AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022: রাজস্থানের প্রতি ম্যাচে নজর কেড়েছে ধনশ্রীর পিঙ্ক প্রেম, দেখুন ছবিতে

Yuzvendra Chahal-Dhanashree Verma: চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের (RR) জার্সি চাপিয়ে ২২ গজে দাপট দেখাচ্ছেন ভারতীয় তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। এই আইপিএলে ভালো ফর্মেও রয়েছে গোলাপি শহরের দল। এখনও অবধি আইপিএল-২০২২ এর ১১টি ম্যাচের ৭টিতে জয় ও ৪টিতে হারের মুখ দেখেছেন যুজিরা। রাজস্থানের প্রতি ম্যাচে গ্যালারিতে দলকে চিয়ার করতে দেখা যায় যুজির স্ত্রী ধনশ্রী ভার্মাকে। শুধু তাই নয়, গুলাবি পরী সেজে প্রতি ম্যাচে নতুন অবতারে টেলিভিশন ক্যামেরায় ধরা দেন চাহালের স্ত্রী।

| Edited By: | Updated on: May 09, 2022 | 7:30 AM
Share
এ বারের আইপিএলে পিঙ্ক জার্সিতে ২২ গজে আগুন ঝরাচ্ছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল। গ্যালারিতে পিঙ্ক প্রেম জাহির করে নজর কেড়ে চলেছেন যুজির স্ত্রী ধনশ্রী। (ছবি-ধনশ্রী ভার্মা ইন্সটাগ্রাম)

এ বারের আইপিএলে পিঙ্ক জার্সিতে ২২ গজে আগুন ঝরাচ্ছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল। গ্যালারিতে পিঙ্ক প্রেম জাহির করে নজর কেড়ে চলেছেন যুজির স্ত্রী ধনশ্রী। (ছবি-ধনশ্রী ভার্মা ইন্সটাগ্রাম)

1 / 5
রাজস্থানের প্রতি ম্যাচে গ্যালারিতে দলকে চিয়ার করতে দেখা যায় যুজবেন্দ্রর স্ত্রী ধনশ্রী ভার্মাকে। শুধু তাই নয়, গুলাবি পরী সেজে প্রতি ম্যাচে নতুন অবতারে টেলিভিশন ক্যামেরায় ধরা দেন চাহালের স্ত্রী। (ছবি-ধনশ্রী ভার্মা ইন্সটাগ্রাম)

রাজস্থানের প্রতি ম্যাচে গ্যালারিতে দলকে চিয়ার করতে দেখা যায় যুজবেন্দ্রর স্ত্রী ধনশ্রী ভার্মাকে। শুধু তাই নয়, গুলাবি পরী সেজে প্রতি ম্যাচে নতুন অবতারে টেলিভিশন ক্যামেরায় ধরা দেন চাহালের স্ত্রী। (ছবি-ধনশ্রী ভার্মা ইন্সটাগ্রাম)

2 / 5
রাজস্থান রয়্যালসের প্রতিটা ম্যাচেই ধনশ্রী স্টেডিয়ামে উপস্থিত থাকেন। এবং, পিঙ্ক আর্মির সব ম্যাচে গোলাপি রংয়ের জামা পরে গ্যালারিতে শোভা বাড়ান ধনশ্রী। (ছবি-ধনশ্রী ভার্মা ইন্সটাগ্রাম)

রাজস্থান রয়্যালসের প্রতিটা ম্যাচেই ধনশ্রী স্টেডিয়ামে উপস্থিত থাকেন। এবং, পিঙ্ক আর্মির সব ম্যাচে গোলাপি রংয়ের জামা পরে গ্যালারিতে শোভা বাড়ান ধনশ্রী। (ছবি-ধনশ্রী ভার্মা ইন্সটাগ্রাম)

3 / 5
হালকা মেক আপ আর গোলাপি রংয়ের প্রতিটা ড্রেসেই ধনশ্রীকে অত্যন্ত সুন্দরী দেখতে লাগে। নিজের ইন্সটাগ্রামে পিঙ্ক আর্মির ম্যাচ ডে-তে তাঁর ছবি পোস্ট করেন ধনশ্রী। (ছবি-ধনশ্রী ভার্মা ইন্সটাগ্রাম)

হালকা মেক আপ আর গোলাপি রংয়ের প্রতিটা ড্রেসেই ধনশ্রীকে অত্যন্ত সুন্দরী দেখতে লাগে। নিজের ইন্সটাগ্রামে পিঙ্ক আর্মির ম্যাচ ডে-তে তাঁর ছবি পোস্ট করেন ধনশ্রী। (ছবি-ধনশ্রী ভার্মা ইন্সটাগ্রাম)

4 / 5
 চলতি আইপিএলে পিঙ্ক ড্রেস পরে পিঙ্ক আর্মিকে সমর্থন করার পাশাপাশি স্বামীর সাফল্যেও বাঁধনভাঙা উচ্ছ্বাসে মাততে দেখা গিয়েছে ধনশ্রীকে।  (ছবি-ধনশ্রী ভার্মা ইন্সটাগ্রাম)

চলতি আইপিএলে পিঙ্ক ড্রেস পরে পিঙ্ক আর্মিকে সমর্থন করার পাশাপাশি স্বামীর সাফল্যেও বাঁধনভাঙা উচ্ছ্বাসে মাততে দেখা গিয়েছে ধনশ্রীকে। (ছবি-ধনশ্রী ভার্মা ইন্সটাগ্রাম)

5 / 5