Santosh Trophy: আট বছর পর ট্রফির হাতছানি, সার্ভিসেসকে উড়িয়ে ফাইনালে বাংলা

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 29, 2024 | 4:45 PM

Bengal Football: ২০১৬-১৭ মরসুমে শেষ বার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। ৮ বছর পর ফের ভারতসেরা হওয়ার হাতছানি বাংলার সামনে। মাঝে দু'বার ফাইনালে উঠলেও ট্রফি অধরাই থেকেছে।

Santosh Trophy: আট বছর পর ট্রফির হাতছানি, সার্ভিসেসকে উড়িয়ে ফাইনালে বাংলা
Santosh Trophy: আট বছর পর ট্রফির হাতছানি, সার্ভিসেসকে উড়িয়ে ফাইনালে বাংলা

Follow Us

হায়দরাবাদ: সন্তোষ ট্রফির ফাইনালে পৌঁছে গেল বাংলা। সেমিফাইনালে সার্ভিসেসকে ৪-২ গোলে উড়িয়ে ফাইনালে সঞ্জয় সেনের দল। প্রতিপক্ষ শক্তিশালী হলেও, ম্যাচে বিপক্ষকে কার্যত তছনছ করে দিলেন নরহরি শ্রেষ্ঠা, রবি হাঁসদা, ইসরাফুল দেওয়ানরা। যদিও দ্বিতীয়ার্ধে একটা সময় দু’গোল হজম করে উদ্বেগ বাড়ায় চাকু মান্ডিরা। তবে শেষ পর্যন্ত জিতেই মাঠ ছাড়লেন রবি-বিক্রমরা। খেলার শুরু থেকেই একের পর এক আক্রমণের ঝড় তুললেন বাংলার ফুটবলাররা। অপরাজিত থেকেই সন্তোষের ফাইনালে বঙ্গব্রিগেড। গ্রুপ পর্বে অপরাজিত থাকার পর নকআউটেও দুরন্ত ফুটবল খেললেন নরহরি, চাকু, মনোতোষরা।

২০১৬-১৭ মরসুমে শেষ বার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। ৮ বছর পর ফের ভারতসেরা হওয়ার হাতছানি বাংলার সামনে। মাঝে দু’বার ফাইনালে উঠলেও ট্রফি অধরাই থেকেছে। ৩২ বারের সন্তোষ চ্যাম্পিয়নদের কাছে আবারও ভারতসেরা হওয়ার সুবর্ণ সুযোগ। আর এই গোটা দলকে এক সুতোয় বেঁধেছেন আই লিগজয়ী কোচ সঞ্জয় সেন।

খেলার ১৭ মিনিটে মনোতোষ মাজির দুরপাল্লার শটে ১-০ এগিয়ে যায় বাংলা। এরপর ফের গোলের সুযোগ এলেও তা ব্যর্থ হয়। প্রথমার্ধের সংযুক্ত সময়ে আরও দুটো গোল বাংলার। দুরন্ত টিম গেমে সার্ভিসেসের রক্ষণকে বোকা বানিয়ে রবি হাঁসদা ২-০ করেন। অতিরিক্ত সময়ের শেষ লগ্নে অনবদ্য গোল নরহরি শ্রেষ্ঠার।

এই খবরটিও পড়ুন

দ্বিতীয়ার্ধে কিছু গা ছাড়া মনোভাব দেখা যায় বাংলার খেলায়। আর তারই সুযোগ নেয় সার্ভিসেস। এক গোল পরিশোধের পর বাংলার এক ফুটবলার আত্মঘাতী গোল করলে ব্যবধান ২-৩ করে সার্ভিসেস। উদ্বেগ বাড়ে বাংলার রক্ষণে। তবে ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে সার্ভিসেসের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন রবি হাঁসদা (৪-২)। এই মুহূর্তে টুর্নামেন্টের টপ স্কোরার।

আজই রাতে আর একটি সেমিফাইনালে মুখোমুখি কেরল আর মণিপুর। ওই ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে খেলবে বাংলা। শেষ কয়েক বছর কেরল কাঁটা বাংলার গলায় বিঁধে রয়েছে। এমনকি শেষ শেষ দুবার ফাইনালেও এই কেরলের কাছে টাইব্রেকারে হারতে হয়েছে রঞ্জন চৌধুরী, রঞ্জন ভট্টাচার্যের দলকে। সঞ্জয় সেনের হাত ধরে দীর্ঘ খরা কাটিয়ে ভারতসেরা হওয়ার অপেক্ষায় বঙ্গ ফুটবল।

Next Article