এখনও পর্যন্ত বাজার চলতি একটি ভ্রান্ত ধারনা রয়েছে যে ছেলেরা রুপচর্চা(Skin Care) করে না। কিন্তু এর কারণ জিজ্ঞেস করলে উত্তর খুঁজে পাওয়া সম্ভব নয়।
. বিশেষজ্ঞদের মতে, ছেলেদের আরও বেশি করে ত্বকের যত্ন নেওয়া উচিত। কারণ পুরুষদের ত্বকে কোলাজেন ও ইলাস্টিনের পরিমাণ বেশি থাকে। যা ত্বককে শুষ্ক, ও মোটা বানিয়ে দেয়।
পুরুষদের মধ্যে ব্রণের সমস্যা দেখা দেয়। যার হাত থেকে রক্ষা পেতে সঠিক স্কিন কেয়ারের প্রয়োজন।
প্রথমেই যেটি করতে হবে তা হল ত্বককে পরিস্কার রাখতে হবে। তাই ফেস-ওয়াশ দিয়ে নিয়মিত ত্বক পরিস্কার করুন।
নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য় করে।
রোদে বেড়োনোর আগে সানস্ক্রিন ব্যবহার করতে ভুললে চলবে না। এটি সূর্যের ক্ষতিকারক প্রভাব থেকে ত্বককে রক্ষা করবে।
দাড়ি কাটার পর আফটার সেভ ব্যবহারের অভ্যা করুন। এটি ত্বকের ক্ষত রোধ করে।
রাতে শুতে যাওয়ার সময় নাইট ক্রিম লাগান। এতে ত্বক হবে সুন্দর ও সতেজ।