Vinod Kambli Wife: ডিভোর্সি কাম্বলির প্রেমে হাবুডুবু খেয়ে বিয়ে করেছিলেন আন্দ্রেয়া, এখন কপালে জুটছে মার!

Andrea Hewitt: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির (Vinod Kambli) স্ত্রী আন্দ্রেয়া হিউইট সম্প্রতি তাঁর স্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। মুম্বইয়ের বান্দ্রা থানায় আন্দ্রেয়া তাঁর স্বামী বিনোদ কাম্বলির বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছিলেন। একটা সময় ডিভোর্সি কাম্বলির প্রেমে হাবুডুবু খেয়ে বিয়ে করেছিলেন মডেল আন্দ্রেয়া। তাঁর কপালে এখন জুটছে মার।

| Edited By: | Updated on: Feb 07, 2023 | 3:14 PM
ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির (Vinod Kambli) স্ত্রী আন্দ্রেয়া হিউইট (Andrea Hewitt) সম্প্রতি তাঁর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় মারধরের অভিযোগ আনেন। আন্দ্রেয়া বান্দ্রা থানায় কাম্বলির বিরুদ্ধে এফআইআর দায়ের করিয়েছেন। আন্দ্রেয়া জানিয়েছেন রান্না করার প্যান দিয়ে তাঁর মাথায় আঘাত করেছেন কাম্বলি। (ছবি-টুইটার)

ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির (Vinod Kambli) স্ত্রী আন্দ্রেয়া হিউইট (Andrea Hewitt) সম্প্রতি তাঁর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় মারধরের অভিযোগ আনেন। আন্দ্রেয়া বান্দ্রা থানায় কাম্বলির বিরুদ্ধে এফআইআর দায়ের করিয়েছেন। আন্দ্রেয়া জানিয়েছেন রান্না করার প্যান দিয়ে তাঁর মাথায় আঘাত করেছেন কাম্বলি। (ছবি-টুইটার)

1 / 8
সচিন তেন্ডুলকরের বাল্যবন্ধু বিনোদ কাম্বলির প্রথম স্ত্রী কিন্তু আন্দ্রেয়া হিউইট নন। তিনি কাম্বলির দ্বিতীয় স্ত্রী। আন্দ্রেয়া পেশায় মডেল। ২০০৬ সালে কাম্বলি ও আন্দ্রেয়ার বিয়ে হয়। (ছবি-টুইটার)

সচিন তেন্ডুলকরের বাল্যবন্ধু বিনোদ কাম্বলির প্রথম স্ত্রী কিন্তু আন্দ্রেয়া হিউইট নন। তিনি কাম্বলির দ্বিতীয় স্ত্রী। আন্দ্রেয়া পেশায় মডেল। ২০০৬ সালে কাম্বলি ও আন্দ্রেয়ার বিয়ে হয়। (ছবি-টুইটার)

2 / 8
১৯৯৮ সালে নোয়েলা লিউয়িস নামের এক রিসেপসনিস্টকে বিয়ে করেছিলেন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি। সেই বিয়ে বেশিদিন টেকেনি। ২০০৫ সালে নোয়েলার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় বিনোদ কাম্বলির। ততদিনে যদিও আন্দ্রেয়ার সঙ্গে প্রেমে মশগুল ছিলেন কাম্বলি। (ছবি-টুইটার)

১৯৯৮ সালে নোয়েলা লিউয়িস নামের এক রিসেপসনিস্টকে বিয়ে করেছিলেন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি। সেই বিয়ে বেশিদিন টেকেনি। ২০০৫ সালে নোয়েলার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় বিনোদ কাম্বলির। ততদিনে যদিও আন্দ্রেয়ার সঙ্গে প্রেমে মশগুল ছিলেন কাম্বলি। (ছবি-টুইটার)

3 / 8
২০০০ সালে আন্দ্রেয়ার সঙ্গে প্রথম দেখা বিনোদ কাম্বলির। এরপর ছয় বছর ধরে ডেট করার পর ২০০৬ সালে কোর্টে বিয়ে করে নেন বিনোদ কাম্বলি এ আন্দ্রেয়া হিউইট। (ছবি-টুইটার)

