশন করা হয়। প্রধান আকর্ষণ হল সুন্দর সাজে সজ্জিত হাতির বিশাল মিছিল। এছা়ড়া নৌ-বাইচ প্রতিযোগিতা ওনামের প্রধান ও অন্যতম আকর্ষণ।

তিরুবনন্তপুরম- কেরালার রাজধানী। ওনাম উত্‍সবের অন্যতম সেরা জায়গা। উত্‍সব মুখর এই শহরের মধ্যে ২০টি জায়গায় নৃত্য প্রতিযোগিতা, মঞ্চাভিনয়, পুকালাম বিষয়বস্তু, হস্তশিল্প পরিবেশন করা হয়। প্রধান আকর্ষণ হল সুন্দর সাজে সজ্জিত হাতির বিশাল মিছিল। এছা়ড়া নৌ-বাইচ প্রতিযোগিতা ওনামের প্রধান ও অন্যতম আকর্ষণ।

4 / 7
আরানমুলা- স্নেক বোট রেস  ও আরানমুলা উথ্রিতথি নৌকা দৌড়ের জন্য জনপ্রিয় এই শহরে প্রতিবছরই ওনামের সময় এমন সপরিচিত ওয়াটার কার্নিভাল প্রদর্শিত হয়। পাম্বা নদীর তীরে, অরণমুলা শ্রী পার্থসারথি মন্দিরের কাছাকাছি এই কার্নিভাল অনুষ্ঠিত হয়।

আরানমুলা- স্নেক বোট রেস ও আরানমুলা উথ্রিতথি নৌকা দৌড়ের জন্য জনপ্রিয় এই শহরে প্রতিবছরই ওনামের সময় এমন সপরিচিত ওয়াটার কার্নিভাল প্রদর্শিত হয়। পাম্বা নদীর তীরে, অরণমুলা শ্রী পার্থসারথি মন্দিরের কাছাকাছি এই কার্নিভাল অনুষ্ঠিত হয়।

5 / 7
থ্রিক্কারা মন্দির- ওনামের এই প্রতিযোগিতার সঙ্গে সম্পর্তিত একটি গুরুত্বপূর্ণ মন্দির হল থ্রিক্কারা মন্দির। এই মন্দিরটি ভগবান বামনের জন্য উত্‍সর্গ করা হয়। এই মন্দিরের পিছনে রয়েছে একটি কাহিনি। প্রাচীনকালে রাজা মহাবলী এখানে বাস করতেন। রাজা মহাবলীর গল্প এই মন্দিরের সঙ্গে সম্পর্ক রয়েছে, আর তাই ১০দিন ধরে এই মন্দির বিশেষ স্থানে পরিণত হয়।

থ্রিক্কারা মন্দির- ওনামের এই প্রতিযোগিতার সঙ্গে সম্পর্তিত একটি গুরুত্বপূর্ণ মন্দির হল থ্রিক্কারা মন্দির। এই মন্দিরটি ভগবান বামনের জন্য উত্‍সর্গ করা হয়। এই মন্দিরের পিছনে রয়েছে একটি কাহিনি। প্রাচীনকালে রাজা মহাবলী এখানে বাস করতেন। রাজা মহাবলীর গল্প এই মন্দিরের সঙ্গে সম্পর্ক রয়েছে, আর তাই ১০দিন ধরে এই মন্দির বিশেষ স্থানে পরিণত হয়।

6 / 7
ত্রিশূর-  ওনামে উত্‍সবে আরও একটি জনপ্রিয় ইভেন্ট হল টাইগার ডান্স। এই প্রাণবন্ত শিল্পকর্মের জন্য ত্রিশূর অত্যন্ত সুপরিচিত। ওনামের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রকৃতি। এই সময় ফসল কাটার মরসুম। তাই গোটা রাজ্যই আনন্দ মেতে ওঠে এই সময়। যদি ঈশ্বরের আপন দেশকে চেনার ও জানার ইচ্ছে থাকে, তাহলে ওনাম উত্‍সবের সময় একবার অন্তত যাওয়া উচিত।

ত্রিশূর- ওনামে উত্‍সবে আরও একটি জনপ্রিয় ইভেন্ট হল টাইগার ডান্স। এই প্রাণবন্ত শিল্পকর্মের জন্য ত্রিশূর অত্যন্ত সুপরিচিত। ওনামের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রকৃতি। এই সময় ফসল কাটার মরসুম। তাই গোটা রাজ্যই আনন্দ মেতে ওঠে এই সময়। যদি ঈশ্বরের আপন দেশকে চেনার ও জানার ইচ্ছে থাকে, তাহলে ওনাম উত্‍সবের সময় একবার অন্তত যাওয়া উচিত।

7 / 7
Follow Us: