AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhanteras 2023: ধন্বন্তরী না কুবের, ধনতেরসে কোন দেবতার পুজো করা সবচেয়ে শুভ?

Hindu festival: ধনতেরস নিয়ে রয়েছে বেশ কিছু পৌরাণিক কাহিনি। তার মধ্যে অন্যতম হল অমৃতভাণ্ডার ও ধন্বন্তরী। দুর্বাসা মুনির অভিশাপে দেবরাজ ইন্দ্র সব হারালে স্বর্গরাজ্য থেকে বিতারিত হন। এমনকি অসুরকুলের সঙ্গেও পরাজয় ঘটে। এমন বিপদে ব্রহ্মার শরণাপন্ন হলেন ইন্দ্র-সহ সব দেবতাকূল।

| Edited By: | Updated on: Nov 09, 2023 | 9:30 AM
Share
সনাতন হিন্দু ধর্মমতে, দিওয়ালির উত্‍সব শুরু হয় ধনতেরসের মধ্য দিয়ে। কার্তিক মাসের কৃষ্ণপক্ষেক ত্রয়োদশী তিথি থেকে সূচনা হয় দীপাবলির। এই দিনটিকে ধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরস বলা হয়ে থাকে। কথিত আছে, এদিন সোনা-রুপোর অলঙ্কার বা বাসনপত্র বা ঝাড়ু কিনলে গজলক্ষ্মী অত্যন্ত তুষ্ট হন।

সনাতন হিন্দু ধর্মমতে, দিওয়ালির উত্‍সব শুরু হয় ধনতেরসের মধ্য দিয়ে। কার্তিক মাসের কৃষ্ণপক্ষেক ত্রয়োদশী তিথি থেকে সূচনা হয় দীপাবলির। এই দিনটিকে ধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরস বলা হয়ে থাকে। কথিত আছে, এদিন সোনা-রুপোর অলঙ্কার বা বাসনপত্র বা ঝাড়ু কিনলে গজলক্ষ্মী অত্যন্ত তুষ্ট হন।

1 / 8
ধনতেরস নিয়ে রয়েছে বেশ কিছু পৌরাণিক কাহিনি। তার মধ্যে অন্যতম হল অমৃতভাণ্ডার ও ধন্বন্তরী। দুর্বাসা মুনির অভিশাপে দেবরাজ ইন্দ্র সব হারালে স্বর্গরাজ্য থেকে বিতারিত হন। এমনকি অসুরকুলের সঙ্গেও পরাজয় ঘটে। এমন বিপদে ব্রহ্মার শরণাপন্ন হলেন ইন্দ্র-সহ সব দেবতাকূল।

ধনতেরস নিয়ে রয়েছে বেশ কিছু পৌরাণিক কাহিনি। তার মধ্যে অন্যতম হল অমৃতভাণ্ডার ও ধন্বন্তরী। দুর্বাসা মুনির অভিশাপে দেবরাজ ইন্দ্র সব হারালে স্বর্গরাজ্য থেকে বিতারিত হন। এমনকি অসুরকুলের সঙ্গেও পরাজয় ঘটে। এমন বিপদে ব্রহ্মার শরণাপন্ন হলেন ইন্দ্র-সহ সব দেবতাকূল।

2 / 8
বিষ্ণুর কাছে গেলে তিনি জানান, সমুদ্রমন্থনের সময় অমৃতভাণ্ড উদ্ধার করে পান করলে দেবতারা অমরত্ব লাভ করবেন। সেই সঙ্গে দেবীলক্ষ্মীকেও উদ্ধার করা সম্ভব হবে। বিষ্ণু পরামর্শে মন্দার পর্বতকে দণ্ড করে ও বাসপকী নাগকে মন্থনের রজ্জু হিসেবে ব্যবহার করা হয়।

বিষ্ণুর কাছে গেলে তিনি জানান, সমুদ্রমন্থনের সময় অমৃতভাণ্ড উদ্ধার করে পান করলে দেবতারা অমরত্ব লাভ করবেন। সেই সঙ্গে দেবীলক্ষ্মীকেও উদ্ধার করা সম্ভব হবে। বিষ্ণু পরামর্শে মন্দার পর্বতকে দণ্ড করে ও বাসপকী নাগকে মন্থনের রজ্জু হিসেবে ব্যবহার করা হয়।

3 / 8
দেবতা ও অসুরের মধ্যে তুমুল টানাটানির ফলে সমুদ্রের অন্দর থেকে লক্ষ্মী-সহ বিভিন্ন মূল্যবান সামগ্রীরও উত্থান ঘটে। চন্দ্র, ঐরাবত হাতি, বিভিন্ন রত্ন, পারিজাত পুষ্পবৃক্ষ উঠতে শুরু করে। অমৃতের ভাণ্ডার নিয়ে আবির্ভাব ঘটে দেববৈদ্য ধন্বন্তরীর।

