Cricket: তিলোত্তমায় রবি-বিকেল মাতালেন সচিন-ধোনির বন্ধুরা

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Mar 05, 2023 | 8:04 PM

Vinod Kambli-RP Singh: তিলোত্তমায় রবিবার, ৫ মার্চ বিশেষ ভাবে সক্ষমদের জন্য অনুষ্ঠিত হয়েছে হুইলচেয়ার ক্রিকেট ম্যাচ। কলকাতার প্রগতি সংঘ ময়দানে অনুষ্ঠিত হয়েছে সেই প্রদর্শনী ক্রিকেট ম্যাচ। সেখানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি, বিসিসিআইয়ের ক্রিকেট পরামর্শদাতা কমিটির সদস্য আরপি সিং।

Mar 05, 2023 | 8:04 PM
বিশেষ ভাবে সক্ষমদের (Differently Abled) জন্য কলকাতায় অনুষ্ঠিত হুইলচেয়ার ক্রিকেট (Wheelchair Cricket) ম্যাচ। (নিজস্ব চিত্র)

বিশেষ ভাবে সক্ষমদের (Differently Abled) জন্য কলকাতায় অনুষ্ঠিত হুইলচেয়ার ক্রিকেট (Wheelchair Cricket) ম্যাচ। (নিজস্ব চিত্র)

1 / 7
কলকাতার প্রগতি সংঘ ময়দানে অনুষ্ঠিত হল এই প্রদর্শনী ক্রিকেট ম্যাচ। (নিজস্ব চিত্র)

কলকাতার প্রগতি সংঘ ময়দানে অনুষ্ঠিত হল এই প্রদর্শনী ক্রিকেট ম্যাচ। (নিজস্ব চিত্র)

2 / 7
হুইলচেয়ার ক্রিকেট ম্যাচে তারকাদের সমাগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি (Vinod Kambli), বিসিসিআইয়ের ক্রিকেট পরামর্শদাতা কমিটির সদস্য আরপি সিং (RP Singh)। (নিজস্ব চিত্র)

হুইলচেয়ার ক্রিকেট ম্যাচে তারকাদের সমাগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি (Vinod Kambli), বিসিসিআইয়ের ক্রিকেট পরামর্শদাতা কমিটির সদস্য আরপি সিং (RP Singh)। (নিজস্ব চিত্র)

3 / 7
বিধায়ক তাপস রায়, সংসদ সদস্য ডঃ শান্তনু সেন, কাউন্সিলর অঞ্জন পাল এবং আরও অনেকে উপস্থিত ছিলেন এই প্রদর্শনী ক্রিকেট ম্যাচে। (নিজস্ব চিত্র)

বিধায়ক তাপস রায়, সংসদ সদস্য ডঃ শান্তনু সেন, কাউন্সিলর অঞ্জন পাল এবং আরও অনেকে উপস্থিত ছিলেন এই প্রদর্শনী ক্রিকেট ম্যাচে। (নিজস্ব চিত্র)

4 / 7
বিশেষ ভাবে সক্ষম ক্রিকেটারদের মানসিক ভাবে উদ্বুদ্ধ করলেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার। (নিজস্ব চিত্র)

বিশেষ ভাবে সক্ষম ক্রিকেটারদের মানসিক ভাবে উদ্বুদ্ধ করলেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার। (নিজস্ব চিত্র)

5 / 7
ব্যাট হাতে দেখা গিয়েছে বিনোদ কাম্বলিকে। তাঁকে বোলিং করলেন আরপি সিং। সচিন তেন্ডুলকরের ছেলেবেলার বন্ধু কাম্বলি। অন্যদিকে আরপি সিং আবার মহেন্দ্র সিং ধোনির ঘনিষ্ঠ বন্ধু। (নিজস্ব চিত্র)

ব্যাট হাতে দেখা গিয়েছে বিনোদ কাম্বলিকে। তাঁকে বোলিং করলেন আরপি সিং। সচিন তেন্ডুলকরের ছেলেবেলার বন্ধু কাম্বলি। অন্যদিকে আরপি সিং আবার মহেন্দ্র সিং ধোনির ঘনিষ্ঠ বন্ধু। (নিজস্ব চিত্র)

6 / 7
প্রত্যেককে সমান সুযোগ দিয়ে সম্মানিত করতেই এই ক্রিকেট ম্যাচের উদ্যোগ। সমাজে পরিবর্তন আনতেই এই অভিনব চিন্তাভাবনা উদ্যোক্তাদের। (নিজস্ব চিত্র)

প্রত্যেককে সমান সুযোগ দিয়ে সম্মানিত করতেই এই ক্রিকেট ম্যাচের উদ্যোগ। সমাজে পরিবর্তন আনতেই এই অভিনব চিন্তাভাবনা উদ্যোক্তাদের। (নিজস্ব চিত্র)

7 / 7

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla