AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pitri Dosh: পিতৃদোষ মানে অভিশাপ না আশীর্বাদ? জানুন আসল সত্যিটা

Pitru Paksha 2025: হিন্দু ধর্মে পিতৃপক্ষের গুরুত্ব অনস্বীকার্য। অনেকের বিশ্বাস পিতৃপক্ষের ১৫ দিনে পূর্বপুরুষরা তাঁদের বংশধরদের সঙ্গে দেখা করার জন্য পৃথিবীতে আসেন। এই সময় যাঁদের পিতৃদোষ থাকে, তাঁরা সেটা কাটিয়ে নিতে পারেন।

Pitri Dosh: পিতৃদোষ মানে অভিশাপ না আশীর্বাদ? জানুন আসল সত্যিটা
পিতৃদোষ মানে অভিশাপ না আশীর্বাদ? জানুন আসল সত্যিটাImage Credit: Pinterest
| Updated on: Sep 07, 2025 | 11:29 AM
Share

হিন্দু শাস্ত্র মতে, পিতৃদোষ এমন এক বিশেষ দোষ যা জন্মকুণ্ডলীতে দেখা দিলে জীবনে নানা বাধা, অশান্তি ও অগ্রগতিতে বিঘ্ন ঘটে। এ ছাড়া পিতৃদোষকে পূর্বপুরুষদের অশান্ত আত্মা বা অসম্পূর্ণ কাজের প্রভাব হিসেবে ধরা হয়। তবে সঠিক আচার-অনুষ্ঠান এবং দানের মাধ্যমে পিতৃদোষ কাটানো সম্ভব। তবে পিতৃদোষ শুধু পূর্বজন্মেরই হবে, তার কোনও মানে নেই। পিতৃদোষ মানে পূর্বপুরুষদের পূর্ববর্তী কয়েক জন্মের দোষও হতে পারে।

পিতৃদোষ কী?

  • জ্যোতিষশাস্ত্র মতে – কুণ্ডলীতে সূর্য, চন্দ্র, রাহু, কেতু বা শনি গ্রহের বিশেষ অবস্থান থেকে পিতৃদোষের সৃষ্টি হয়।
  • আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে – পূর্বপুরুষের অশান্ত আত্মা বা তাঁদের অসম্পূর্ণ কর্মের ফল ভোগ করতে হয় বংশধরদের।
  • এর লক্ষণ – জীবনে বারবার বাধা, অশুভ স্বপ্ন, পরিবারে অকালমৃত্যু, দাম্পত্য সমস্যা, সন্তান লাভে দেরি ইত্যাদি।

পিতৃদোষ কাটাতে কী করণীয়?

  • পিতৃতর্পণ ও শ্রাদ্ধ – নিয়ম মেনে জল, তিল, কুসুম দিয়ে পিণ্ড দান করলে পূর্বপুরুষের আত্মা শান্তি পায়।
  • গায়ত্রী মন্ত্র ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ – মানসিক শান্তি দেয় ও পিতৃদোষমোচনে কার্যকর।
  • পিতৃপুরুষের স্মরণ – তাঁদের নামে দান, সৎকর্ম ও ভোজন করানো শুভ।
  • অশ্বত্থ গাছে পূজা – শনিবারে অশ্বত্থ গাছে প্রদীপ জ্বালালে ও জলে দুধ দিলে পিতৃদোষ কমাতে সাহায্য করে।
  • তীর্থস্নান – গয়া, কাশী বা পবিত্র নদীতে স্নান করলে ও পিণ্ডদান করলে বিশেষ ফল মেলে।

পিতৃপক্ষে কোন কোন দান করলে শুভ ফল মেলে?

পিতৃপক্ষ পূর্বপুরুষের আত্মার শান্তি ও আশীর্বাদ পাওয়ার একখানা সেরা সময়। এইসময় দান করলে তার বহুগুণ ফল পাওয়া যায়।

  • অন্নদান – ব্রাহ্মণকে বা গরিব ব্যক্তিদের ভাত, ডাল, সবজি খাওয়ালে শুভ ফল মেলে।
  • বস্ত্রদান – নতুন বা পরিষ্কার পোশাক দান করলে পুণ্যলাভ হয়।
  • তিল ও জল দান – আত্মার শান্তি ও ঋণমোচনে বিশেষভাবে কার্যকর।
  • গোরক্ষণা – গরুকে খাদ্য দেওয়া অত্যন্ত শুভ।
  • দীপদান – পূর্বপুরুষের নামে প্রদীপ জ্বালানো ও গঙ্গাজল দান করা।
  • অর্থদান – দুঃস্থদের সাহায্য করা ও মন্দিরে অর্থ প্রদান।

পিতৃদোষ মানেই জীবনের স্থায়ী অভিশাপ নয়। ভক্তি, শ্রদ্ধা ও সঠিক সময়ে দান এবং পুণ্য করলে পূর্বপুরুষের আশীর্বাদ লাভ সম্ভব। বিশেষত পিতৃপক্ষের সময় অন্ন, বস্ত্র, তিল ও গোরক্ষণা দান করলে শুধু পিতৃদোষই কমে না, পরিবারেও আসে শান্তি ও সমৃদ্ধি।

বিশেষ দ্রষ্টব্য- এই প্রতিবেদনের বক্তব্য হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।