Nil Sasthi 2024: বাংলা ক্যালেন্ডার মতে, এ বছর নীলষষ্ঠী কবে?
Bengali Rituals: নিয়ম মেনে, এদিন বিবাহিত মহিলারা কন্যাও পুত্রসন্তানের মঙ্গলকামনায় নীরোগ ও সুস্থ জীবন কামনায় নীলষষ্ঠী ব্রত পালন করে থাকেন। নীল ষষ্ঠীর পরের দিনই চৈত্র মাসের শেষ দিন হিসেবে পালিত হয়। সেদিন চৈত্র সংক্রান্তিও পালন করা হয়। নীলের পুজোর পরের দিন বামলা ক্যালেন্ডার মতে একটি নতুন বছরের সূচনা হয়।

বাংলা ক্যালেন্ডার অনুসারে, বছরের শেষ ষষ্ঠী পালিত হয় নীলের পুজো বা নীলষষ্ঠীর মধ্য দিয়ে। চৈত্র সংক্রান্তির চড়ক উত্সবের ঠিক আগের দিন ধুমধাম করে পালিত হয় সনাতন বাঙালির এই লোকোত্সব। নীলের পুজো সাধারণত নীল ও নীলাবতী নামে এক বিবাহ উত্সব অনুষ্ঠিত হয়। নিয়ম মেনে, এদিন বিবাহিত মহিলারা কন্যাও পুত্রসন্তানের মঙ্গলকামনায় নীরোগ ও সুস্থ জীবন কামনায় নীলষষ্ঠী ব্রত পালন করে থাকেন। নীল ষষ্ঠীর পরের দিনই চৈত্র মাসের শেষ দিন হিসেবে পালিত হয়। সেদিন চৈত্র সংক্রান্তিও পালন করা হয়। নীলের পুজোর পরের দিন বামলা ক্যালেন্ডার মতে একটি নতুন বছরের সূচনা হয়। পয়লা বৈশাখের আগেই পালিত হয় গ্রামবাংলার এই লৌকিক ব্রত ও উত্সব।
নীলষষ্ঠী ২০২৪ কবে ও কখন পালিত হবে?
বাংলা ক্যালেন্ডার অনুসারে, এবছর, ১৩ এপ্রিল বৃহস্পতিবার পালিত হবে নীলষষ্ঠী। এদিন সন্ধ্যালগ্নে পুজো দেওয়া হয়। ষষ্ঠীর উপবাস ও ব্রত রেখে শিবের মাথায় জল ঢালেন মায়েরা। বাংলার লোককথা অনুসারে, নীলসন্ন্যাসীরা ও শিব-দুর্গার সঙেরা পুজোর সময় নীলকে ফুল দিয়ে সাজিয়ে পাড়ায় পাড়ায় নৃত্য ও লোকগান গেয়ে থাকেন। নীলের এই গান গাওয়াকে অষ্টক বলা হয়। সারাদিন উপোস রেখে সন্তানের সুখ-সৌভাগ্য ও দীর্ঘ জীবনের কামনা করে, প্রদীপ জ্বালিয়ে শিবের পুজো করেন মহিলারা। তারপর শিবের প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করে হালকা খাবার খান।
নীলের কোনও অবয়ব নেই, তবে নিম ও বেল কাঠকে নীলের মূর্তি হিসেবে পুজো করা হয়। নীলপুজোর আগের দিন অধিবাস পালন করা হয়। গভীর রাতে দেবদেবীদের সংকল্প করে উপবাস রাখেন। নীলের দিন উপবাস রাখলেও প্রথা অনুযায়ী অনেকেই শিবের চ্যালা ও ভূত-প্রেতের দেবতাকে পোড়া শোল মাছের ভোগ নিবেদন করেন। নীলের পুজোয় গঙ্গাস্নান করা আবশ্যিক। নীলকেও গঙ্গাস্নান করে নতুন লালশালু কাপড় পরিয়ে, ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, কমপক্ষে সাত বাড়িতে নীলকে ঘুরিয়ে, গান গেয়ে, নৃত্য করে পুজো করা হয়। এদিন নীলের উপবাস রেখে, শিবের মাথায় ডাবের জল ঢালা হয়। বেল ফল, বেল পাতা, আকন্দ ফুল ও ফল, অপরাজিতা ফুল নিবেদন করার নিয়ম রয়েছে।
