AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raksha Bandhan 2023: কলিযুগ থেকে নয়, রাখি উত্‍সব সূচনা কবে থেকে? রয়েছে বহু পৌরাণিক কাহিনি

Mythology: বিশ্বাস করা হয় যে সত্যযুগ থেকে এই উত্সব প্রথম শুরু হয়েছিল। সেই সময় দেবী লক্ষ্মী রাজা বালিকে রক্ষাসূত্র বেঁধে এই প্রথা শুরু করেছিলেন।  তবে রাখি নিয়ে রয়েছে বহু পৌরাণিক কাহিনি। সেই কাহিনিগুলির একঝলক পড়ে নিন...

Raksha Bandhan 2023: কলিযুগ থেকে নয়, রাখি উত্‍সব সূচনা কবে থেকে? রয়েছে বহু পৌরাণিক কাহিনি
| Edited By: | Updated on: Aug 31, 2023 | 9:30 AM
Share

রক্ষাবন্ধন প্রতি বছর আমরা সকল ভাই ও বোনেরা পরম ভালবাসা এবং স্নেহের সাথে উদযাপন করি। বোনেরা থালা সাজিয়ে ভাইয়ের আরতি করেন এবং ভগবানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। কিন্তু জানেন কি রক্ষাবন্ধন পালনের সূচনা কলিযুগ থেকে নয়, পৌরাণিক যুগ থেকেই। বিশ্বাস করা হয় যে সত্যযুগ থেকে এই উত্সব প্রথম শুরু হয়েছিল। সেই সময় দেবী লক্ষ্মী রাজা বালিকে রক্ষাসূত্র বেঁধে এই প্রথা শুরু করেছিলেন।  তবে রাখি নিয়ে রয়েছে বহু পৌরাণিক কাহিনি। সেই কাহিনিগুলির একঝলক পড়ে নিন…

পৌরাণিক কাহিনি অনুসারে, রাজা বালি ও ভগবান বিষ্ণুর কাহিনি রাখি পূর্ণিমায় খুব জনপ্রিয়। কাহিনি মতে, একবার রাজা বালি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সেই সময় ভগবান বিষ্ণু বামনের রূপ ধারণ করেন এবং রাজা বালিকে তিন ধাপ জমি দান করতে বলেন। সঙ্গে সঙ্গে রাজা বালি এতে রাজি হয়ে যান। ভগবান বিষ্ণু বামনের রূপ ধারণ করে তাঁর সঙ্গে ভ্রমণে যান। তিনি এক ধাপে পৃথিবী ও দ্বিতীয় ধাপে আকাশ মাপেন। আর তৃতীয় ধাপে ওঠার স্ঙ্গে সঙ্গে রাজা বালি ভগবান বিষ্ণুর পায়ের কাছে মাথা নত করে রাখেন। রাজা বালি ভগবান বিষ্ণুর কাছে বর চেয়ে বলেছিলেন,  তিনি জাগ্রত অবস্থায় আপনাকে দেখতে চান। এই পরিস্থিতিতে ভগবান যেন তাঁকে বর দেন ও তাঁর সঙ্গে বসবাস শুরু করেন।

দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর রাজা বালির সঙ্গে থাকার কারণে খুব রেগে যান। নারদ মুনিকে পুরো ঘটনা খুলে বলেন। নারদ তখন বলেছিলেন, তুমি রাজা বালিকে তোমার ভাই বানিয়ে ভগবান বিষ্ণুকে ফিরিয়ে আনতে পারো। লক্ষ্মীও তাই করলেন ও কাঁদতে কাঁদতে রাজা বালির কাছে পৌঁছে গেলেন। দেবীকে কাঁদতে দেখে রাজা বালি তাঁকে কান্নার কারণ জিজ্ঞেস করেন। সেই সময় তিনি বলেন,  আমি তোমার ভাই, তুমি কেন কাঁদছ আমাকে বলো। তারপর লক্ষ্মী ভগবান বিষ্ণুকে মুক্ত করার ব্রত নেন , আর সেই থেকে রাখী উৎসব পালিত হয়।

দ্বিতীয় পৌরাণিক কাহিনিটি হল, অসুর ও দেবতাদের মধ্যে যুদ্ধ নিয়ে। অসুর ও দেবতাদের মধ্যে যুদ্ধে অসুররা খুব প্রভাবশালী হয়ে ওঠে। যার ফলে ইন্দ্রের স্ত্রী শচী তার স্বামী ও দেবতাদের নিয়ে চিন্তিত হয়ে পড়েন। এই সময় তিনি ইন্দ্রকে রক্ষা করার জন্য একটি শক্তিশালী প্রতিরক্ষামূলক সুতো তৈরি করেছিলেন। আর তখন থেকেই যে কোনও শুভ কাজে হাত বাঁধা হয় মলির। আর শুরু হয় রক্ষাবন্ধনের উৎসব।

রক্ষাবন্ধন উৎসব সম্পর্কে আরও একটি কাহিনি রয়েছে, মহাভারত যুগে ভগবান শ্রী কৃষ্ণ রাজা শিশুপালকে ১০০ বার গালাগালি করার জন্য সুদর্শন চক্র দিয়ে হত্যা করেছিলেন। এ কারণে তার আঙুল থেকে রক্ত ​​পড়তে থাকে। সেই সময় দ্রৌপদী তাঁর শাড়ি থেকে একটি টুকরো ছিঁড়ে আঙুলে বেঁধে দেন। এই ঘটনার পর শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে সব বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন।