Alvaro Morata: ম্যাজিক শোয়ে প্রোপোজ, স্প্যানিশ স্ট্রাইকারের মডেল স্ত্রীকে চেনেন?

কোস্টারিকার বিরুদ্ধে ৭-০'র বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল স্পেন। দ্বিতীয় ম্যাচে জার্মানির বিরুদ্ধে এগিয়ে ছিল স্পেন। যদিও শেষ অবধি জার্মানি সমতা ফেরায়। ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল স্পেনকে। দু-ম্যাচেই গোল করেছেন স্প্যানিশ তারকা স্ট্রাইকার আলভারো মোরাতা। দ্বিতীয় ম্যাচে তাঁর গোল অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। পরিবর্ত হিসেবে নেমে এগিয়ে দিয়েছিলেন দলকে।

| Edited By: | Updated on: Nov 29, 2022 | 9:00 AM
 কোস্টারিকার বিরুদ্ধে ৭-০'র বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল স্পেন। দ্বিতীয় ম্যাচে জার্মানির বিরুদ্ধে এগিয়ে ছিল স্পেন। যদিও শেষ অবধি জার্মানি সমতা ফেরায়। ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল স্পেনকে। (ছবি: টুইটার)

কোস্টারিকার বিরুদ্ধে ৭-০'র বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল স্পেন। দ্বিতীয় ম্যাচে জার্মানির বিরুদ্ধে এগিয়ে ছিল স্পেন। যদিও শেষ অবধি জার্মানি সমতা ফেরায়। ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল স্পেনকে। (ছবি: টুইটার)

1 / 5
দু-ম্যাচেই গোল করেছেন স্প্যানিশ তারকা স্ট্রাইকার আলভারো মোরাতা। দ্বিতীয় ম্যাচে তাঁর গোল অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। পরিবর্ত হিসেবে নেমে এগিয়ে দিয়েছিলেন দলকে। (ছবি: ইন্সটাগ্রাম)

দু-ম্যাচেই গোল করেছেন স্প্যানিশ তারকা স্ট্রাইকার আলভারো মোরাতা। দ্বিতীয় ম্যাচে তাঁর গোল অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। পরিবর্ত হিসেবে নেমে এগিয়ে দিয়েছিলেন দলকে। (ছবি: ইন্সটাগ্রাম)

2 / 5
আলভারো মোরাতার স্ত্রী অ্যালিস ক্যাম্পেলোকে চেনেন! তিনি ইতালির একজন মডেল এবং ফ্যাশন ডিজাইনার। আলভারো-অ্যালিসের সুন্দর পরিবারে যমজ সন্তানও রয়েছে। (ছবি: ইন্সটাগ্রাম)

আলভারো মোরাতার স্ত্রী অ্যালিস ক্যাম্পেলোকে চেনেন! তিনি ইতালির একজন মডেল এবং ফ্যাশন ডিজাইনার। আলভারো-অ্যালিসের সুন্দর পরিবারে যমজ সন্তানও রয়েছে। (ছবি: ইন্সটাগ্রাম)

3 / 5
সালটা ২০১৬। ডিসেম্বরের এক দিনে মাদ্রিদে একটি ম্যাজিক শো চলছিল। সেই মঞ্চেই অ্যালিসকে প্রোপোজ করেন আলভারো মোরাতা। পরের বছরই ইতালির শহর ভেনিসে বিয়ে। বহু তারকা উপস্থিত ছিলেন হাই-প্রোফাইল এই বিয়ের অনুষ্ঠানে। (ছবি: ইন্সটাগ্রাম)

সালটা ২০১৬। ডিসেম্বরের এক দিনে মাদ্রিদে একটি ম্যাজিক শো চলছিল। সেই মঞ্চেই অ্যালিসকে প্রোপোজ করেন আলভারো মোরাতা। পরের বছরই ইতালির শহর ভেনিসে বিয়ে। বহু তারকা উপস্থিত ছিলেন হাই-প্রোফাইল এই বিয়ের অনুষ্ঠানে। (ছবি: ইন্সটাগ্রাম)

4 / 5
আলভারোর স্ত্রী হিসেবে নয়, অ্যালিসের নিজস্ব পরিচিতিই আকাশছোঁয়া। মডেলিং এবং ফ্যাশন ডিজাইনের জন্যই। সোশ্যাল মিডিয়াতেও বিশাল ফ্যান ফলোয়িং অ্যালিসের। সুন্দর পরিবার, যমজ সন্তান, ভালোবাসা, নাম, খ্যাতি। আর কী চাই! (ছবি: ইন্সটাগ্রাম)

আলভারোর স্ত্রী হিসেবে নয়, অ্যালিসের নিজস্ব পরিচিতিই আকাশছোঁয়া। মডেলিং এবং ফ্যাশন ডিজাইনের জন্যই। সোশ্যাল মিডিয়াতেও বিশাল ফ্যান ফলোয়িং অ্যালিসের। সুন্দর পরিবার, যমজ সন্তান, ভালোবাসা, নাম, খ্যাতি। আর কী চাই! (ছবি: ইন্সটাগ্রাম)

5 / 5
Follow Us: