‘পান্তা খাওয়া শুভেন্দু রাস্তায়, সমস্যায় ফ্ল্যাটবাড়ির কেউ কেউ’

সৌরভ পাল |

Dec 03, 2020 | 8:30 PM

অতীতে এই শুভেন্দু অধিকারীকেই বলতে শোনা গিয়েছে, “প্যারাশুটেও নামিনি, লিফটেও চড়িনি। সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠেছি।”

Follow Us

তমলুক: শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও তৃণমূল (Trinamool) কংগ্রেসের দীর্ঘ সম্পর্কের টানাপোড়েন চূড়ান্ত বিন্দুতে এসে দাঁড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনায় যে বরফ গলেনি, তা এবার দিনের আলোর মতো প্রকট হতে শুরু করেছে। এতদিন যে সৌগত রায় বলে আসছিলেন ‘শুভেন্দু দলেই ছিলেন, দলেই রয়েছেন’, সেই বর্ষীয়ান সাংসদই আজ সাফ জানিয়ে দিলেন, ‘চ্যাপ্টার ক্লোজড’। অর্থাৎ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোট কৌশলী প্রশান্ত কিশোর, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায়ের উপস্থিতিতে এক তারিখ যে রুদ্ধদ্বার বৈঠক হল, তা এক প্রকার নিষ্ফলা বলেই মনে করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেও শুভেন্দু যে নিজের অবস্থান বদল করেননি, তা হোয়াটসঅ্যাপে মেসেজ বিনিময় পর্ব থেকেই স্পষ্ট।

আরও পড়ুন: এক মঞ্চে কুণাল-লক্ষ্মণ! শুভেন্দু বিতর্কের আবহে কি নয়া সমীকরণের জল্পনা

বৃহস্পতিবার গড়বেতায় শহিদ ক্ষুদিরামের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানেও শুভেন্দুকে দেখা গেল বিগত কয়েক দিনের মতো চেনা মেজাজেই। অরাজনৈতিক মঞ্চ থেকে পদত্যাগী মন্ত্রী বললেন, “আজ এক সংবাদমাধ্যম লিখেছে, আমি নাকি কমফোর্ট জোনে রাজনীতি করি। এই গড়বেতায় এগারো সালের আগে সব থেকে বেশি তো আমিই আসতাম। এখন ফ্ল্যাটবাড়িতে থাকা কারও কারও অসুবিধা হচ্ছে, গ্রামের ছেলেটা রাস্তায় নেমেছে।” সঙ্গে তিনি আরও বলেন, “এই পান্তা ভাত খাওয়া, মুড়ি খাওয়া গ্রামের ছেলেটা আদর্শের জন্য লড়েছে এবং আগামীতেও লড়বে।”

আরও পড়ুন: কৃষি আইন প্রত্যাহার করুক, নচেৎ দেশজুড়ে আন্দোলন, কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

অতীতে এই শুভেন্দু অধিকারীকেই বলতে শোনা গিয়েছে, “প্যারাশুটেও নামিনি, লিফটেও চড়িনি। সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠেছি।” এদিন তাঁর সংযোজন, “ফ্ল্যাটবাড়িতে থাকা কারও কারও সমস্যা হচ্ছে, গ্রামের ছেলেটা রাস্তায় নেমেছে।” ওয়াকিবহল মহলের মতে, রবিবার সাংবাদিক বৈঠকে বড় সিদ্ধান্ত ঘোষণা করার আগে এভাবেই নিজের অবস্থানকে আরও মজবুত করছেন শুভেন্দু অধিকারী।

তমলুক: শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও তৃণমূল (Trinamool) কংগ্রেসের দীর্ঘ সম্পর্কের টানাপোড়েন চূড়ান্ত বিন্দুতে এসে দাঁড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনায় যে বরফ গলেনি, তা এবার দিনের আলোর মতো প্রকট হতে শুরু করেছে। এতদিন যে সৌগত রায় বলে আসছিলেন ‘শুভেন্দু দলেই ছিলেন, দলেই রয়েছেন’, সেই বর্ষীয়ান সাংসদই আজ সাফ জানিয়ে দিলেন, ‘চ্যাপ্টার ক্লোজড’। অর্থাৎ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোট কৌশলী প্রশান্ত কিশোর, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায়ের উপস্থিতিতে এক তারিখ যে রুদ্ধদ্বার বৈঠক হল, তা এক প্রকার নিষ্ফলা বলেই মনে করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেও শুভেন্দু যে নিজের অবস্থান বদল করেননি, তা হোয়াটসঅ্যাপে মেসেজ বিনিময় পর্ব থেকেই স্পষ্ট।

আরও পড়ুন: এক মঞ্চে কুণাল-লক্ষ্মণ! শুভেন্দু বিতর্কের আবহে কি নয়া সমীকরণের জল্পনা

বৃহস্পতিবার গড়বেতায় শহিদ ক্ষুদিরামের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানেও শুভেন্দুকে দেখা গেল বিগত কয়েক দিনের মতো চেনা মেজাজেই। অরাজনৈতিক মঞ্চ থেকে পদত্যাগী মন্ত্রী বললেন, “আজ এক সংবাদমাধ্যম লিখেছে, আমি নাকি কমফোর্ট জোনে রাজনীতি করি। এই গড়বেতায় এগারো সালের আগে সব থেকে বেশি তো আমিই আসতাম। এখন ফ্ল্যাটবাড়িতে থাকা কারও কারও অসুবিধা হচ্ছে, গ্রামের ছেলেটা রাস্তায় নেমেছে।” সঙ্গে তিনি আরও বলেন, “এই পান্তা ভাত খাওয়া, মুড়ি খাওয়া গ্রামের ছেলেটা আদর্শের জন্য লড়েছে এবং আগামীতেও লড়বে।”

আরও পড়ুন: কৃষি আইন প্রত্যাহার করুক, নচেৎ দেশজুড়ে আন্দোলন, কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

অতীতে এই শুভেন্দু অধিকারীকেই বলতে শোনা গিয়েছে, “প্যারাশুটেও নামিনি, লিফটেও চড়িনি। সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠেছি।” এদিন তাঁর সংযোজন, “ফ্ল্যাটবাড়িতে থাকা কারও কারও সমস্যা হচ্ছে, গ্রামের ছেলেটা রাস্তায় নেমেছে।” ওয়াকিবহল মহলের মতে, রবিবার সাংবাদিক বৈঠকে বড় সিদ্ধান্ত ঘোষণা করার আগে এভাবেই নিজের অবস্থানকে আরও মজবুত করছেন শুভেন্দু অধিকারী।

Next Article