দেবতা ও অসুরের মধ্যে তুমুল টানাটানির ফলে সমুদ্রের অন্দর থেকে লক্ষ্মী-সহ বিভিন্ন মূল্যবান সামগ্রীরও উত্থান ঘটে। চন্দ্র, ঐরাবত হাতি, বিভিন্ন রত্ন, পারিজাত পুষ্পবৃক্ষ উঠতে শুরু করে। অমৃতের ভাণ্ডার নিয়ে আবির্ভাব ঘটে দেববৈদ্য ধন্বন্তরীর।

4 / 8
সমুদ্রমন্থনের একেবারে শেষে আবির্ভূতা হন দেবী লক্ষ্মী। অমাবস্যায় সহস্র ফণার ছত্রছায়া তিনি সকলের কাছে প্রকাশ হলেন। রূপে-গুণে লক্ষ্মীকে সকলে স্বাগত জানিয়ে প্রণাম জানান। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদসী তিথিতে উঠে আসেন ধন্বন্তরীও। তাই তাঁকেও এদিন ধনের দেবতা জ্ঞানে পুজো করা হয়।

সমুদ্রমন্থনের একেবারে শেষে আবির্ভূতা হন দেবী লক্ষ্মী। অমাবস্যায় সহস্র ফণার ছত্রছায়া তিনি সকলের কাছে প্রকাশ হলেন। রূপে-গুণে লক্ষ্মীকে সকলে স্বাগত জানিয়ে প্রণাম জানান। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদসী তিথিতে উঠে আসেন ধন্বন্তরীও। তাই তাঁকেও এদিন ধনের দেবতা জ্ঞানে পুজো করা হয়।

5 / 8
অন্যদিকে কুবের হলেন হিন্দুশাস্ত্রের কোষাধ্যক্ষ। কথিত আছে, বিষ্ণুর অপর রূপ বেঙ্কটেশ্বর পদ্মাবতীকে বিবাহ করা জন্য কুবেরের থেকে বেশ কিছু ধন ঋণ গ্রহণ করেছিলেন। তাই তিরুপতি মন্দিরে বেঙ্কটেশ্বরের হুণ্ডিতে এখনও দান করেন।

অন্যদিকে কুবের হলেন হিন্দুশাস্ত্রের কোষাধ্যক্ষ। কথিত আছে, বিষ্ণুর অপর রূপ বেঙ্কটেশ্বর পদ্মাবতীকে বিবাহ করা জন্য কুবেরের থেকে বেশ কিছু ধন ঋণ গ্রহণ করেছিলেন। তাই তিরুপতি মন্দিরে বেঙ্কটেশ্বরের হুণ্ডিতে এখনও দান করেন।

6 / 8
কুবেরকে হিন্দুশাস্ত্র জগতে ধনসম্পদের দেবতা হিসেবে পুজো করা হয়। লক্ষ্মী ওগণেশ পুজোর সঙ্গে সঙ্গে ধনাদিপতি কুবেরকেও পুজো করা হয়।  অর্থবেদ, রামায়ণ ও মহাভারতে কুবেরের নাম উল্লেখ রয়েছে। পৌরাণিক কাহিনি মতে, কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা নিধি, দেবতার পদমর্যাদা ও পুষ্পক রথ প্রদান করেছিলেন।

কুবেরকে হিন্দুশাস্ত্র জগতে ধনসম্পদের দেবতা হিসেবে পুজো করা হয়। লক্ষ্মী ওগণেশ পুজোর সঙ্গে সঙ্গে ধনাদিপতি কুবেরকেও পুজো করা হয়। অর্থবেদ, রামায়ণ ও মহাভারতে কুবেরের নাম উল্লেখ রয়েছে। পৌরাণিক কাহিনি মতে, কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা নিধি, দেবতার পদমর্যাদা ও পুষ্পক রথ প্রদান করেছিলেন।

7 / 8
কুবের হলেন দেবতাদের কোষাধ্য়ক্ষ ও উপদেবতাদের অধিপতি। বিশ্বের ধনসম্পদ রক্ষার দায়িত্ব রয়েছে কুবেরের কাঁধেই। কুবেরের সঙ্গে গণেশের একটি সম্পর্ক রয়েছে। তাই ধনতেরসের দিন কুবের, লক্ষ্মীর পাশাপাশি গণেশেরও পুজো করা হয়ে থাকে।

কুবের হলেন দেবতাদের কোষাধ্য়ক্ষ ও উপদেবতাদের অধিপতি। বিশ্বের ধনসম্পদ রক্ষার দায়িত্ব রয়েছে কুবেরের কাঁধেই। কুবেরের সঙ্গে গণেশের একটি সম্পর্ক রয়েছে। তাই ধনতেরসের দিন কুবের, লক্ষ্মীর পাশাপাশি গণেশেরও পুজো করা হয়ে থাকে।

8 / 8