Bangla News » Photo gallery » Watch the stunning bicycle kick goal from amputee striker Marcin Oleksy that beat Richarlison and Payet to FIFA’s Best Puskas award
Marcin Oleksy: এক পা নেই, তাতেই বাইসাইকেল কিকে গোল! রিচার্লিসনকে টপকে পুসকাস পুরস্কার ছিনিয়ে নিলেন এই তারকা
TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Mar 01, 2023 | 9:55 PM
Puskas Award: কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সার্বিয়ার বিরুদ্ধে বাইসাইকেল কিকে দুর্দান্ত এক গোল করেছিলেন ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন (Richarlison)। ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন হতে না পারলেও টুর্নামেন্টের সেরা গোল নির্বাচিত হয়েছিল রিচার্লিসনের ওই গোলটি। তবে তা সত্ত্বেও পুসকাস অ্যাওয়ার্ড পাননি রিচার্লিসন। এ বার এই পুরস্কার পেয়েছেন পোল্যান্ডের মার্সিন ওলেক্সি (Marcin Oleksy)। চেনেন তাঁকে?
Mar 01, 2023 | 9:55 PM
২০২২ সালে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সার্বিয়ার বিরুদ্ধে বাইসাইকেল কিকে দুর্দান্ত এক গোল করেছিলেন ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন (Richarlison)। ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন হতে না পারলেও, টুর্নামেন্টের সেরা গোল নির্বাচিত হয়েছিল রিচার্লিসনের ওই গোলটি। তবে তা সত্ত্বেও এ বারের পুসকাস অ্যাওয়ার্ড (Puskas Award) পাননি রিচার্লিসন। (ছবি-টুইটার)
1 / 8
রিচার্লিসনের থেকে এ বারের পুসকাস অ্যাওয়ার্ড ছিনিয়ে নিয়েছেন পোল্যান্ডের তারকা ফুটবলার মার্সিন ওলেক্সি (Marcin Oleksy)। (ছবি-টুইটার)
2 / 8
ওলেক্সি কোনও সাধারণ ফুটবলার নন। বিশেষভাবে সক্ষম ওলেক্সি এক পা না থাকার ফলে স্ক্র্যাচে ভর করে ফুটবল খেলেন। তাঁকে বলা হয় অ্যাম্পিউট ফুটবলার। (ছবি-টুইটার)
3 / 8
সেই এক পা নিয়েই পোলিশ ফুটবলার ওলেক্সি একটি চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে গোল করেন। সেই গোলটি ছিল ২০২২ সালের নভেম্বরে। (ছবি-টুইটার)
4 / 8
সেই ম্যাচে ওলেস্কির প্রতিপক্ষ ছিল স্তাল রেজেসজো। ফুটবলপ্রেমীরা তাঁর ওই বাইসাইকেল কিকে গোলটি দেখে মুগ্ধ হয়েছেন। শুধু তাই নয়, এই গোলের প্রশংসার বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। (ছবি-টুইটার)
5 / 8
ওই বিশেষ গোলটির সুবাদে মার্সিন ওলেস্কি পেয়েছেন এ বারে ফিফার পুসকাস পুরস্কার। তিনি প্রথম অ্যাম্পিউট ফুটবলার যিনি পুসকাস অ্যাওয়ার্ড পেলেন। (ছবি-টুইটার)
6 / 8
পুসকাস পুরস্কার জয়ী মার্সিন ওলেস্কি জানান, রিচার্লিসনকে তিনি টপকে এই পুরস্কার পেয়েছেন ঠিকই কিন্তু তার জন্য কোনও কিছু বদলাবে না। তিনি একইসঙ্গে জানান, এই পুরস্কার পাওয়ার পর তাঁর কাছে অনেক বেশি ফোন আসছে, সাক্ষাৎকার দেওয়ার অনুরোধ আসছে। সবই হাসিমুখে করছেন তিনি। (ছবি-টুইটার)
7 / 8
২০১০ সালের এক দুর্ঘটনা পুরোপুরি বদলে দেয় ওলেস্কির জীবন। তিনি জানান, এভাবে গোল করতে তিনি ভালোবাসেন। যখন ফুটবল খেলা শুরু করেছিলেন মার্সিন তখন নিজেকেই বলেছিলেন, বিশেষ গোল করতে হবে। নিজেকে দেওয়া কথা রেখেছেন মার্সিন। তাই তাঁর হাতে উঠেছে এ বারের পুসকাস অ্যাওয়ার্ডও। (ছবি-টুইটার)