দেবী লক্ষ্মীর বাহন পেঁচা, তাই বাস্তু শাস্ত্রে পেঁচার গুরুত্ব অসীম। অনেকে আবার ঘর সাজাবার জন্য কাঠের বা ধাতুর পেঁচার মূর্তি বাজার থেকে কিনে আনেন। আচমকা বাড়িতে পেঁচা ঢুকলে লক্ষ্মী প্রবেশ করেছেন বলেও মনে করা হয়। কিন্তু পেঁচার মূর্তি বাড়িতে রাখা কি শুভ?
বাস্তু শাস্ত্র অবশ্য বলছে বাড়িতে পেঁচার মূর্তি রাখলে তা বাস্তু ত্রুটি দূর করে। দেবী লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। বাড়িতে পেঁচার মূর্তি রাখা শুভ হলেও, যদি সঠিক নিয়ম মেনে রাখেন তবেই তা ভাল, না হলে নয়। নিয়ম না মানলে বড় আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। পারিবারিক অশান্তিও হতে পারে।
কী ভাবে রাখবেন পেঁচার মূর্তি?
বাস্তু শাস্ত্র বলছে বাড়ির উত্তর পশ্চিম দিকে পেঁচার মূর্তি রাখা অত্যন্ত শুভ। তবে এই দিকে বাড়ির মূল প্রবেশ দ্বার হলে সেই দিকে মুখ করে না রাখাই ভাল। অন্যথায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সঠিক নিয়ম মেনে পেঁচার মূর্তি রাখলে জীবনে সফলতা আসবে, আর্থিক দিকে উন্নতি হবে।
বাস্তু শাস্ত্রে মনে করা হয়, পেঁচার মূর্তি যদি আপনি বাড়িতে রাখেন তাহলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং নেতিবাচক শক্তি বিদায় নেবে। পরিবারের ওপর যদি গ্রহের কোনও অশুভ দৃষ্টি থাকে তাও সরে যাবে।