Ganesh Chaturthi 2025: গণেশ চতুর্থীতে বাড়িতে গণেশ মূর্তি স্থাপন করবেন? কোন নিয়ম না মানলে হতে পারে বিপদ?
Ganesh Idol Installation: সামনেই গণেশ চতুর্থী। মুম্বইতে গণেশ পুজো নিয়ে মারাত্মক উন্মাদনা থাকলেও গত কয়েক বছরে তা বেশ বেড়েছে বাংলাতেও। আপনিও কি এই গণেশ চতুর্থীতে বাড়িতে একটি গণেশ মূর্তি স্থাপন করবেন ভাবছেন? কিন্তু কোন কোন নিয়ম না মানলে হতে পারে বড় ভুল?

সামনেই গণেশ চতুর্থী। মুম্বইতে গণেশ পুজো নিয়ে মারাত্মক উন্মাদনা থাকলেও গত কয়েক বছরে তা বেশ বেড়েছে বাংলাতেও। আপনিও কি এই গণেশ চতুর্থীতে বাড়িতে একটি গণেশ মূর্তি স্থাপন করবেন ভাবছেন? বাড়িতে সুখ-শান্তি বজায় রাখতে এবং গণেশ মূর্তি স্থাপন করার জন্য এর চেয়ে ভাল দিন আর কি বা হতে পারে? কিন্তু এই সময় কোন কোন নিয়ম না মানলে হতে পারে বড় ভুল?
১। বাস্তু মতে বাড়িতে গণেশ মূর্তি রাখতে হলে তা সাদা রঙের হওয়া ভাল। এই মূর্তি বাড়িতে শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনে। বাড়িতে এই ধরনের গণেশ মূর্তি রাখলে অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। চাইলে সোনালি রঙের গণেশ মূর্তি রাখতে পারেন। এই মূর্তি সৌভাগ্য বয়ে আনে।
২। খেয়াল রাখতে হবে মূর্তির শুঁড়ের দিকেও। গণেশ মূর্তির শুঁড় বাঁ দিকে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের মূর্তিকে দক্ষিণমুখী গণেশ বলা হয়। ডান দিকে গণেশের শুঁড় থাকলে গণেশের মেজাজ হয় রাগী। তা বিপদ ডেকে আনতে পারে।
৩। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বাড়িতে মাটির গণেশ মূর্তি স্থাপন করা হয়েছে। যদিও বাস্তু বলছে কাঠের গণেশ মূর্তি স্থাপন করলে বাড়ির সকলের স্বাস্থ্য ভাল থাকে। আবার রুপোর গণেশ রাখলে সাংসারিক সমস্যা থেকে দূরে থাকা যায়।
৪। গণেশ মূর্তি স্থাপন করার জন্য সঠিক জায়গাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথায় গণেশ মূর্তি রাখবেন? এমনভাবে গণেশ মূর্তি রাখতে হবে যাতে মূর্তির মুখ প্রধান প্রবেশদ্বারের পিছন ঘুরে থাকে। গণেশের মুখ থাকতে হবে বাড়ির ভিতরের দিকে। বাথরুমের আশেপাশে যেন গণেশ মূর্তি না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। এতে নেতিবাচক শক্তি বাড়তে পারে। সবচেয়ে ভাল গণেশ মূর্তি যদি উত্তর মুখ করে রাখা যায়।
৫। আরেকটি জিনিস মাথায় রাখবেন, গণেশের মূর্তি কোনও ভাবে সরাসরি মাটিতে রাখবেন না। উঁচু কোনও সিংহাসনে বা কাঠের কোনও উঁচু কিছুর উপরে গণেশ মূর্তি স্থাপন করতে পারেন।
মনে করা হয়, গণেশের প্রিয় রং লাল। তাই গণেশের মূর্তির চারপাশে লাল কাপড় বা লাল কিছু রাখতে পারলে ভাল।
