South Africa Cricket: স্মিথ-ডিভিলিয়ার্সদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ

কৃষ্ণাঙ্গ বনাম শ্বেতাঙ্গ ইস্যুতে এর আগে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিল দঃ আফ্রিকা (South Africa)। সাম্প্রতিক কালে আবারও সেই ইস্যু মাথাচাড়া দিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে কুইন্টন ডি'কক ব্ল্যাক লাইফস ম্যাটারে অংশ না নেওয়ায় তাঁকে ১ ম্যাচ নির্বাসিত করে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। ক্ষমা চেয়ে পড়ে ফের মাঠে ফিরে আসেন ডি'কক (Quinton De Kock)।

South Africa Cricket: স্মিথ-ডিভিলিয়ার্সদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ
গ্রেম স্মিথ ও এবি ডিভিলিয়ার্স। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2021 | 3:36 PM

জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর গ্রেম স্মিথের (Graeme Smith) বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ। একই সঙ্গে প্রধান কোচ মার্ক বাউচার (Mark Boucher) ও প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলার্সের (AB De Villiers) বিরুদ্ধেও বর্ণবিদ্বেষের অভিযোগ করা হয়েছে। সোশ্যাল জাস্টিস অ্যান্ড নেশন-বিল্ডিং কমিশনের (SJN) তরফ থেকে স্মিথদের বিরুদ্ধে ২৩৫ পাতার রিপোর্ট জমা দেওয়া হয়েছে। যেখানে দঃ আফ্রিকার কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের সঙ্গে খারাপ আচরণের কথা উল্লেখ করা হয়েছে।

কৃষ্ণাঙ্গ বনাম শ্বেতাঙ্গ ইস্যুতে এর আগে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিল দঃ আফ্রিকা (South Africa)। সাম্প্রতিক কালে আবারও সেই ইস্যু মাথাচাড়া দিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে কুইন্টন ডি’কক ব্ল্যাক লাইফস ম্যাটারে অংশ না নেওয়ায় তাঁকে ১ ম্যাচ নির্বাসিত করে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। ক্ষমা চেয়ে পড়ে ফের মাঠে ফিরে আসেন ডি’কক (Quinton De Kock)।

স্মিথ, বাউচার, ডিভিলিয়ার্সদের বিরুদ্ধে অভিযোগ, ক্রিকেটার বাছাইয়ের সময় অনেক হস্তক্ষেপ করতেন তাঁরা। প্রতিভা থাকা সত্ত্বেও কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের দলে নিতে চাইতেন না। ২০১৫ সালে ভারত সফরে আসার সময় একদিনের দলে খায়া জোন্ডোকে না নেওয়ার পিছনে তত্কালীন অধিনায়ক এবি ডিভিলিয়ার্সের বিরুদ্ধে অভিযোগ ওঠে। জোন্ডোর পরিবর্তে ডিন এলগারকে দলে নেওয়ার অভিযোগ ওঠে।

আরও পড়ুন: Smriti Mandhana: ‘দিন-রাতের টেস্টে সেঞ্চুরিটাই ২০২১ সালের সেরা প্রাপ্তি’, স্মৃতি মান্ধানা