করোনার প্রতিষেধক নিলেন রাহানে
নিজে ভ্যাকসিন (vaccine) নেওয়ার সঙ্গে দেশবাসীকেও করোনার প্রতিষেধক নেওয়ার আর্জি জানান অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)।
মুম্বই: করোনার (COVID-19) প্রতিষেধক নিলেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আজই প্রথম ডোজ নেন বিরাটের ডেপুটি। রাহানে এবং তাঁর স্ত্রী রাধিকা দু’জনেই করোনার প্রতিষেধক নেন। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক।
Got my first dose of the vaccine today. I urge everyone to register and get yourself vaccinated, if you’re eligible pic.twitter.com/VH2xYcTQ1i
— Ajinkya Rahane (@ajinkyarahane88) May 8, 2021
নিজে ভ্যাকসিন নেওয়ার সঙ্গে দেশবাসীকেও করোনার প্রতিষেধক নেওয়ার আর্জি জানান অজিঙ্কা রাহানে। তাঁর বার্তা, ‘আমি এবং আমার স্ত্রী দু’জনেই আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছি। আমাদের চারপাশে যারা আছে, তারাও ভ্যাকসিন নিয়েছে। আমি সবাইকে বলতে চাই, দ্রুত ভ্যাকসিন নিয়ে নাও।’
গতকাল করোনার প্রতিষেধক নিয়েছিলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ১৮ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজ খেলবেন কোহলিরা। মে মাসের শেষেই ইংল্যান্ড রওনা দেবে টিম ইন্ডিয়া। তার আগেই একে একে করোনার প্রতিষেধক নিয়ে নিচ্ছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলে ঘরে ফিরেই আজ করোনার প্রতিষেধক নিলেন অজিঙ্কা রাহানে।
আরও পড়ুন: ৯ বড় ক্লাবের শাস্তি মকুব উয়েফার