AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tulsi Plant Tips: তুলসী পাতা ছাড়া পুজো অসম্পূর্ণ, কিন্তু কখন তুলসী ডাল ভাঙা একেবারেই উচিত নয়?  

Hindu Puja Rules: মনে রাখবেন যে,  তুলসী গাছের ডাল ভেঙ্গে স্নান না করে পুজো করলে তিনি অপরাধী বা পাপের অধিকারী হতে পারেন। পুজোও অসম্পূর্ণ থাকে, এমনটাই হিন্দুদের বিশ্বাস। বাড়িতে তুলসী গাছ লাগানোর প্রথা অনেক পুরনো, কিন্তু এর উপকারিতা সম্পর্কে খুব কম মানুষই জানেন।

Tulsi Plant Tips: তুলসী পাতা ছাড়া পুজো অসম্পূর্ণ, কিন্তু কখন তুলসী ডাল ভাঙা একেবারেই উচিত নয়?  
| Updated on: Jan 29, 2024 | 7:30 AM
Share

বাড়িতে তুলসী গাছ থাকলে নিয়ম মেনে পুজো করার নিয়ম । আর হিন্দু দেবদেবীদের পুজো করা সময় তুলসী পাতা ছাড়া তা অসম্পূর্ণ। শুধু তাই নয়, ঠাকুরকে নিবেদন করার জন্য তুলসীডালও ব্যবহার করা হয়। সিন্ধু ধর্মশাস্ত্র অনুসারে, মঙ্গল, শুক্র, রবিবার, দ্বাদশী, অমাবস্যা ও পূর্ণিমা তিথি, সংক্রান্তি, অম্বুবাচীর দিন তুলসীডাল ভাঙা নিষিদ্ধ। বিষ্ণুধর্মোত্তর মতে, তুলসীর ডাল  রাতে ও সন্ধ্যের সময়ও ডাল ভাঙা উচিত নয়। কিন্তু তুলসী ডাল ছাড়া ভগবানের পূজা সম্পূর্ণ হয় না। তাই, নিষিদ্ধ সময়ে, বরাহ পুরাণ অনুসারে, তুলসী গাছ থেকে পড়ে যাওয়া পাতা দিয়ে ঈশ্বরের পুজো করা উচিত।

তুলসি ডাল কখনও বাসি হয় না, তাই প্রথম দিনে পবিত্র স্থানে রাখা তুলসি ডাল দিয়ে ভগবানের পূজা করা যায়। তবে শালগ্রামের পুজোর জন্য নিষিদ্ধ তিথিতেও তুলসীর ডাল ভাঙা যায়।

তুলসী গাছ ভাঙার মন্ত্র 

অহনিকসূত্রাবলী অনুসারে, একটি বিশেষ মন্ত্র পাঠ করার পরে, ভক্তি সহকারে তুলসী গাছের ডগা না ডালে স্পর্শ করুন। তাতেই পুজোর ফল লক্ষ গুণ বেড়ে যায়। তবে এই মন্ত্র পাঠ করতে না পারলে তিনিও ভক্তি সহকারে প্রার্থনা করতে পারেন।

ওঁ তুলস্যমৃতনামাসি সদা ত্বং কেশবপ্রিয়া ।

কেশবার্থে চিনোমি ত্বাং বরদা ভব শোভনে ॥

ত্বদঙ্গ সম্ভবৈঃ পত্রৈঃ পুজয়ামি যথা হরিম্।

এই মন্ত্র বলে তিনবার হাততালি দিয়ে শ্রী হরির জন্য তুলসীডাল ভাঙা উচিত। মনে রাখবেন যে,  তুলসী গাছের ডাল ভেঙ্গে স্নান না করে পুজো করলে তিনি অপরাধী বা পাপের অধিকারী হতে পারেন। পুজোও অসম্পূর্ণ থাকে, এমনটাই হিন্দুদের বিশ্বাস। বাড়িতে তুলসী গাছ লাগানোর প্রথা অনেক পুরনো, কিন্তু এর উপকারিতা সম্পর্কে খুব কম মানুষই জানেন। বিশেষজ্ঞদের দাবি, যে বাড়িতে তুলসী গাছ থাকে, সেই বাড়িতে সদস্যরা তুলনামূলকভাবে কম অসুস্থ হন। কারণ এই গাছ বাতাসে উপস্থিত ব্যাকটেরিয়ার প্রভাব কমায়। অনেকটা প্রহরীর কাজ করে এই গাছ।

তুলসী গাছ দেখতে ছোট হলেও দেবী লক্ষ্মীর মূর্ত প্রতীক। পদ্মপুরাণ অনুসারে, তুলসী গাছ যে স্থানে জন্মায়, সেখানে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের মতো সমস্ত দেবতারাও বাস করেন। নিত্য ভক্তি সহকারে তুলসী পুজো করা হলে, সকল দেবদেবীরা আশীর্বাদ বর্ষণ করে থাকেন।