AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জয় দিয়েই এটিপি কাপ শুরু জোকার, সেরেনার

একই দিনে সিঙ্গলস এবং ডাবলস ম্যাচ জিতলেন জকোভিচ।

জয় দিয়েই এটিপি কাপ শুরু জোকার, সেরেনার
সৌজন্যে- অস্ট্রেলিয়ান ওপেন টুইটার ও এটিপি কাপ টুইটার
| Updated on: Feb 02, 2021 | 4:37 PM
Share

মেলবোর্ন: করোনার জন্য দীর্ঘদিন কোর্টে নামতে পারেননি। এটিপি কাপে (ATP Cup) কোর্টে ফিরেই জয় দিয়ে শুরু করলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। একই দিনে সিঙ্গলস এবং ডাবলস ম্যাচ জিতলেন জকোভিচ। সিঙ্গলসে কানাডার শাপোলভকে ৭-৫, ৭-৫ পয়েন্টে হারান জকোভিচ। শুধু তাই নয়, একই দিনে শাপোলভ দু’বার হারলেন জোকারের কাছে। ডাবলসে কানাডাকে হারিয়ে জয় টিম সার্বিয়ার। মঙ্গলবার ফিলিপ ক্রাজিনোভিচ ও নোভাক জকোভিচ জুটি মাইলোস রাওনিক ও ডেনিস শাপোলভ জুটিকে ৭-৫, ৭-৬ পয়েন্টে হারায়।

ম্যাচের শেষে জকোভিচ বলেছেন, “মরসুমের শুরুটা দারুণ হল। শাপোর বিরুদ্ধে খেলা মানেই বরাবরই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। ও দুর্ধর্ষ প্লেয়ার।” মরসুমের শুরুতেই প্রথম দিন ২ বার শাপোলভকে হারিয়ে বিশ্বের এক নম্বর বলেছেন, “এটা বেশ কঠিন প্রতিযোগিতা ছিল। আমরা দু’জনই ভালো খেলেছিলাম। আমরা নিজেদের দেশকে প্রতিনিধিত্ব করি। আমাদের মধ্যে আরও প্রতিদ্বন্দ্বিতা থাকা উচিত।”

আরও পড়ুন:কোমরের চোটে এটিপি কাপ থেকে সরলেন নাদাল

মরসুমের শুরুটা জোকারের ভালো হলেও, ইউএস ওপেন জয়ী ডমিনিক থিয়েমের হল না। এটিপি কাপের প্রথম দিনই জোড়া হার বিশ্বের তিন নম্বর প্লেয়ার থিয়েমের। ডাবলসে ও সিঙ্গলসে মাত্তেও বেরেত্তিনির কাছে দু’বারই হেরেছেন। ইতালির বেরেত্তিনির কাছে থিয়েম সিঙ্গলসে ৬-২, ৬-৪ পয়েন্টে হেরেছেন। পুরুষদের ডবলসে টিম অস্ট্রিয়াকে হারিয়ে জয় টিম ইতালির। ইতালির মাত্তেও বেরেত্তিনি-ফাবিয়ো ফগনিনি জুটি অস্টিয়ার ডমিনিক থিয়েম-ডেনিস নোভাক জুটিকে ৬-১, ৬-৪ পয়েন্টে হারায়।

এ দিকে, সেরেনা উইলিয়ামস অস্ট্রেলিয়া ওপেনের আগে একটি প্রস্তুতি টুর্নামেন্টে গাভ্রিলোভার বিরুদ্ধে জেতেন ৬-১, ৬-৪। দীর্ঘদিন পর কোর্টে ফিরেই মেজাজে খেলতে দেখা যায় সেরেনাকে। বিপক্ষকে স্ট্রেট সেটে উড়িয়ে দেওয়ার মধ্যে যথেষ্ট আগ্রাসন দেখা গিয়েছে। অস্ট্রেলিয়ান ওপেনে নেমে পড়ার আগে সেটাই ফিরে পেতে চেয়েছিলেন মার্কিন স্টার।

আরও পড়ুন: কদর্য মন্তব্যের জেরে ওড়িশা থেকে ছাঁটাই ব্রিটিশ কোচ