Christmas: ভারতের উপকূলীয় শহরে মেতে উঠুন ক্রিসমাসের পার্টিতে!

ভারতের কোন কোন উপকূলীয় শহরে আপনি ক্রিসমাসের পার্টি উপভোগ করতে পারবেন, দেখে নিন এক নজরে...

| Edited By: | Updated on: Nov 25, 2021 | 6:40 PM
পুদুচেরি: ভারতে সবচেয়ে সুন্দর ও পরিস্কার উপকূলবর্তী শহর। এই শহরটি অন্যান্য উপকূলবর্তী শহরের থেকে আলাদা। শহরের আনাচে-কানাচে মিশে রয়েছে ফরাসি উপনিবেশের স্থাপত্য, সংস্কৃতি। এখানে আপনি ক্রিসমাসে পার্টি করতে পারেন।

পুদুচেরি: ভারতে সবচেয়ে সুন্দর ও পরিস্কার উপকূলবর্তী শহর। এই শহরটি অন্যান্য উপকূলবর্তী শহরের থেকে আলাদা। শহরের আনাচে-কানাচে মিশে রয়েছে ফরাসি উপনিবেশের স্থাপত্য, সংস্কৃতি। এখানে আপনি ক্রিসমাসে পার্টি করতে পারেন।

1 / 5
কেরালা: মনোরম আবহাওয়া, সমুদ্র সৈকতের নোনতা হাওয়া, বাতিঘর ও শান্ত ঢেউয়ের আলতো ছোঁয়া বারবার আপনাকে টানবে কেরালার বিভিন্ন উপকূলবর্তী শহরে। কোভালামের মত জায়গায় আপনি ক্রিসমাসের ছুটি কাটাতে পারবেন।

কেরালা: মনোরম আবহাওয়া, সমুদ্র সৈকতের নোনতা হাওয়া, বাতিঘর ও শান্ত ঢেউয়ের আলতো ছোঁয়া বারবার আপনাকে টানবে কেরালার বিভিন্ন উপকূলবর্তী শহরে। কোভালামের মত জায়গায় আপনি ক্রিসমাসের ছুটি কাটাতে পারবেন।

2 / 5
মুম্বাই: জনবহুল শহর মুম্বাই। তবুও এখানে আপনি অনাহাসে ক্রিসমাস ডিনার উপভোগ করতে পারবেন বন্ধু ও পরিবারের সঙ্গে।

মুম্বাই: জনবহুল শহর মুম্বাই। তবুও এখানে আপনি অনাহাসে ক্রিসমাস ডিনার উপভোগ করতে পারবেন বন্ধু ও পরিবারের সঙ্গে।

3 / 5
গোয়া: ভারতে সবচেয়ে ধুমধাম করে ক্রিসমাস পালিত হয় গোয়াতে। গোয়ার  সমুদ্র সৈকতে আপনি পার্টিতে মেতে উঠতে পারেন। এছাড়াও এখানে বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করতে পারবেন।

গোয়া: ভারতে সবচেয়ে ধুমধাম করে ক্রিসমাস পালিত হয় গোয়াতে। গোয়ার সমুদ্র সৈকতে আপনি পার্টিতে মেতে উঠতে পারেন। এছাড়াও এখানে বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করতে পারবেন।

4 / 5
দমন ও দিউ: অন্যান্য শহরের মত পর্যটকদের কাছে জনপ্রিয় নয় দমন ও দিউ। তবুও এখানে ধুমধাম করে পালিত হয় ক্রিসমাস। আপনি যদি নিরিবিলি জায়গায় ক্রিসমাস পালন করতে চান তাহলে এই জায়গাকে বেছে নিতে পারেন।

দমন ও দিউ: অন্যান্য শহরের মত পর্যটকদের কাছে জনপ্রিয় নয় দমন ও দিউ। তবুও এখানে ধুমধাম করে পালিত হয় ক্রিসমাস। আপনি যদি নিরিবিলি জায়গায় ক্রিসমাস পালন করতে চান তাহলে এই জায়গাকে বেছে নিতে পারেন।

5 / 5
Follow Us: