Tibetan Prayer Flags: হিমালয়ের কোলে হাওয়ায় ওড়ে তিব্বতের প্রার্থনা পতাকা! এই পতাকা ব্যবহারের নিয়ম জানা আছে তো?

TV9 Bangla Digital | Edited By: megha

Feb 01, 2022 | 6:00 AM

অনেকেই রয়েছেন যাঁরা বাড়িতে, পড়ার ডেস্কে, গাড়িতে কিংবা বাইকে তিব্বতের প্রার্থনা পতাকাগুলি ঝুলিয়ে রাখেন। এই পতাকাগুলোর রঙ থেকে শুরু করে শব্দগুলি পর্যন্ত সবকিছুরই একটি গভীর অর্থ রয়েছে।

Tibetan Prayer Flags: হিমালয়ের কোলে হাওয়ায় ওড়ে তিব্বতের প্রার্থনা পতাকা! এই পতাকা ব্যবহারের নিয়ম জানা আছে তো?
তিব্বতের প্রার্থনা পতাকা

Follow Us

অনেকেই রয়েছেন যাঁরা বাড়িতে, পড়ার ডেস্কে, গাড়িতে কিংবা বাইকে তিব্বতের প্রার্থনা পতাকাগুলি (Tibetan Prayer Flags) ঝুলিয়ে রাখেন। এই পতাকাগুলোর রঙ থেকে শুরু করে শব্দগুলি পর্যন্ত সবকিছুরই একটি গভীর অর্থ রয়েছে। বৌদ্ধ (Buddhism) প্রার্থনার পতাকাগুলি মূলত বায়ুর মাধ্যমে উত্তর দেওয়ার জন্য আমাদের প্রার্থনা বহন করে। যে কোনও তিব্বতের অংশে বেড়াতে গেলে কিংবা কোনও বৌদ্ধ গুম্ফায় (Monastery) গেলে আমরা এই পতাকাগুলো দেখে থাকি। একে বলা হয় প্রার্থনা পতাকা।

প্রার্থনার পতাকা চার কোণা আকৃতির এক টুকরা রঙিন কাপড়। হিমালয় পর্বতমালার বিভিন্ন জায়গায় এই কাপড়গুলো পতাকার মতো করে ওড়ানো হয় যেন পর্বতের চারিদিকের গ্রামাঞ্চলে ঈশ্বরের করুণা সবসময় থাকে। ধারণা করা হয় বন ধর্মে এই পতাকার সূচনা। বন ধর্মে, বন ধর্মের বিশ্বাসী মূল রঙের পতাকাগুলো তিব্বতে ব্যবহার করে। ঐতিহ্যগতভাবে এই পতাকাগুলোতে কাঠের ব্লক ছাপা দিয়ে বিভিন্ন বক্তব্য এবং ছবি ছাপানো হয়। এই পতাকাগুলো সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নিন…

মূলত পাঁচটি রঙের হয় এই পতাকাগুলো। বাম থেকে ডানে একে নীল, সাদা, লাল, সবুজ এবং হলুদ রঙের পতাকা সুবিন্যস্ত থাকে। এই পাঁচটি পতাকা বায়ু, আগুন, জল ও পৃথিবীর প্রতীক। সাদা পতাকা বায়ুর প্রতীক, লাল আগুনের, সবুজ জলের, হলুদ পৃথিবীর এবং নীল হল প্রবাহের। এমনকি এই পতাকাগুলো দিককেও উপস্থাপন করে- উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং কেন্দ্র।

এই পতাকার মধ্যে একটি মন্ত্র লেখা থাকে- ‘ওম মানি পাদমে হাম’। ওমের অর্থ হল পবিত্র অক্ষর। মানি অর্থাৎ জুয়েল, পাদমে মানে পদ্ম এবং হাম মানে জ্ঞানার্জনের আত্মা। এই মন্ত্রের কোনও একটি বিশেষ অর্থ নেই। এটি সহানুভূতি, নৈতিকতা, ধৈর্য, অধ্যবসায়, ত্যাগ এবং প্রজ্ঞার মতো মূল্যবোধের সংমিশ্রণ। বলা হয়ে থাকে যে, ধ্যানের সময় মন্ত্রটি পাঠ করলে তা অহংকার, ঈর্ষা, অজ্ঞতা, লোভ ও আগ্রাসন নিরাময় করতে পারে।

বৌদ্ধ পতাকা স্থির থাকবে এমন ভাবে কখনও রাখা উচিত নয়। বৌদ্ধ পতাকা সব সময় উড়ন্ত অবস্থায় থাকা উচিত। বলা হয়ে থাকে, এই পতাকাগুলো ইতিবাচক আধ্যাত্মিক কম্পন নির্গত করে এবং প্রার্থনাগুলি নীরব প্রার্থনার মতো বাতাসের দ্বারা বহন করা হয়। তার সঙ্গে বৌদ্ধ পতাকা যাতে মাটিতে না পড়ে বা কখন মাটি স্পর্শ না করে সেই দিকে খেয়াল রাখুন। এতে পতাকার অসম্মান হয়। পতাকাগুলো ম্লান হয়ে যাওয়ার অর্থ এগুলো আপনার প্রার্থনা বহন করছেন।

আরও পড়ুন: সঠিক স্থানে লাফিং বুদ্ধের মূর্তি রাখলে জীবনের চাকা ঘুরে যেতে পারে

আরও পড়ুন: আপনার হাতের তালু আপনার ব্যক্তিত্ব সম্পর্কে কী ইঙ্গিত করে, জেনে নিন

Next Article