IPL 2022: নিলামের ব্যর্থতাই ভোগাচ্ছে মুম্বইকে

৬ ম্যাচে ৬টাতেই হারের পিছনে উঠে আসছে বেশ কয়েকটি কারণ। পাওয়ার প্লে-তে উইকেট টেকিং বোলারের অভাব। বাসিল থাম্পি, জয়দেব উনাদকাট, তিলক বর্মা, জসপ্রীত বুমরা, ড্যানিয়েল স্যামসরা বিপক্ষের উইকেট তুলতে ব্যর্থ। মুম্বইয়ের বোলিং ব্যর্থতা কাজে লাগাচ্ছে বিপক্ষ দল।

IPL 2022: নিলামের ব্যর্থতাই ভোগাচ্ছে মুম্বইকে
মুম্বই ইন্ডিয়ান্সের ব্যর্থতা। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 21, 2022 | 3:21 PM

মুম্বই: ৬ ম্যাচে ৬টাতেই হার। এ বারের আইপিএলটা (IPL 2022) মোটেই ভালো যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের গ্রাফ নীচের দিকে নামছে। আজ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে মাঠে নামছেন রোহিত শর্মারা। গত চার বছরে শেষ দু’বারের চ্যাম্পিয়নদের এ বার খেতাব জয়ের সম্ভাবনাও বেশ ক্ষীণ। কিন্তু কি এমন হল? যার খেসারত দিতে হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সকে। ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত আইপিএলের আসরে যাদের কর্তৃত্ব ছিল, তাঁরাই এখন ব্যাকফুটে। পয়েন্ট টেবিলে সবার শেষে। এ বারের নিলামের আগে অধিকাংশ ক্রিকেটারকেই ছেড়ে দিয়েছিল মুম্বই। ধরে রেখেছিল অধিনায়ক রোহিত শর্মা, কায়রন পোলার্ড, সূর্যকুমার যাদব আর জসপ্রীত বুমরাকে। এর নিলামে বিরাট অঙ্কের টাকা দিয়ে ঈশান কিশানকে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। বেবি এবি ডিওয়াল্ড ব্রেভিসকে দলে নিতেও ৩ কোটির উপর টাকা খরচ করে মুম্বই। এ বারের আইপিএল নিলামকে মোটেই সে ভাবে কাজে লাগাতে পারেনি। আর সেই ব্যর্থতাই ভোগান্তির কারণ হয়ে দেখা দিচ্ছে।

৬ ম্যাচে ৬টাতেই হারের পিছনে উঠে আসছে বেশ কয়েকটি কারণ। পাওয়ার প্লে-তে উইকেট টেকিং বোলারের অভাব। বাসিল থাম্পি, জয়দেব উনাদকাট, তিলক বর্মা, জসপ্রীত বুমরা, ড্যানিয়েল স্যামসরা বিপক্ষের উইকেট তুলতে ব্যর্থ। মুম্বইয়ের বোলিং ব্যর্থতা কাজে লাগাচ্ছে বিপক্ষ দল। পাওয়ার প্লে-তেও উঠছে বিশাল রান। ট্রেন্ট বোল্টকে এ বারে ছেড়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিউয়ি পেসারকে দলে নেয় রাজস্থান রয়্যালস। প্রথম ৬ ওভারে বোল্টের কার্যকারিতা কতটা তা বুঝছে রাজস্থান। বোল্টের অভাব টের পাচ্ছে মুম্বই। একমাত্র বুমরা ছাড়া কেউ সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারছেন না।

হার্দিক আর ক্রুণাল পান্ডিয়া দুই ভাইকেই এ বারে ছেড়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। চোট সারিয়ে স্বমহিমায় ফিরে এসেছেন হার্দিক। ক্রুণালের অভাবও টের পাচ্ছেন রোহিত শর্মারা। লোয়ার অর্ডারে একজন দক্ষ ব্যাটারের অভাব দেখা যাচ্ছে। ব্যাটিং গভীরতাও সে ভাবে দেখা যাচ্ছে না এ বছর। কায়রন পোলার্ড অফ ফর্মে আছেন।

জোফ্রা আর্চারকে এ বছর ৮ কোটি টাকা দিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সামনের বছরের আগে ইংলিশ বোলারকে পাবে না রোহিত শর্মারা। তাই পরের বছরের জন্য অপেক্ষা করতেই হবে। আর্চার ফিরলে হয়তো মুম্বইয়ের বোলিং শক্তি বাড়তে পারে।

আরও পড়ুন: IPL 2022: চাহাল-ধনশ্রীর নতুন ভিডিওয় কমেন্ট বাটলারের