২০০০ সালে আন্দ্রেয়ার সঙ্গে প্রথম দেখা বিনোদ কাম্বলির। এরপর ছয় বছর ধরে ডেট করার পর ২০০৬ সালে কোর্টে বিয়ে করে নেন বিনোদ কাম্বলি এ আন্দ্রেয়া হিউইট। (ছবি-টুইটার)

4 / 8
আন্দ্রেয়ার সঙ্গে বিয়ের বছর চারেক পর, তাঁদের কোল আলো করে আসে পুত্রসন্তান। যার নাম তারা রাখেন জেসাস ক্রিশ্চিয়ানো কাম্বলি। (ছবি-টুইটার)

আন্দ্রেয়ার সঙ্গে বিয়ের বছর চারেক পর, তাঁদের কোল আলো করে আসে পুত্রসন্তান। যার নাম তারা রাখেন জেসাস ক্রিশ্চিয়ানো কাম্বলি। (ছবি-টুইটার)

5 / 8
ছেলে হওয়ার পর চার্চে দ্বিতীয়বার বিয়ে করেন বিনোদ কাম্বলি এবং আন্দ্রেয়া। তারপর ২০১৪ সালে বান্দ্রা হিল রোডের সেন্ট পিটার চার্চে খ্রিস্টান রীতি অনুসারে বিয়ে করেন তাঁরা। এই বিয়েতে তাঁদের ছেলেও উপস্থিত ছিল। ২০১৪ সালের ৩১ অক্টোবর, তাঁদের এক কন্যাসন্তানও হয়েছিল। বিনোদ ও আন্দ্রেয়া যার নাম রাখেন জোহানা ক্রিশ্চিয়ানা। (ছবি-টুইটার)

ছেলে হওয়ার পর চার্চে দ্বিতীয়বার বিয়ে করেন বিনোদ কাম্বলি এবং আন্দ্রেয়া। তারপর ২০১৪ সালে বান্দ্রা হিল রোডের সেন্ট পিটার চার্চে খ্রিস্টান রীতি অনুসারে বিয়ে করেন তাঁরা। এই বিয়েতে তাঁদের ছেলেও উপস্থিত ছিল। ২০১৪ সালের ৩১ অক্টোবর, তাঁদের এক কন্যাসন্তানও হয়েছিল। বিনোদ ও আন্দ্রেয়া যার নাম রাখেন জোহানা ক্রিশ্চিয়ানা। (ছবি-টুইটার)

6 / 8
বিনোদ কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া এক সময় বেশ পরিচিত মডেল ছিলেন। প্রিন্ট মিডিয়ার বেশ কয়েকটি বিজ্ঞাপনের কভার পেজেও দেখা গিয়েছে তাঁকে। তনিষ্ক ব্র্যান্ডের বিজ্ঞাপন দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন আন্দ্রেয়া। তিনি মুম্বইয়ে বিউটি কনসালটেন্ট হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। (ছবি-টুইটার)

বিনোদ কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া এক সময় বেশ পরিচিত মডেল ছিলেন। প্রিন্ট মিডিয়ার বেশ কয়েকটি বিজ্ঞাপনের কভার পেজেও দেখা গিয়েছে তাঁকে। তনিষ্ক ব্র্যান্ডের বিজ্ঞাপন দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন আন্দ্রেয়া। তিনি মুম্বইয়ে বিউটি কনসালটেন্ট হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। (ছবি-টুইটার)

7 / 8
এই মুহূর্তে সেই অর্থে লাইমলাইটে নেই আন্দ্রেয়া। তবে স্বামীর কীর্তির জন্য তিনি ফের শিরোনামে। আন্দ্রেয়া একজন ফিটনেস ফ্রিক হিসেবেও পরিচিত এবং নিজেকে ফিট রাখার জন্য প্রায়শই ওয়ার্কআউট করতে জিমেও যান তিনি। (ছবি-টুইটার)

এই মুহূর্তে সেই অর্থে লাইমলাইটে নেই আন্দ্রেয়া। তবে স্বামীর কীর্তির জন্য তিনি ফের শিরোনামে। আন্দ্রেয়া একজন ফিটনেস ফ্রিক হিসেবেও পরিচিত এবং নিজেকে ফিট রাখার জন্য প্রায়শই ওয়ার্কআউট করতে জিমেও যান তিনি। (ছবি-টুইটার)

8 / 8
Follow Us: