Swapna Shastra: স্বপ্নে বার বার খাদে বা পিছলে পড়ে যাওয়ার স্বপ্ন দেখা কীসের লক্ষণ, জানেন?
Dream Astrology: ঘুমের মধ্যে এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখলে কখনও আবার আঁতকে উঠে ঘুম ভেঙে যায়। বাস্তবেও এমনটা ঘটছে ভেবে কেউ কেউ আবার ঘুমের মধ্যেই চিত্কার-চেঁচামেচি পর্যন্ত করে থাকেন। রাতে ঘুমানোর সময় শিশু থেকে প্রবীণ, অনেকেই এমন স্বপ্ন দেখে থাকেন। স্বপ্নে বিভিন্ন স্থান থেকে পড়ার স্বপ্ন ভবিষ্যত সম্পর্কেও বিভিন্ন ইঙ্গিত দেয়।

গভীর ঘুমের মধ্যে বহুবার এমন হয়েছে, উঁচু পাহাড় বা কোনও জায়গা থেক নীচে পড়ে যাচ্ছেন, কিছুতেই উঠতেই পারছেন না। শুধু তাই নয়, কখনও কুয়োর অন্ধকার অতলে, সমুদ্রের জলের নীচে আবার কখনও আকাশ থেকে নীচে পড়ার স্বপ্নও ভেসে ওঠে ঘুমের মধ্যে। ঘুমের মধ্যে এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখলে কখনও আবার আঁতকে উঠে ঘুম ভেঙে যায়। বাস্তবেও এমনটা ঘটছে ভেবে কেউ কেউ আবার ঘুমের মধ্যেই চিত্কার-চেঁচামেচি পর্যন্ত করে থাকেন। রাতে ঘুমানোর সময় শিশু থেকে প্রবীণ, অনেকেই এমন স্বপ্ন দেখে থাকেন। স্বপ্নে বিভিন্ন স্থান থেকে পড়ার স্বপ্ন ভবিষ্যত সম্পর্কেও বিভিন্ন ইঙ্গিত দেয়। স্বপ্ন বিজ্ঞান অনুসারে, উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখা শুভ নাকি অশুভ, তা জানার আলাদা কৌতূহল তৈরি হয়। স্বপ্ন বিজ্ঞান মতে, এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখার অর্থ কী?
-স্বপ্নে যদি পা পিছলে বা অসাবধানতাবশত পিছলে পড়ে যান, তাহলে স্বপ্ন বিজ্ঞান মতে, তা মোটেই ভালো স্বপ্ন হিসেবে ধরা হয় না। এর অর্থ হল ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়দের মধ্যে কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন। তাই এমন স্বপ্ন যদি ঘুমের মধ্যে দেখা দেয়, তাহলে সতর্ক থাকুন।
– শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও অনেকে আকাশ থেকে মাটিতে পড়ার স্বপ্নও দেখে থাকেন। স্বপ্ন বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই স্বপ্নকে অশুভ বলেই মনে করা হয়। এই স্বপ্নের অর্থ হল আগামীদিনে আপনার সঙ্গে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে চলেছে। শুধু তাই নয়, ভবিষ্যতের জন্য আরও বেশি করে সতর্ক থাকা জরুরি।
-ঘুমের মধ্যে যদি পাহাড় থেকে নিচে পড়ার স্বপ্ন দেখেন, তাহলে সেটাও অশুভ ইঙ্গিত। আসন্ন সংকটের জন্য প্রস্তুতি নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। তাই এমন স্বপ্ন দেখার পরেই আপনাকে সচেতন থাকা জরুরি।
– স্বপ্নেও নিজেকে ছাদ থেকে পড়ে যেতে দেখেছেন? স্বপ্ন বিজ্ঞান মতে, এধরনের স্বপ্ন ভবিষ্যতে পারিবারিক কলহের ইঙ্গিত দেয়। যদি সতর্ক হোন তাহলে পরিবারে সম্প্রীতি সৃষ্টির চেষ্টা করা উচিত।
